অনলাইন ডেস্ক
পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি।
এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে।
পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়।
চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে।
এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি।
সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।
পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি।
এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে।
পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়।
চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে।
এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি।
সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৫ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৭ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৯ ঘণ্টা আগে