স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কিবোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি করেছে কোম্পানিটি।
যাঁরা ফোনের শুধু সাধারণ ফিচার ব্যবহার করতে চান, তাঁদের জন্যই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সঙ্গে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ কমায় এবং সাধারণ ফোনের মতো এর নীল রশ্মি ঘুমের ব্যাঘাত ঘটায় না।
ডিভাইসটিতে ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি একটানা চার দিন চলবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় পূর্ণ চার্জ দিতে লাগবে মাত্র এক ঘণ্টা। আর ৩০ মিনিটে ফোনটির ৮০ শতাংশ চার্জ হবে। তবে ফোনটি অ্যান্ড্রয়েড, নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিভাইসের কিছু ফাঁস হওয়া ছবি, ওয়েবসাইটে ব্ল্যাক মিরর মুভির মতো কোম্পানির ট্রেলার এবং ওয়েটিং লিস্ট ছাড়া ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। আর ডিভাইসটি সম্পর্কে কম তথ্য প্রচারের জন্য ব্র্যান্ডটি নিয়ে অনেক প্রযুক্তি বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদক বলেন, কোম্পানির ওয়েটলিস্ট পেজ ও ট্রেলারেই ব্র্যান্ডের নামের পাঁচটি ভিন্ন ভিন্ন বানান (Minimal, Mnml, Miniimal, Minml, ও Miniml) দেখা গেছে।
অবশ্য এই ধরনের ফোন তৈরির ধারণা নতুন নয়। আধুনিক স্মার্টফোনের ফিচার কমিয়ে তৈরি দ্য লাইট ফোন, দ্য পাম ফোন ও নকিয়া ১৫০ মডেলের মতো বিভিন্ন কোম্পানি ফোন তৈরি করেছে। অনেক সময় এ ধরনের ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধাও বাদ দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আধুনিক বিভিন্ন ফিচার ব্যবহার করতে না চাইলেও নতুন ফোন কেনার দরকার হয় না। কারণ, অনেক অ্যাপ ও সার্ভিসের নোটিফিকেশন ও অ্যালার্ট বন্ধ রাখা যায়। এ ছাড়া নির্বিঘ্নে কাজের জন্য স্মার্টফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করা যায়।
স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কিবোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি করেছে কোম্পানিটি।
যাঁরা ফোনের শুধু সাধারণ ফিচার ব্যবহার করতে চান, তাঁদের জন্যই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সঙ্গে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ কমায় এবং সাধারণ ফোনের মতো এর নীল রশ্মি ঘুমের ব্যাঘাত ঘটায় না।
ডিভাইসটিতে ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি একটানা চার দিন চলবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় পূর্ণ চার্জ দিতে লাগবে মাত্র এক ঘণ্টা। আর ৩০ মিনিটে ফোনটির ৮০ শতাংশ চার্জ হবে। তবে ফোনটি অ্যান্ড্রয়েড, নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিভাইসের কিছু ফাঁস হওয়া ছবি, ওয়েবসাইটে ব্ল্যাক মিরর মুভির মতো কোম্পানির ট্রেলার এবং ওয়েটিং লিস্ট ছাড়া ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। আর ডিভাইসটি সম্পর্কে কম তথ্য প্রচারের জন্য ব্র্যান্ডটি নিয়ে অনেক প্রযুক্তি বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদক বলেন, কোম্পানির ওয়েটলিস্ট পেজ ও ট্রেলারেই ব্র্যান্ডের নামের পাঁচটি ভিন্ন ভিন্ন বানান (Minimal, Mnml, Miniimal, Minml, ও Miniml) দেখা গেছে।
অবশ্য এই ধরনের ফোন তৈরির ধারণা নতুন নয়। আধুনিক স্মার্টফোনের ফিচার কমিয়ে তৈরি দ্য লাইট ফোন, দ্য পাম ফোন ও নকিয়া ১৫০ মডেলের মতো বিভিন্ন কোম্পানি ফোন তৈরি করেছে। অনেক সময় এ ধরনের ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধাও বাদ দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আধুনিক বিভিন্ন ফিচার ব্যবহার করতে না চাইলেও নতুন ফোন কেনার দরকার হয় না। কারণ, অনেক অ্যাপ ও সার্ভিসের নোটিফিকেশন ও অ্যালার্ট বন্ধ রাখা যায়। এ ছাড়া নির্বিঘ্নে কাজের জন্য স্মার্টফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করা যায়।
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
১৩ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
১৩ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
১৫ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
১৭ ঘণ্টা আগে