আবির আহসান রুদ্র
যুক্তরাজ্যভিত্তিক একদল কম্পিউটারবিজ্ঞানী কি-বোর্ড থেকে উৎপন্ন শব্দ শনাক্তের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করেছেন। এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা ‘ম্যাকবুক প্রো’র ২০২১ সংস্করণ ব্যবহার করেন। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের জসুয়া হ্যারিসন, সারে বিশ্ববিদ্যালয়ের এহসান তোরেনি ও লন্ডনের রয়্যাল হলওয়ে বিশ্ববিদ্যালয়ের মারিয়াম মেহরনেজাদ।
হ্যাকারদের সাহায্য করবে যেভাবে
কর্নেল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক সমীক্ষার বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট বলছে, এই এআই নিখুঁত এবং নির্ভুলভাবে ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরি করতে সক্ষম। একজন ব্যক্তি কি-বোর্ডে যে বাটনগুলো ক্লিক করছেন, তা অনুসরণ করে এআইটি তথ্য হাতিয়ে নিতে বেশ কার্যকর। স্মার্টফোনের ওপর পরীক্ষা চালিয়ে ভালো ফল পাওয়া গেছে। দেখা গেছে, টাইপ করা পাসওয়ার্ড ৯৫ শতাংশ নির্ভুলভাবে দিচ্ছে এআই।
জুম ভিডিও কনফারেন্সের সময় ল্যাপটপের মাইক্রোফোন দিয়ে নির্ভুলভাবে টাইপ শুনতে পারদর্শী এআই মডেলটি। গবেষকদের মতে,
কি-বোর্ডের শব্দ শুনে এআই ৯৩ শতাংশ নিখুঁতভাবে কাজ করতে পারে। হ্যাকারদের এ ধরনের আক্রমণকে বলা হয় অকাস্টিক সাইড-চ্যানেল আক্রমণ।
এ ধরনের আক্রমণে হ্যাকাররা নির্দিষ্ট অ্যাকাউন্টের টাইপিং পর্যবেক্ষণ করতে থাকেন। গবেষকেরা সতর্ক করে বলেন, অনেকে এ ধরনের আক্রমণ সম্পর্কে কিছুই জানেন না। বিজ্ঞানীদের অনুসন্ধানে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীরা পাসওয়ার্ড লেখার সময় লুকিয়ে টাইপ করলেও কি-বোর্ডের শব্দ যাতে অস্পস্টভাবে শোনা যায়, সে বিষয়ে খুব একটা সচেতন নন।
নির্ভুল পরীক্ষা যেভাবে
নির্ভুল পরীক্ষার জন্য গবেষকেরা ল্যাপটপের ৩৬টি কি ২৫ বার করে চাপেন। এআইকে বিভ্রান্ত করার জন্য চাপ ও আঙুলে বৈচিত্র্য রাখা হয়। তবে এআই প্রতিটি চাপের তরঙ্গ দৈর্ঘ্যের মতো বিভিন্ন জিনিস বিশ্লেষণ করে সঠিকভাবে অক্ষরগুলো চিহ্নিত করতে সমর্থ হয়। স্মার্টফোন দিয়ে পরীক্ষার সময় একটি ‘আইফোন ১৩ মিনি’ কি-বোর্ড থেকে ১৭ সেন্টিমিটার দূরে রাখা হয়।
জুমের প্রতিক্রিয়া
এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানায় জুম। তারা জানায়, গ্রাহকদের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি জুম খুবই গুরুত্বের সঙ্গে দেখে। ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড শব্দ ব্যবহার কিংবা মিটিংয়ে অংশ নেওয়ার সময় মাইক্রোফোন বন্ধ করে রাখলে তথ্য থাকবে সুরক্ষিত। এ ছাড়া কম্পিউটার বা ল্যাপটপে টাইপ করার সময় মাইক্রোফোন বন্ধ থাকলে এআইয়ের মাধ্যমে তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে।
সূত্র: গেজেটস নাউ
যুক্তরাজ্যভিত্তিক একদল কম্পিউটারবিজ্ঞানী কি-বোর্ড থেকে উৎপন্ন শব্দ শনাক্তের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করেছেন। এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা ‘ম্যাকবুক প্রো’র ২০২১ সংস্করণ ব্যবহার করেন। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের জসুয়া হ্যারিসন, সারে বিশ্ববিদ্যালয়ের এহসান তোরেনি ও লন্ডনের রয়্যাল হলওয়ে বিশ্ববিদ্যালয়ের মারিয়াম মেহরনেজাদ।
হ্যাকারদের সাহায্য করবে যেভাবে
কর্নেল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক সমীক্ষার বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট বলছে, এই এআই নিখুঁত এবং নির্ভুলভাবে ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরি করতে সক্ষম। একজন ব্যক্তি কি-বোর্ডে যে বাটনগুলো ক্লিক করছেন, তা অনুসরণ করে এআইটি তথ্য হাতিয়ে নিতে বেশ কার্যকর। স্মার্টফোনের ওপর পরীক্ষা চালিয়ে ভালো ফল পাওয়া গেছে। দেখা গেছে, টাইপ করা পাসওয়ার্ড ৯৫ শতাংশ নির্ভুলভাবে দিচ্ছে এআই।
জুম ভিডিও কনফারেন্সের সময় ল্যাপটপের মাইক্রোফোন দিয়ে নির্ভুলভাবে টাইপ শুনতে পারদর্শী এআই মডেলটি। গবেষকদের মতে,
কি-বোর্ডের শব্দ শুনে এআই ৯৩ শতাংশ নিখুঁতভাবে কাজ করতে পারে। হ্যাকারদের এ ধরনের আক্রমণকে বলা হয় অকাস্টিক সাইড-চ্যানেল আক্রমণ।
এ ধরনের আক্রমণে হ্যাকাররা নির্দিষ্ট অ্যাকাউন্টের টাইপিং পর্যবেক্ষণ করতে থাকেন। গবেষকেরা সতর্ক করে বলেন, অনেকে এ ধরনের আক্রমণ সম্পর্কে কিছুই জানেন না। বিজ্ঞানীদের অনুসন্ধানে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীরা পাসওয়ার্ড লেখার সময় লুকিয়ে টাইপ করলেও কি-বোর্ডের শব্দ যাতে অস্পস্টভাবে শোনা যায়, সে বিষয়ে খুব একটা সচেতন নন।
নির্ভুল পরীক্ষা যেভাবে
নির্ভুল পরীক্ষার জন্য গবেষকেরা ল্যাপটপের ৩৬টি কি ২৫ বার করে চাপেন। এআইকে বিভ্রান্ত করার জন্য চাপ ও আঙুলে বৈচিত্র্য রাখা হয়। তবে এআই প্রতিটি চাপের তরঙ্গ দৈর্ঘ্যের মতো বিভিন্ন জিনিস বিশ্লেষণ করে সঠিকভাবে অক্ষরগুলো চিহ্নিত করতে সমর্থ হয়। স্মার্টফোন দিয়ে পরীক্ষার সময় একটি ‘আইফোন ১৩ মিনি’ কি-বোর্ড থেকে ১৭ সেন্টিমিটার দূরে রাখা হয়।
জুমের প্রতিক্রিয়া
এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানায় জুম। তারা জানায়, গ্রাহকদের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি জুম খুবই গুরুত্বের সঙ্গে দেখে। ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড শব্দ ব্যবহার কিংবা মিটিংয়ে অংশ নেওয়ার সময় মাইক্রোফোন বন্ধ করে রাখলে তথ্য থাকবে সুরক্ষিত। এ ছাড়া কম্পিউটার বা ল্যাপটপে টাইপ করার সময় মাইক্রোফোন বন্ধ থাকলে এআইয়ের মাধ্যমে তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে।
সূত্র: গেজেটস নাউ
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৭ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৯ ঘণ্টা আগে