অনলাইন ডেস্ক
ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন।
তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—
কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন।
যতক্ষণ এই শর্টকাট চেপে ধরে রাখবেন, ততক্ষণ আগের বন্ধ করা ট্যাবগুলো পুনরায় খুলতে থাকবে। এই ছোট শর্টকাটটি মনে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোম ব্রাউজারে ট্যাবগুলো চালু করতে পারবেন।
ক্রোম ব্রাউজার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা আপনার কম্পিউটার হুট করে রিইস্টার্ট নেয় তাহলেও এই শর্টকাট ব্যবহার করে আগের ব্রাউজিং সেশনের ট্যাবগুলো চালু করতে পারবেন।
মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে বন্ধ করা সর্বশেষ ট্যাবটি চালু হবে। তাই যদি আরও আগের বন্ধ করা ট্যাব চালু করতে চান, তাহলে প্রক্রিয়াটি আরও কয়েকবার পুরাবৃত্তি করতে হবে।
ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন।
ব্রাউজিং হিস্টরি ডেট ও গ্রুপ—এই দুই ভাবে সাজানো থাকে। ‘ডেট’ অপশন ব্যবহার করলে সব তারিখের ব্রাউজিং হিস্টরি দেখা যাবে। এতে আপনার প্রয়োজনীয় লিংকটি দেখতে পারবেন।
আর ‘গ্রুপ’ অপশনটি ব্যবহার করলে সর্বশেষ সার্চ করা বিষয়টি দেখতে পারবেন। সেই সঙ্গে বিষয়ভিত্তিক লিংকগুলোও দেখা যাবে।
কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাটটি ব্যবহার করে কাজটি দ্রুত হয়। তবে অনেক দিন আগের ট্যাব খোলার জন্য ব্রাউজিং হিস্টরি প্রক্রিয়াটি বেশি কার্যকর।
তথ্যসূত্র: ম্যাশাবল
ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন।
তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—
কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন।
যতক্ষণ এই শর্টকাট চেপে ধরে রাখবেন, ততক্ষণ আগের বন্ধ করা ট্যাবগুলো পুনরায় খুলতে থাকবে। এই ছোট শর্টকাটটি মনে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোম ব্রাউজারে ট্যাবগুলো চালু করতে পারবেন।
ক্রোম ব্রাউজার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা আপনার কম্পিউটার হুট করে রিইস্টার্ট নেয় তাহলেও এই শর্টকাট ব্যবহার করে আগের ব্রাউজিং সেশনের ট্যাবগুলো চালু করতে পারবেন।
মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে বন্ধ করা সর্বশেষ ট্যাবটি চালু হবে। তাই যদি আরও আগের বন্ধ করা ট্যাব চালু করতে চান, তাহলে প্রক্রিয়াটি আরও কয়েকবার পুরাবৃত্তি করতে হবে।
ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন।
ব্রাউজিং হিস্টরি ডেট ও গ্রুপ—এই দুই ভাবে সাজানো থাকে। ‘ডেট’ অপশন ব্যবহার করলে সব তারিখের ব্রাউজিং হিস্টরি দেখা যাবে। এতে আপনার প্রয়োজনীয় লিংকটি দেখতে পারবেন।
আর ‘গ্রুপ’ অপশনটি ব্যবহার করলে সর্বশেষ সার্চ করা বিষয়টি দেখতে পারবেন। সেই সঙ্গে বিষয়ভিত্তিক লিংকগুলোও দেখা যাবে।
কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাটটি ব্যবহার করে কাজটি দ্রুত হয়। তবে অনেক দিন আগের ট্যাব খোলার জন্য ব্রাউজিং হিস্টরি প্রক্রিয়াটি বেশি কার্যকর।
তথ্যসূত্র: ম্যাশাবল
পাহাড়ে ওঠার কথা শুনলেই কল্পনায় চোখের সামনে ভেসে ওঠে দুর্গম পথ, ঘামঝরা শরীর আর শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যাওয়ার এক অমূল্য অভিজ্ঞতা। তবে যাঁদের গন্তব্য চীনের শানডং প্রদেশের ‘মাউন্ট তাই’য়ে, তাঁদের আর সেই সমস্ত শারীরিক কসরত করতে হবে না। কারণ, রোবটিক পা ভাড়া করে সহজেই পাহাড় চূড়ায় পৌঁছাতে পারবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেডিজিটাল মাধ্যমে দ্রুত লেখার জন্য প্রয়োজনীয় একটি ফিচার হলো অটোকমপ্লিট। তবে এটি কখনো কখনো ব্যবহারকারীদের বিপদও ফেলতে পারে। যদি অটোকমপ্লিট ব্যবহার করে ভুল ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে থাকেন তবে এই সমস্যার সম্মুখীন শুধু আপনি একাই হননি। এমনকি একই ভুল করেছেন বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ লিনাস টরভাল্ডসও।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে প্রাণীদের আবেগ বুঝতে চেষ্টা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা। তারা এমন এআই সিস্টেম তৈরি করছেন, যা প্রাণীর মুখাবয়ব বিশ্লেষণ করে তাদের আবেগ সম্পর্কে ধারণা দেবে। এই প্রযুক্তি খামার, পশু চিকিৎসা এবং পোষ্য প্রাণীর কল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন...
২০ ঘণ্টা আগেবর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো, ইদানীং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনও বাড়ছে। সেগুলো আমাদের আধুনিক জীবনধারা বজায় রেখে পৃথিবী রক্ষায় সহায়তা করছে।
২০ ঘণ্টা আগে