অনলাইন ডেস্ক
আইফোন ১৫ বাজারে আসার চার মাসও যায়নি, এর মধ্যেই আইফোন ১৬ নিয়ে মাতামাতি শুরু করেছে প্রযুক্তিপ্রেমীরা। নানা গুজব, প্রযুক্তি বিশ্লেষক ও কোম্পানির ভেতরের তথ্যদাতাদের ওপর ভিত্তি করে আইফোন ১৬-এর প্রোটোটাইপের কিছু প্রতিকী ছবি তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার। ভার্টিক্যাল ক্যামেরা, অ্যাকশন বাটনের পরিবর্তনসহ মডেলটির সম্ভাব্য তিনটি ডিজাইন সম্পর্কে ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছে।
আইফোন ১৬-এর বেজ মডেলের ডিজাইনে সামান্য পরিবর্তন দেখা যায়। যেমন–ভার্টিক্যাল ক্যামেরা ও অ্যাকশন বাটন। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এসব প্রোটোটাইপের নকশাই ফোনের চূড়ান্ত সংস্করণের দেখা যেতে পারে।
প্রতিটি মডেল উৎপাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে হয়তো কোনোটিই আইফোন ১৬-এর চূড়ান্ত নকশা হবে না।
তিন মডেলের মধ্যে একটি হলুদ রঙের হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিতে এগুলো সবুজ রঙের মতো মনে হয়। হলুদ মডেলটি আইফোন ১৬-এর সর্বপ্রথম প্রোটোটাইপ। এতে এক পাশে ভলিউম বাটনগুলো লাগোয়াভাবে রয়েছে এবং এর ওপরে অ্যাকশন বাটন সুসজ্জিত রয়েছে। এর ক্যামেরা বাম্পটি আইফোন এক্সের মতো।
আইফোনের গোলাপি মডেলের অ্যাকশন বাটনটি দেখা যায়। ভলিউম বাটনগুলো আলাদাভাবে রয়েছে। আর ক্যামেরা বাম্পটি আইফোনের ১২ মডেলের মতো।
মিডনাইট ও কালো রঙের মডেলগুলোতে আরও বড় আকারের অ্যাকশন বাটন থাকবে। সেই সঙ্গে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। আর এমএমওয়েভ অ্যানটেনার অবস্থানেরও পরিবর্তন করা হয়েছে।
স্পেশাল ভিডিও ক্যাপচারের মতো অ্যাপল আইফোনে ১৬-এর বেসিক ফোন নতুন ভার্টিক্যাল ক্যামেরা নিয়ে আসছে। ব্যবহাকারীরা এর মাধ্যমে ৩ডি ভিডিও তৈরি করতে পারবেন, যা অ্যাপল ভিশন প্রো হেডসেটে দেখা যাবে। ক্যামেরা ফিচারটি আগে শুধু আইফোন ১৫ প্রো-এর গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন।
গোপনীয়তা রক্ষা করতে তথ্যদাতার নাম প্রকাশ করেনি ম্যাকরিউমার। এই বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যগুলো কতটুকু সঠিক তা স্পষ্ট নয়।
প্রো মডেলগুলোর তুলনায় আইফোনের বেস মডেলগুলোয় সাধারণত কম ফিচার থাকে। তাই এসব মডেলে এত পরিবর্তন না-ও আসতে পারে। বিশেষ করে ক্যাপচার বাটনটির ক্ষেত্রে। নতুন হার্ডওয়্যারগুলো সাধারণত প্রো মডেলগুলোর জন্য সংরক্ষিত থাকে।
আগামী বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন করা হবে। আগামী ৯ মাসের মধ্যে মডেলগুলো ডিজাইনে অনেক পরিবর্তন আসতে পারে।
আইফোন ১৫ বাজারে আসার চার মাসও যায়নি, এর মধ্যেই আইফোন ১৬ নিয়ে মাতামাতি শুরু করেছে প্রযুক্তিপ্রেমীরা। নানা গুজব, প্রযুক্তি বিশ্লেষক ও কোম্পানির ভেতরের তথ্যদাতাদের ওপর ভিত্তি করে আইফোন ১৬-এর প্রোটোটাইপের কিছু প্রতিকী ছবি তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার। ভার্টিক্যাল ক্যামেরা, অ্যাকশন বাটনের পরিবর্তনসহ মডেলটির সম্ভাব্য তিনটি ডিজাইন সম্পর্কে ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছে।
আইফোন ১৬-এর বেজ মডেলের ডিজাইনে সামান্য পরিবর্তন দেখা যায়। যেমন–ভার্টিক্যাল ক্যামেরা ও অ্যাকশন বাটন। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এসব প্রোটোটাইপের নকশাই ফোনের চূড়ান্ত সংস্করণের দেখা যেতে পারে।
প্রতিটি মডেল উৎপাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে হয়তো কোনোটিই আইফোন ১৬-এর চূড়ান্ত নকশা হবে না।
তিন মডেলের মধ্যে একটি হলুদ রঙের হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিতে এগুলো সবুজ রঙের মতো মনে হয়। হলুদ মডেলটি আইফোন ১৬-এর সর্বপ্রথম প্রোটোটাইপ। এতে এক পাশে ভলিউম বাটনগুলো লাগোয়াভাবে রয়েছে এবং এর ওপরে অ্যাকশন বাটন সুসজ্জিত রয়েছে। এর ক্যামেরা বাম্পটি আইফোন এক্সের মতো।
আইফোনের গোলাপি মডেলের অ্যাকশন বাটনটি দেখা যায়। ভলিউম বাটনগুলো আলাদাভাবে রয়েছে। আর ক্যামেরা বাম্পটি আইফোনের ১২ মডেলের মতো।
মিডনাইট ও কালো রঙের মডেলগুলোতে আরও বড় আকারের অ্যাকশন বাটন থাকবে। সেই সঙ্গে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। আর এমএমওয়েভ অ্যানটেনার অবস্থানেরও পরিবর্তন করা হয়েছে।
স্পেশাল ভিডিও ক্যাপচারের মতো অ্যাপল আইফোনে ১৬-এর বেসিক ফোন নতুন ভার্টিক্যাল ক্যামেরা নিয়ে আসছে। ব্যবহাকারীরা এর মাধ্যমে ৩ডি ভিডিও তৈরি করতে পারবেন, যা অ্যাপল ভিশন প্রো হেডসেটে দেখা যাবে। ক্যামেরা ফিচারটি আগে শুধু আইফোন ১৫ প্রো-এর গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন।
গোপনীয়তা রক্ষা করতে তথ্যদাতার নাম প্রকাশ করেনি ম্যাকরিউমার। এই বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যগুলো কতটুকু সঠিক তা স্পষ্ট নয়।
প্রো মডেলগুলোর তুলনায় আইফোনের বেস মডেলগুলোয় সাধারণত কম ফিচার থাকে। তাই এসব মডেলে এত পরিবর্তন না-ও আসতে পারে। বিশেষ করে ক্যাপচার বাটনটির ক্ষেত্রে। নতুন হার্ডওয়্যারগুলো সাধারণত প্রো মডেলগুলোর জন্য সংরক্ষিত থাকে।
আগামী বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন করা হবে। আগামী ৯ মাসের মধ্যে মডেলগুলো ডিজাইনে অনেক পরিবর্তন আসতে পারে।
ওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
৩৪ মিনিট আগেএক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৯ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২০ ঘণ্টা আগে