অনলাইন ডেস্ক
নতুন এক সফটওয়্যার ত্রুটির কারণে আইফোন ও আইপ্যাড সাময়িকভাবে ক্র্যাশ করছে। ডিভাইসগুলোতে মাত্র চারটি অক্ষর একসঙ্গে টাইপ করলে বাগটি বা ত্রুটিটি সক্রিয় হয়। তবে বর্তমানে ডিভাইসগুলোতে কোনো গুরুতর সমস্যা তৈরি করছে না ত্রুটিটি।
গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ত্রুটিটি সম্পর্কে জানান একজন সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ। তার মতে, আইফোনে বা আইপ্যাডের নির্দিষ্ট তিনটি স্থানে চারটি অক্ষর (“”::) এই ক্রমে টাইপ করলে অ্যাপলের মোবাইল ইউজার ইন্টারফেস ‘স্প্রিংবোর্ড’ ক্র্যাশ করে। অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন দুটির পর দুটি কোলন ব্যবহার করলে আইফোন ও আইপ্যাডের হোম স্ক্রিন ক্র্যাশ করবে।
যেসব জায়গায় এটি টাইপ করলে হোম স্ক্রিন ক্র্যাশ করবে সেগুলো হলো—
১. হোম স্ক্রিনের সার্চবার।
২. অ্যাপ লাইব্রেরির সার্চবার।
৩. সেটিংস অ্যাপে সার্চবার।
এসব জায়গায় প্রথম তিনটি অক্ষর টাইপ করলে বাগটি সক্রিয় হয় এবং শেষ অক্ষর টাইপ করা হলে ডিভাইস ক্র্যাশ করে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, আইওএস ১৮ বেটার অপারেটিং সিস্টেমের বাগটি কাজ করে না। এই ত্রুটি আইওএস ১৮.০ ডেভেলপার বেটা ৭ এবং আইওএস ১৮.১ ডেভেলপার বেটা ২–তে পাওয়া যায়নি বলে দাবি করেছেন সিনেটের প্রতিবেদক।
আইপ্যাড প্রো (৩য় প্রজন্ম) এর আইপ্যাডওএস ১৭.৬. ১ সংস্করণের হোম স্ক্রিনের সার্চ বারে ত্রুটিটি দেখা না গেলেও, অ্যাপ লাইব্রেরি সার্চবার ও সেটিংস অ্যাপ সার্চবার থেকে স্প্রিংবোর্ড ক্র্যাশ করে এবং ডিভাইসটিকে স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে ফিরিয়ে নিয়ে যায়।
এটি প্রথমবার নয় যখন অক্ষরের জন্য আইফোনে সমস্যা দেখা গেছে। ২০২০,২০১৮, ২০১৭ এবং ২০১৫ সালে আইফোন ব্যবহারকারীদের সমস্যায় ফেলেছে এই ধরনের ‘টেক্সট বম্বস’ বা অক্ষর বিষয়ক ত্রুটি। তবে নতুন ত্রুটিটি সাধারণ বলে মনে হচ্ছে। এটি কিছু পুরোনো ত্রুটির মতো নয় যার মাধ্যমে দূর থেকে হ্যাকাররা ডিভাইসতে ক্র্যাশ করে।
গবেষকেরা বলছেন, এটি কোনো নিরাপত্তাবিষয়ক সমস্যা নয়। তবে ত্রুটিটি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিনেট
নতুন এক সফটওয়্যার ত্রুটির কারণে আইফোন ও আইপ্যাড সাময়িকভাবে ক্র্যাশ করছে। ডিভাইসগুলোতে মাত্র চারটি অক্ষর একসঙ্গে টাইপ করলে বাগটি বা ত্রুটিটি সক্রিয় হয়। তবে বর্তমানে ডিভাইসগুলোতে কোনো গুরুতর সমস্যা তৈরি করছে না ত্রুটিটি।
গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ত্রুটিটি সম্পর্কে জানান একজন সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ। তার মতে, আইফোনে বা আইপ্যাডের নির্দিষ্ট তিনটি স্থানে চারটি অক্ষর (“”::) এই ক্রমে টাইপ করলে অ্যাপলের মোবাইল ইউজার ইন্টারফেস ‘স্প্রিংবোর্ড’ ক্র্যাশ করে। অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন দুটির পর দুটি কোলন ব্যবহার করলে আইফোন ও আইপ্যাডের হোম স্ক্রিন ক্র্যাশ করবে।
যেসব জায়গায় এটি টাইপ করলে হোম স্ক্রিন ক্র্যাশ করবে সেগুলো হলো—
১. হোম স্ক্রিনের সার্চবার।
২. অ্যাপ লাইব্রেরির সার্চবার।
৩. সেটিংস অ্যাপে সার্চবার।
এসব জায়গায় প্রথম তিনটি অক্ষর টাইপ করলে বাগটি সক্রিয় হয় এবং শেষ অক্ষর টাইপ করা হলে ডিভাইস ক্র্যাশ করে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, আইওএস ১৮ বেটার অপারেটিং সিস্টেমের বাগটি কাজ করে না। এই ত্রুটি আইওএস ১৮.০ ডেভেলপার বেটা ৭ এবং আইওএস ১৮.১ ডেভেলপার বেটা ২–তে পাওয়া যায়নি বলে দাবি করেছেন সিনেটের প্রতিবেদক।
আইপ্যাড প্রো (৩য় প্রজন্ম) এর আইপ্যাডওএস ১৭.৬. ১ সংস্করণের হোম স্ক্রিনের সার্চ বারে ত্রুটিটি দেখা না গেলেও, অ্যাপ লাইব্রেরি সার্চবার ও সেটিংস অ্যাপ সার্চবার থেকে স্প্রিংবোর্ড ক্র্যাশ করে এবং ডিভাইসটিকে স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে ফিরিয়ে নিয়ে যায়।
এটি প্রথমবার নয় যখন অক্ষরের জন্য আইফোনে সমস্যা দেখা গেছে। ২০২০,২০১৮, ২০১৭ এবং ২০১৫ সালে আইফোন ব্যবহারকারীদের সমস্যায় ফেলেছে এই ধরনের ‘টেক্সট বম্বস’ বা অক্ষর বিষয়ক ত্রুটি। তবে নতুন ত্রুটিটি সাধারণ বলে মনে হচ্ছে। এটি কিছু পুরোনো ত্রুটির মতো নয় যার মাধ্যমে দূর থেকে হ্যাকাররা ডিভাইসতে ক্র্যাশ করে।
গবেষকেরা বলছেন, এটি কোনো নিরাপত্তাবিষয়ক সমস্যা নয়। তবে ত্রুটিটি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিনেট
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে