অনলাইন ডেস্ক
নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন আপডেটটির মাধ্যমে নতুন কাস্টমাইজেশন, হোমস্ক্রিনের কালার অপশন, স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানোর সুবিধা এবং এআইভিত্তিক বিভিন্ন ফিচার আইফোনে ব্যবহার করা যাবে। তবে এই আপডেট আইফোনের সব মডেলে পাওয়া যাবে না।
বর্তমানে আইওএস ১৮ ডেভেলপার বেটা সংস্করণ পাওয়া যাচ্ছে। আগামী সেপ্টেম্বর নাগাদ সব ব্যবহারকারী অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সুযোগ পাবেন। আইফোনের যেসব মডেলে আইওএস ১৮ আপডেট পাওয়া যাবে সেগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।
সুতরাং আইফোন ১১ সিরিজের আগের সিরিজগুলোতে এই আপডেট পাওয়া যাবে না। কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ‘অ্যাপল ইন্টিলেজেন্স’ হিসেবে পরিচিত করিয়েছে অ্যাপল। এই নতুন প্রযুক্তি আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। তবে এআই প্রযুক্তি বেশির ভাগ ফিচার পাওয়ার জন্য আইফোনে এ১৭ প্রো চিপ প্রয়োজন। অর্থাৎ আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
আইওএসের ১৮ এর মাধ্যমে কন্ট্রোল সেন্টার ও হোম স্ক্রিনকে নিজের মতো করে সাজাতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো মতো হোমস্ক্রিনের যে কোনো জায়গায় অ্যাপ আইকোনগুলো রাখা যাবে। আপডেটের মাধ্যমে পরবর্তীতে কিছু অ্যাপ লক করে রাখারও সুযোগ দেবে অ্যাপল।
ফটোজ অ্যাপের নকশাও পুরো পরিবর্তন করেছে অ্যাপল। নতুন গেম মোডও চালু করা হয়েছে। এটি গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটিগুলো কমিয়ে রাখবে। ফলে ডিভাইসের চার্জ কম ফুরাবে।
আইওএস ১৮ এর মাধ্যমে মেইল, মেসেজ ও ছবির জন্য বিভিন্ন যুক্ত করেছে অ্যাপল। ইমেইলে সারাংশ তৈরি থেকে শুরু করে ইমেইলের উত্তর তৈরি করে দেবে। নির্দেশনা দিয়ে কাস্টম ইমোজি তৈরির জন্য নতুন জেনমোজি ফিচার যুক্ত করছে অ্যাপল। এ ছাড়া এআই দিয়ে ছবি তৈরির জন্য ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ ফিচার নিয়ে আসবে।
তথ্যসূত্র: টমস গাউড
নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন আপডেটটির মাধ্যমে নতুন কাস্টমাইজেশন, হোমস্ক্রিনের কালার অপশন, স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানোর সুবিধা এবং এআইভিত্তিক বিভিন্ন ফিচার আইফোনে ব্যবহার করা যাবে। তবে এই আপডেট আইফোনের সব মডেলে পাওয়া যাবে না।
বর্তমানে আইওএস ১৮ ডেভেলপার বেটা সংস্করণ পাওয়া যাচ্ছে। আগামী সেপ্টেম্বর নাগাদ সব ব্যবহারকারী অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সুযোগ পাবেন। আইফোনের যেসব মডেলে আইওএস ১৮ আপডেট পাওয়া যাবে সেগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।
সুতরাং আইফোন ১১ সিরিজের আগের সিরিজগুলোতে এই আপডেট পাওয়া যাবে না। কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ‘অ্যাপল ইন্টিলেজেন্স’ হিসেবে পরিচিত করিয়েছে অ্যাপল। এই নতুন প্রযুক্তি আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। তবে এআই প্রযুক্তি বেশির ভাগ ফিচার পাওয়ার জন্য আইফোনে এ১৭ প্রো চিপ প্রয়োজন। অর্থাৎ আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
আইওএসের ১৮ এর মাধ্যমে কন্ট্রোল সেন্টার ও হোম স্ক্রিনকে নিজের মতো করে সাজাতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো মতো হোমস্ক্রিনের যে কোনো জায়গায় অ্যাপ আইকোনগুলো রাখা যাবে। আপডেটের মাধ্যমে পরবর্তীতে কিছু অ্যাপ লক করে রাখারও সুযোগ দেবে অ্যাপল।
ফটোজ অ্যাপের নকশাও পুরো পরিবর্তন করেছে অ্যাপল। নতুন গেম মোডও চালু করা হয়েছে। এটি গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটিগুলো কমিয়ে রাখবে। ফলে ডিভাইসের চার্জ কম ফুরাবে।
আইওএস ১৮ এর মাধ্যমে মেইল, মেসেজ ও ছবির জন্য বিভিন্ন যুক্ত করেছে অ্যাপল। ইমেইলে সারাংশ তৈরি থেকে শুরু করে ইমেইলের উত্তর তৈরি করে দেবে। নির্দেশনা দিয়ে কাস্টম ইমোজি তৈরির জন্য নতুন জেনমোজি ফিচার যুক্ত করছে অ্যাপল। এ ছাড়া এআই দিয়ে ছবি তৈরির জন্য ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ ফিচার নিয়ে আসবে।
তথ্যসূত্র: টমস গাউড
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
৩ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
৬ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
৮ ঘণ্টা আগে