অনলাইন ডেস্ক
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হবে অ্যাপলের এয়ারপডস প্রোতে। এর মাধ্যমে মোট ৬টি নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে।
নতুন ফিচারগুলো বেশির ভাগই শুধু এয়ারপডসের প্রো মডেলগুলোতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদন অনুসারে ফিচারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
হেড গেসচার
নিজের হাত বা কণ্ঠস্বর ব্যবহার না করেই সিরিকে কল কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া যাবে এয়ারপডস প্রো ২ এর মাধ্যমে। হেডফোনটি কানে পড়ে থাকার সময় নিজের মাথা ডানে–বামে নাড়ালেও ফোনকলটি কেটে দেবে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি। এ ছাড়া ওপরে নিচে মাথা ঝাঁকালেই কল গ্রহণ করা যাবে।
এয়ারপডস প্রো ২ এর সঙ্গে কয়েকটি গেসচার যুক্ত করার মাধ্যমে ফোনের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। মাথা ডানে বামে নাড়ালে না বোধক নির্দেশনা বোঝানো যাবে আর ওপরে নিচে নাড়ালে হ্যাঁ বোধন নির্দেশনা বোঝানো যাবে।
ভয়েস আইসোলেশন
ভয়েস আইসোলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তীব্র আওয়াজগুলো কমিয়ে ফেলবে এয়ারফোনটি। ফলে ফোনে কল করার সময় অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে কথা শুনতে পারবে।
এয়ারপডস প্রো ২ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাতাস, যানবাহনের, অন্যদের কথা বলার মতো আওয়াজ গুলো কমাতে পারবে। এয়ারপডস প্রো ও এয়ারপডস ২ উভয় এয়ারফোনে এই ফিচার যুক্ত হবে।
উন্নত অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল
এয়ারপডসের ব্যবহারকারীরা নিজের মতো করে অডিওর বিভিন্ন ফিচার নির্বাচন করতে পারে অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল এর মাধ্যমে। তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে অডিও ফিচারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা।
গেমিংয়ের জন্য ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও
অডিও মুভি, টিভি সিরিজ ও মিউজিকের জন্য ইতিমধ্যে এয়ারপডসে স্পেশিয়াল অডিও ফিচার ব্যবহার করা হয়। এটি আইফোনের ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ ও কান স্ক্যান করে। এর মধ্যে ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও তৈরি করে।
তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে গেমিংয়ের সময়ও ফিচারটি কাজ করবে। এর ফলে মনে হবে একাধিক জায়গায় থেকে বিভিন্ন শব্দ আসছে। তাই ডেভেলপাররাও নিজেদের গেমে স্পেশিয়াল অডিও ফিচারটি যুক্ত করছে। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স ও তৃতীয় প্রজন্মের এয়ারপডসে এই ফিচার যুক্ত হবে।
গেমিংয়ে উন্নত ভয়েস অডিও
গেমিংয়ের সময় অন্যদের সঙ্গে কথা বলা ও গেমিং সাউন্ড শোনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার ও গেমের অডিওর জন্য ১৬ বিট ৪৮ কেহার্টজ সমর্থন দেবে।
ল্যাটেন্সি কমানো হবে
গেমারদের কাছে অডিও ল্যাটেন্সি একটি বিরক্তিকর বিষয়। গেমের ভিতরে বিভিন্ন কার্যকলাপ করার পর একটু দেরিতে
এর শব্দ কানে পৌঁছালে তাকে ল্যাটেন্সি বলা হয়। তবে নতুন আপডেটে এই ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা হবে।
এগুলোর মধ্যে হেড গেসচার ও ভয়েস আইসোলেসন ফিচারটি শুধু এয়ারপডস প্রো ২ মডেলে পাওয়া যাবে। তবে গেমিংয়ের জন্য স্পেশিয়াল অডিও ফিচারটি অনেকগুলো এয়ারপডস মডেলেই পাওয়া যাবে।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হবে অ্যাপলের এয়ারপডস প্রোতে। এর মাধ্যমে মোট ৬টি নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে।
নতুন ফিচারগুলো বেশির ভাগই শুধু এয়ারপডসের প্রো মডেলগুলোতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদন অনুসারে ফিচারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
হেড গেসচার
নিজের হাত বা কণ্ঠস্বর ব্যবহার না করেই সিরিকে কল কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া যাবে এয়ারপডস প্রো ২ এর মাধ্যমে। হেডফোনটি কানে পড়ে থাকার সময় নিজের মাথা ডানে–বামে নাড়ালেও ফোনকলটি কেটে দেবে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি। এ ছাড়া ওপরে নিচে মাথা ঝাঁকালেই কল গ্রহণ করা যাবে।
এয়ারপডস প্রো ২ এর সঙ্গে কয়েকটি গেসচার যুক্ত করার মাধ্যমে ফোনের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। মাথা ডানে বামে নাড়ালে না বোধক নির্দেশনা বোঝানো যাবে আর ওপরে নিচে নাড়ালে হ্যাঁ বোধন নির্দেশনা বোঝানো যাবে।
ভয়েস আইসোলেশন
ভয়েস আইসোলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তীব্র আওয়াজগুলো কমিয়ে ফেলবে এয়ারফোনটি। ফলে ফোনে কল করার সময় অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে কথা শুনতে পারবে।
এয়ারপডস প্রো ২ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাতাস, যানবাহনের, অন্যদের কথা বলার মতো আওয়াজ গুলো কমাতে পারবে। এয়ারপডস প্রো ও এয়ারপডস ২ উভয় এয়ারফোনে এই ফিচার যুক্ত হবে।
উন্নত অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল
এয়ারপডসের ব্যবহারকারীরা নিজের মতো করে অডিওর বিভিন্ন ফিচার নির্বাচন করতে পারে অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল এর মাধ্যমে। তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে অডিও ফিচারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা।
গেমিংয়ের জন্য ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও
অডিও মুভি, টিভি সিরিজ ও মিউজিকের জন্য ইতিমধ্যে এয়ারপডসে স্পেশিয়াল অডিও ফিচার ব্যবহার করা হয়। এটি আইফোনের ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ ও কান স্ক্যান করে। এর মধ্যে ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও তৈরি করে।
তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে গেমিংয়ের সময়ও ফিচারটি কাজ করবে। এর ফলে মনে হবে একাধিক জায়গায় থেকে বিভিন্ন শব্দ আসছে। তাই ডেভেলপাররাও নিজেদের গেমে স্পেশিয়াল অডিও ফিচারটি যুক্ত করছে। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স ও তৃতীয় প্রজন্মের এয়ারপডসে এই ফিচার যুক্ত হবে।
গেমিংয়ে উন্নত ভয়েস অডিও
গেমিংয়ের সময় অন্যদের সঙ্গে কথা বলা ও গেমিং সাউন্ড শোনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার ও গেমের অডিওর জন্য ১৬ বিট ৪৮ কেহার্টজ সমর্থন দেবে।
ল্যাটেন্সি কমানো হবে
গেমারদের কাছে অডিও ল্যাটেন্সি একটি বিরক্তিকর বিষয়। গেমের ভিতরে বিভিন্ন কার্যকলাপ করার পর একটু দেরিতে
এর শব্দ কানে পৌঁছালে তাকে ল্যাটেন্সি বলা হয়। তবে নতুন আপডেটে এই ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা হবে।
এগুলোর মধ্যে হেড গেসচার ও ভয়েস আইসোলেসন ফিচারটি শুধু এয়ারপডস প্রো ২ মডেলে পাওয়া যাবে। তবে গেমিংয়ের জন্য স্পেশিয়াল অডিও ফিচারটি অনেকগুলো এয়ারপডস মডেলেই পাওয়া যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে