অনলাইন ডেস্ক
সিএনজিচালিত বাইক আনল বাজাজ। হাইব্রিড এই বাইকটিতে থাকবে দুটি ট্যাংকি—একটিতে পেট্রল, অন্যটিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)। আজ শুক্রবার ১২৫ সিসির এই বাইক ভারতের বাজারে উন্মুক্ত করেছে বাজাজ।
এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন বাইকটির নাম ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’। এটি পেট্রলের পাশাপাশি সিএনজিতেও চলবে। দাবি করা হচ্ছে, নতুন এই সংযোজনের ফলে বাইক চালানোর খরচ অনেকাংশে কমে যেতে পারে।
প্রাথমিকভাবে নতুন বাইকের তিনটি ভ্যারিয়েন্ট ছাড়া হয়েছে বাজারে। এর মধ্যে একটি ৯৫ হাজার রুপিতে বিক্রি হবে (শোরুম প্রাইস)। অন্য দুটি বিক্রি হবে যথাক্রমে ১ লাখ ৫ হাজার ও ১ লাখ ১০ হাজার রুপিতে। ইতিমধ্যে এই বাইকের জন্য ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। শিগগিরই এটি ভারতের অন্যান্য রাজ্যেও পাওয়া যাবে।
বাইকটির ৯ দশমিক ৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের টর্ক হবে ৯ দশমিক ৭ এনএম। দুটি ট্যাংকির একটিতে ২ লিটার পেট্রল রাখা যাবে। অন্যটিতে ২ কেজি পরিমাণ সিএনজি আঁটবে। দুই ট্যাংকির জ্বালানি ব্যবহার করে ৩৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানি। চলন্ত অবস্থায়ই গাড়িটির জ্বালানি সরবরাহ লাইন পরিবর্তন করা যাবে।
বাজাজ আরও দাবি করেছে, সাধারণ পেট্রলচালিত বাইকের তুলনায় নতুন বাইকটি থেকে ২৬ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড এবং ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত হবে।
সিএনজিচালিত বাইক আনল বাজাজ। হাইব্রিড এই বাইকটিতে থাকবে দুটি ট্যাংকি—একটিতে পেট্রল, অন্যটিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)। আজ শুক্রবার ১২৫ সিসির এই বাইক ভারতের বাজারে উন্মুক্ত করেছে বাজাজ।
এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন বাইকটির নাম ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’। এটি পেট্রলের পাশাপাশি সিএনজিতেও চলবে। দাবি করা হচ্ছে, নতুন এই সংযোজনের ফলে বাইক চালানোর খরচ অনেকাংশে কমে যেতে পারে।
প্রাথমিকভাবে নতুন বাইকের তিনটি ভ্যারিয়েন্ট ছাড়া হয়েছে বাজারে। এর মধ্যে একটি ৯৫ হাজার রুপিতে বিক্রি হবে (শোরুম প্রাইস)। অন্য দুটি বিক্রি হবে যথাক্রমে ১ লাখ ৫ হাজার ও ১ লাখ ১০ হাজার রুপিতে। ইতিমধ্যে এই বাইকের জন্য ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। শিগগিরই এটি ভারতের অন্যান্য রাজ্যেও পাওয়া যাবে।
বাইকটির ৯ দশমিক ৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের টর্ক হবে ৯ দশমিক ৭ এনএম। দুটি ট্যাংকির একটিতে ২ লিটার পেট্রল রাখা যাবে। অন্যটিতে ২ কেজি পরিমাণ সিএনজি আঁটবে। দুই ট্যাংকির জ্বালানি ব্যবহার করে ৩৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানি। চলন্ত অবস্থায়ই গাড়িটির জ্বালানি সরবরাহ লাইন পরিবর্তন করা যাবে।
বাজাজ আরও দাবি করেছে, সাধারণ পেট্রলচালিত বাইকের তুলনায় নতুন বাইকটি থেকে ২৬ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড এবং ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত হবে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগে