অনলাইন ডেস্ক
বিজ্ঞাপন প্রচারে সাহায্য করার জন্য বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই ফিচার নিয়ে আসছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সহজে পণ্য ও সার্ভিসের প্রচারণা করতে সাহায্য করবে এসব ফিচার। এর মাধ্যমে মেটার এআই চ্যাটবটটি আরও উন্নতমানের ছবি তৈরি করে দিতে পারবে। মেটার দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের লামা (মেটার লার্জ ল্যাংগুয়েজ মডেল) মডেল নতুন এআই ফিচারগুলোকে সমর্থন দেবে।
মেটা বলছে, কোম্পানিটি টেক্সট তৈরির ফিচার উন্নত করার চেষ্টা করছে। ফিচারটি ব্র্যান্ডগুলো প্রচারণার জন্য উপযুক্ত মেসেজ তৈরি করতে সাহায্য করবে।
কোম্পানিটি বিজনেস নিউজরুম পেজে এক পোস্টে ফিচারগুলোর ঘোষণা দেয়। মেটা বলছে, বিজ্ঞাপনদাতাদের জন্য জেনারেটিভ এআই ফিচারগুলো চালু করা হয়েছে। যেমন–ছবি ও টেক্সট তৈরির ফিচার। ব্যবসার বিকাশে সাহায্য করার জন্য নতুন টুল ও সেবাগুলো আনা হচ্ছে।
ব্র্যান্ডগুলো চ্যাটবটে কোনো ছবি রেফারেন্স হিসেবে দিলে সে অনুযায়ী বেশ কয়েকটি বৈচিত্র্যপূর্ণ ছবি তৈরি করে দেবে এই এআই ফিচার। এসব রেফারেন্স ছবি পণ্যের ছবি বা ব্র্যান্ডের অন্য কোনো ছবি হতে পারে। এ ছাড়া ছবিটি বিভিন্ন আঙ্গিকে তৈরির জন্য টেক্সটের মাধ্যমে নির্দেশনা দেওয়া যাবে। এভাবে এআই একই ছবির বেশ কয়েকটি সংস্করণ তৈরি করে দেবে।
মেটা বলছে, ‘মনে করুন, আপনি একটি কফির ব্যবসার জন্য একটি কফিপূর্ণ কাপ দিয়ে বিজ্ঞাপন দিতে চাইছেন। আমাদের জেনারেটিভ এআই এই বিজ্ঞাপনের আরও কয়েকটি ধরন তৈরি করতে পারবে। যেমন–একটি সুন্দর খামারবাড়ির দৃশ্য পেছনে জুড়ে দেওয়া হবে এবং কফি কাপটি দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য করার জন্য বিভিন্ন অপশন থাকবে। অপশনগুলো থেকে নিজের পছন্দ বাছাই করতে পারবেন।’
এ ছাড়া টেক্সট ওভারলে ফিচারের মাধ্যমে ছবির ওপর টেক্সট জুড়ে দেওয়া যাবে। এই টেক্সট বিজ্ঞাপনদাতারা তৈরি করতে পারবেন বা এআই দিয়েও তৈরি করা যাবে। টেক্সট প্রম্পট ফিচার হেডলাইন ও পোস্টের জন্য ক্যাপশনও তৈরি করে দিতে পারবে। টেক্সট ওভারলে স্টোরি ও রিলসের ক্ষেত্রে বেশি কাজে দেবে ও আর টেক্সট প্রম্পটের মাধ্যমে পুরো পোস্ট তৈরি করা যাবে।
বিভিন্ন মাধ্যমে পোস্টের জন্য ছবিগুলো রিসাইজও করা যাবে। যেমন ফেসবুকের পোস্টের জন্য তৈরি ছবিটি রিলস বা স্টোরির জন্য রিসাইজ করা যাবে। এআই ফিচারগুলো ছবি ব্যাকগ্রাউন্ডও তৈরি করে দেবে। পাশাপাশি ছবির সঙ্গে সামঞ্জস্য রাখতে পণ্যটির সাইজও পরিবর্তন করতে পারবে। ফিচারগুলো প্ল্যাটফরমটির অ্যাড ম্যানেজারের ভেতরে অ্যাডভানটেজ প্লাস ক্রিয়েটিভ অপশনে পাওয়া যাবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিজ্ঞাপন প্রচারে সাহায্য করার জন্য বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই ফিচার নিয়ে আসছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সহজে পণ্য ও সার্ভিসের প্রচারণা করতে সাহায্য করবে এসব ফিচার। এর মাধ্যমে মেটার এআই চ্যাটবটটি আরও উন্নতমানের ছবি তৈরি করে দিতে পারবে। মেটার দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের লামা (মেটার লার্জ ল্যাংগুয়েজ মডেল) মডেল নতুন এআই ফিচারগুলোকে সমর্থন দেবে।
মেটা বলছে, কোম্পানিটি টেক্সট তৈরির ফিচার উন্নত করার চেষ্টা করছে। ফিচারটি ব্র্যান্ডগুলো প্রচারণার জন্য উপযুক্ত মেসেজ তৈরি করতে সাহায্য করবে।
কোম্পানিটি বিজনেস নিউজরুম পেজে এক পোস্টে ফিচারগুলোর ঘোষণা দেয়। মেটা বলছে, বিজ্ঞাপনদাতাদের জন্য জেনারেটিভ এআই ফিচারগুলো চালু করা হয়েছে। যেমন–ছবি ও টেক্সট তৈরির ফিচার। ব্যবসার বিকাশে সাহায্য করার জন্য নতুন টুল ও সেবাগুলো আনা হচ্ছে।
ব্র্যান্ডগুলো চ্যাটবটে কোনো ছবি রেফারেন্স হিসেবে দিলে সে অনুযায়ী বেশ কয়েকটি বৈচিত্র্যপূর্ণ ছবি তৈরি করে দেবে এই এআই ফিচার। এসব রেফারেন্স ছবি পণ্যের ছবি বা ব্র্যান্ডের অন্য কোনো ছবি হতে পারে। এ ছাড়া ছবিটি বিভিন্ন আঙ্গিকে তৈরির জন্য টেক্সটের মাধ্যমে নির্দেশনা দেওয়া যাবে। এভাবে এআই একই ছবির বেশ কয়েকটি সংস্করণ তৈরি করে দেবে।
মেটা বলছে, ‘মনে করুন, আপনি একটি কফির ব্যবসার জন্য একটি কফিপূর্ণ কাপ দিয়ে বিজ্ঞাপন দিতে চাইছেন। আমাদের জেনারেটিভ এআই এই বিজ্ঞাপনের আরও কয়েকটি ধরন তৈরি করতে পারবে। যেমন–একটি সুন্দর খামারবাড়ির দৃশ্য পেছনে জুড়ে দেওয়া হবে এবং কফি কাপটি দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য করার জন্য বিভিন্ন অপশন থাকবে। অপশনগুলো থেকে নিজের পছন্দ বাছাই করতে পারবেন।’
এ ছাড়া টেক্সট ওভারলে ফিচারের মাধ্যমে ছবির ওপর টেক্সট জুড়ে দেওয়া যাবে। এই টেক্সট বিজ্ঞাপনদাতারা তৈরি করতে পারবেন বা এআই দিয়েও তৈরি করা যাবে। টেক্সট প্রম্পট ফিচার হেডলাইন ও পোস্টের জন্য ক্যাপশনও তৈরি করে দিতে পারবে। টেক্সট ওভারলে স্টোরি ও রিলসের ক্ষেত্রে বেশি কাজে দেবে ও আর টেক্সট প্রম্পটের মাধ্যমে পুরো পোস্ট তৈরি করা যাবে।
বিভিন্ন মাধ্যমে পোস্টের জন্য ছবিগুলো রিসাইজও করা যাবে। যেমন ফেসবুকের পোস্টের জন্য তৈরি ছবিটি রিলস বা স্টোরির জন্য রিসাইজ করা যাবে। এআই ফিচারগুলো ছবি ব্যাকগ্রাউন্ডও তৈরি করে দেবে। পাশাপাশি ছবির সঙ্গে সামঞ্জস্য রাখতে পণ্যটির সাইজও পরিবর্তন করতে পারবে। ফিচারগুলো প্ল্যাটফরমটির অ্যাড ম্যানেজারের ভেতরে অ্যাডভানটেজ প্লাস ক্রিয়েটিভ অপশনে পাওয়া যাবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৭ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৯ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১ দিন আগে