অনলাইন ডেস্ক
প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি-এর নতুন উচ্চমূল্যের প্রো সংস্করণ চালু করেছে। নতুন চ্যাটিজিপিটি প্রো–এর সাবস্ক্রিপশনটির জন্য প্রতি মাসে ২০০ ডলার খরচ করতে হবে এবং এতে ব্যবহারকারীরা কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিশেষ ‘ও১’ মডেলসহ আরও বেশ কিছু উন্নত ফিচারের অ্যাকসেস পাবেন। মডেলটি কোম্পানিটির ‘রিজোনিং’ বা যুক্তি সিরিজের প্রথম মডেল, যা জটিল প্রশ্নের উত্তর দ্রুত চিন্তা করে দিতে পারে। বিশেষ করে জটিল গাণিতিক ও কোডিং সমস্যার সমাধান আরও দ্রুত দেবে।
গত সেপ্টেম্বরে ‘ও১’ মডেলটি সীমিত আকারে চালু করে ওপেনএআই। তারও আগে জানা গিয়েছিল, গোপন প্রকল্প ‘স্ট্রবেরি’–এর আওতায় নতুন মডেল তৈরি করেছে কোম্পানিটি। ধারণা করা হয়, এটিই সেই স্ট্রবেরি মডেল। এখন থেকে চ্যাটজিপিটি প্লাস এবং টিম সংস্করণের সাবস্ক্রাইবাররা এই নতুন মডেলটি ব্যবহার করতে পারবেন। আগামী সপ্তাহ থেকে বিভিন্ন এন্টারপ্রাইজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রাহকেরা এটি ব্যবহার করতে পাবেন।
চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রিপশনটির মাধ্যমে একসঙ্গে ‘ও১’ মডেল, জিপিটি ৪ও এবং অ্যাডভান্সড ভয়েস মডেল ব্যবহার করা যাবে। এতে আরও একটি বিশেষ সংস্করণ থাকবে, যাকে বলা হচ্ছে ও১ প্রো মডেল। এটি কঠিন গাণিতিক এবং কোডিং সমস্যার সর্বোত্তম সমাধান দিতে অধিক কম্পিউটিং শক্তি ব্যবহার করবে। আগের প্লাস সংস্করণটি ব্যবহারের জন্য প্রতি মাসে ২০ ডলার খরচ করবে। এই সাবস্ক্রিপশনে ব্যবহারকারীরা নতুন ফিচারগুলোর প্রাথমিক অ্যাকসেস পাবেন এবং সব ধরনের মডেল ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে শক্তিশালী ও১ মডেলটি এই প্ল্যানের অন্তর্ভুক্ত নয়।
ওপেনএআই ‘শিপমাস’ নামে নতুন ফিচার, পণ্য এবং ডেমো প্রকাশের পরিকল্পনা করছে নতুন সিরিজ চালু করবে। যেখানে টেক্সট থেকে ভিডিওর তৈরির এআই মডেল সোরা ও আরও নতুন মডেল নিয়ে বিভিন্ন ঘোষণা করা হবে।
ও ১ প্রিভিউ এর এর তুলনায় ও১ সংস্করণটি দ্রুত, শক্তিশালী এবং আরও সঠিক সমাধান দিতে পারবে। বিশেষত করে কোডিং ও গাণিতিক সমস্যাগুলোর সমাধানে। এটি এখন ছবিতে থাকা বিভিন্ন বিষয় নিয়েও যুক্তি সহবারে উত্তর দিতে পারবে।
এ ছাড়া, ভবিষ্যতে ওয়েব ব্রাউজিং, ফাইল আপলোড সহ আরও কিছু নতুন ফিচারও চ্যাটজিপিটিতে যুক্ত করা হবে। তবে এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
চ্যাটজিপিটি প্রো গ্র্যান্ট প্রোগ্রামও ঘোষণা করেছে ওপেনএআই। এই প্রোগ্রামে স্বাস্থ্যবিষয়ক গবেষণায় যুক্ত ১০ জন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের গবেষককে বিনামূল্য চ্যাটিজিপিটি প্রো সাবস্ক্রিপশন দেওয়া হবে। ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রের গবেষকদের জন্যও এমন গ্রান্ট বা পুরস্কার দেওয়া হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি-এর নতুন উচ্চমূল্যের প্রো সংস্করণ চালু করেছে। নতুন চ্যাটিজিপিটি প্রো–এর সাবস্ক্রিপশনটির জন্য প্রতি মাসে ২০০ ডলার খরচ করতে হবে এবং এতে ব্যবহারকারীরা কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিশেষ ‘ও১’ মডেলসহ আরও বেশ কিছু উন্নত ফিচারের অ্যাকসেস পাবেন। মডেলটি কোম্পানিটির ‘রিজোনিং’ বা যুক্তি সিরিজের প্রথম মডেল, যা জটিল প্রশ্নের উত্তর দ্রুত চিন্তা করে দিতে পারে। বিশেষ করে জটিল গাণিতিক ও কোডিং সমস্যার সমাধান আরও দ্রুত দেবে।
গত সেপ্টেম্বরে ‘ও১’ মডেলটি সীমিত আকারে চালু করে ওপেনএআই। তারও আগে জানা গিয়েছিল, গোপন প্রকল্প ‘স্ট্রবেরি’–এর আওতায় নতুন মডেল তৈরি করেছে কোম্পানিটি। ধারণা করা হয়, এটিই সেই স্ট্রবেরি মডেল। এখন থেকে চ্যাটজিপিটি প্লাস এবং টিম সংস্করণের সাবস্ক্রাইবাররা এই নতুন মডেলটি ব্যবহার করতে পারবেন। আগামী সপ্তাহ থেকে বিভিন্ন এন্টারপ্রাইজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রাহকেরা এটি ব্যবহার করতে পাবেন।
চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রিপশনটির মাধ্যমে একসঙ্গে ‘ও১’ মডেল, জিপিটি ৪ও এবং অ্যাডভান্সড ভয়েস মডেল ব্যবহার করা যাবে। এতে আরও একটি বিশেষ সংস্করণ থাকবে, যাকে বলা হচ্ছে ও১ প্রো মডেল। এটি কঠিন গাণিতিক এবং কোডিং সমস্যার সর্বোত্তম সমাধান দিতে অধিক কম্পিউটিং শক্তি ব্যবহার করবে। আগের প্লাস সংস্করণটি ব্যবহারের জন্য প্রতি মাসে ২০ ডলার খরচ করবে। এই সাবস্ক্রিপশনে ব্যবহারকারীরা নতুন ফিচারগুলোর প্রাথমিক অ্যাকসেস পাবেন এবং সব ধরনের মডেল ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে শক্তিশালী ও১ মডেলটি এই প্ল্যানের অন্তর্ভুক্ত নয়।
ওপেনএআই ‘শিপমাস’ নামে নতুন ফিচার, পণ্য এবং ডেমো প্রকাশের পরিকল্পনা করছে নতুন সিরিজ চালু করবে। যেখানে টেক্সট থেকে ভিডিওর তৈরির এআই মডেল সোরা ও আরও নতুন মডেল নিয়ে বিভিন্ন ঘোষণা করা হবে।
ও ১ প্রিভিউ এর এর তুলনায় ও১ সংস্করণটি দ্রুত, শক্তিশালী এবং আরও সঠিক সমাধান দিতে পারবে। বিশেষত করে কোডিং ও গাণিতিক সমস্যাগুলোর সমাধানে। এটি এখন ছবিতে থাকা বিভিন্ন বিষয় নিয়েও যুক্তি সহবারে উত্তর দিতে পারবে।
এ ছাড়া, ভবিষ্যতে ওয়েব ব্রাউজিং, ফাইল আপলোড সহ আরও কিছু নতুন ফিচারও চ্যাটজিপিটিতে যুক্ত করা হবে। তবে এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
চ্যাটজিপিটি প্রো গ্র্যান্ট প্রোগ্রামও ঘোষণা করেছে ওপেনএআই। এই প্রোগ্রামে স্বাস্থ্যবিষয়ক গবেষণায় যুক্ত ১০ জন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের গবেষককে বিনামূল্য চ্যাটিজিপিটি প্রো সাবস্ক্রিপশন দেওয়া হবে। ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রের গবেষকদের জন্যও এমন গ্রান্ট বা পুরস্কার দেওয়া হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
৬ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে