অনলাইন ডেস্ক
ওয়্যারহাউসে মালামাল ওঠানামার জন্য পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার করছে অ্যামাজন। এর ফলে কর্মীদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
অ্যামাজন ডিজিট নামের হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) ব্যবহার করছে। দুপেয়ে রোবটটি বিভিন্ন বস্তু ধরতে ও ওঠাতে পারে। এটিকে দিয়ে খালি প্লাস্টিকের বাক্স সরানোর কাজ করছে অ্যামাজন।
বিভিন্ন কাজে রোবটকে যুক্ত করার পরিকল্পনা কোম্পানির ১৫ লাখ কর্মীর ওপর প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করছে। কারণ, ওয়ারহাউসগুলো স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নিয়েছে অ্যামাজন।
তবে আমাজন রোবোটিকসের প্রধান প্রযুক্তিবিদ টাই ব্র্যাডি দাবি করছেন, গতানুগতিক, পুনরাবৃত্তিমূলক ও নিম্ন স্তরের কাজকে কোম্পানি বাদ দিতে চায়। এর ফলে কিছু কর্মী চাকরি হারাবে। তবে নতুন চাকরির সুযোগও সৃষ্টি হবে।
কোম্পানির জন্য কর্মীদের চাহিদা ‘অপূরণীয়’। তবে অ্যামাজন একদিন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়্যারহাউস তৈরি করবে বলে ব্র্যাডি দাবি করেন।
রোবটটি সামনে, পেছনে ও পাশাপাশি চলতে পারে এবং নত হতে পারে। এর উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেমি) ও ওজন ৬৫ কেজির মতো। রোবটটি প্রায় ১৬ কেজি ভারউত্তোলন করতে পারে।
এক ব্লগপোস্টে অ্যামাজন বলে, বিভিন্ন খালি জায়গা ও কোনায় অভিনব উপায়ে ডিজিটকে ব্যবহার করবে। এই প্রযুক্তি কর্মীদের প্লাস্টিক বাক্স রিসাইকেল করতে সাহায্য করবে।
ডিজিট রোবটের প্রথম ক্রেতা গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। গত বছর অ্যামাজনের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাজেলিটি রোবোটিকসের ওপর বিনিয়োগ করে।
এ ছাড়া গত বুধবার আরেকটি ইভেন্টে যুক্তরাষ্ট্রর হিউস্টন ওয়্যারহাউসে সেকোইয়া নামের আরেকটি রোবট সিস্টেমের স্থাপনের ঘোষণা দেয় অ্যামাজন। দ্রুত পণ্য ডেলিভারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্র্যাডি বলেন, এই ধরনের সহযোগিতামূলক রোবটের জন্য কর্মীদেরও প্রয়োজন হয়।
‘অ্যাজিলিটি রোবটিক্স’ কোম্পানি রোবটটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কর্ভাল্লিস ও অরিগন শহরভিত্তিক স্টার্টআপ এই কোম্পানিতে অ্যামাজনের বিনিয়োগ আছে।
ওয়্যারহাউসে মালামাল ওঠানামার জন্য পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার করছে অ্যামাজন। এর ফলে কর্মীদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
অ্যামাজন ডিজিট নামের হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) ব্যবহার করছে। দুপেয়ে রোবটটি বিভিন্ন বস্তু ধরতে ও ওঠাতে পারে। এটিকে দিয়ে খালি প্লাস্টিকের বাক্স সরানোর কাজ করছে অ্যামাজন।
বিভিন্ন কাজে রোবটকে যুক্ত করার পরিকল্পনা কোম্পানির ১৫ লাখ কর্মীর ওপর প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করছে। কারণ, ওয়ারহাউসগুলো স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নিয়েছে অ্যামাজন।
তবে আমাজন রোবোটিকসের প্রধান প্রযুক্তিবিদ টাই ব্র্যাডি দাবি করছেন, গতানুগতিক, পুনরাবৃত্তিমূলক ও নিম্ন স্তরের কাজকে কোম্পানি বাদ দিতে চায়। এর ফলে কিছু কর্মী চাকরি হারাবে। তবে নতুন চাকরির সুযোগও সৃষ্টি হবে।
কোম্পানির জন্য কর্মীদের চাহিদা ‘অপূরণীয়’। তবে অ্যামাজন একদিন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়্যারহাউস তৈরি করবে বলে ব্র্যাডি দাবি করেন।
রোবটটি সামনে, পেছনে ও পাশাপাশি চলতে পারে এবং নত হতে পারে। এর উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেমি) ও ওজন ৬৫ কেজির মতো। রোবটটি প্রায় ১৬ কেজি ভারউত্তোলন করতে পারে।
এক ব্লগপোস্টে অ্যামাজন বলে, বিভিন্ন খালি জায়গা ও কোনায় অভিনব উপায়ে ডিজিটকে ব্যবহার করবে। এই প্রযুক্তি কর্মীদের প্লাস্টিক বাক্স রিসাইকেল করতে সাহায্য করবে।
ডিজিট রোবটের প্রথম ক্রেতা গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। গত বছর অ্যামাজনের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাজেলিটি রোবোটিকসের ওপর বিনিয়োগ করে।
এ ছাড়া গত বুধবার আরেকটি ইভেন্টে যুক্তরাষ্ট্রর হিউস্টন ওয়্যারহাউসে সেকোইয়া নামের আরেকটি রোবট সিস্টেমের স্থাপনের ঘোষণা দেয় অ্যামাজন। দ্রুত পণ্য ডেলিভারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্র্যাডি বলেন, এই ধরনের সহযোগিতামূলক রোবটের জন্য কর্মীদেরও প্রয়োজন হয়।
‘অ্যাজিলিটি রোবটিক্স’ কোম্পানি রোবটটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কর্ভাল্লিস ও অরিগন শহরভিত্তিক স্টার্টআপ এই কোম্পানিতে অ্যামাজনের বিনিয়োগ আছে।
প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফ
২ ঘণ্টা আগেমানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর
৪ ঘণ্টা আগেচীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১ দিন আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১ দিন আগে