অনলাইন ডেস্ক
অবশেষে বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত স্যামসাং এস ২৪ সিরিজ। এর আওতায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা রয়েছে। ফাঁস হওয়া অসংখ্য তথ্য ও গুজবকে সত্য করে নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলোয় থাকছে নতুন লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া ‘গ্যালাক্সি এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারও যুক্ত হচ্ছে। সেই সঙ্গে সাত বছরের সফটওয়্যার আপডেটের সুবিধাও দেওয়া হবে।
ব্যাটারি লাইফ ও ডিসপ্লের আকারও বাড়ানো হয়েছে এস ২৪ সিরিজে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন চিপসেটের একটু পরিবর্তন সংস্করণ ব্যবহার করা হয়েছে। যা ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি’ হিসেবে কোম্পানিটি পরিচিত করিয়েছে। এই মডেলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ও এর সঙ্গে এস পেনও পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ সিরিজের দাম
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৭৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৮৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৯৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১১৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১২৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৪১৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৬৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
আয়তন: দৈর্ঘ্য ৭০.৬ x প্রস্থ ১৪৭ x উচ্চতা ৭.৬ এম এম
ওজন: ১৬৭ গ্রাম
সিম: ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ২ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ২৩৪০ x ১০৮০ (এফএইচডি প্লাস)
ব্রাইটনেস: ২৬০০ নিটস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ২৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা
গ্যালাক্সি এস ২৪ প্লাস এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আয়তন: দৈর্ঘ্য ৭৫.৯ x প্রস্থ ১৫৮.৫ x উচ্চতা ৭.৭ এম এম
ওজন: ১৯৬ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ বা ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪৯০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ৪৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা
গ্যালাক্সি এস ২৪ আলট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: দৈর্ঘ্য ১৬২.৩ x প্রস্থ ৭৯.০ x উচ্চতা ৮.৬ এম এম
ওজন: ২৩২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
ব্রাইটনেস: ২৬০০ নিটস
গঠন: টাইটানিয়াম ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৫০০০ এমএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ও ১৫ ওয়াট ওয়্যারলেস
রং: টাইটানিয়াম ধূসর, টাইটানিয়াম কালো, টাইটানিয়াম বেগুনি, টাইটানিয়াম হলুদ
অবশেষে বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত স্যামসাং এস ২৪ সিরিজ। এর আওতায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা রয়েছে। ফাঁস হওয়া অসংখ্য তথ্য ও গুজবকে সত্য করে নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলোয় থাকছে নতুন লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া ‘গ্যালাক্সি এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারও যুক্ত হচ্ছে। সেই সঙ্গে সাত বছরের সফটওয়্যার আপডেটের সুবিধাও দেওয়া হবে।
ব্যাটারি লাইফ ও ডিসপ্লের আকারও বাড়ানো হয়েছে এস ২৪ সিরিজে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন চিপসেটের একটু পরিবর্তন সংস্করণ ব্যবহার করা হয়েছে। যা ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি’ হিসেবে কোম্পানিটি পরিচিত করিয়েছে। এই মডেলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ও এর সঙ্গে এস পেনও পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ সিরিজের দাম
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৭৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৮৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ৯৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ প্লাস ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১১৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১২৯৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৪১৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ আলট্রা ১২ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের দাম: ১৬৫৯.৯৯ ডলার
গ্যালাক্সি এস ২৪ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
আয়তন: দৈর্ঘ্য ৭০.৬ x প্রস্থ ১৪৭ x উচ্চতা ৭.৬ এম এম
ওজন: ১৬৭ গ্রাম
সিম: ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ২ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ২৩৪০ x ১০৮০ (এফএইচডি প্লাস)
ব্রাইটনেস: ২৬০০ নিটস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ২৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা
গ্যালাক্সি এস ২৪ প্লাস এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আয়তন: দৈর্ঘ্য ৭৫.৯ x প্রস্থ ১৫৮.৫ x উচ্চতা ৭.৭ এম এম
ওজন: ১৯৬ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
গঠন: অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
চিপসেট: এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঞ্চলভিত্তিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ বা ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৪৯০০ এমএএইচ
চার্জিং: সুপার ফাস্ট চার্জিং ৪৫ ওয়াট ও ফাস্ট ওয়ারলেস চার্জিং ২.০
রং: হলুদ, বেগুনি, ধূসর, সবুজ, স্যাফেয়ার নীল ও কমলা
গ্যালাক্সি এস ২৪ আলট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: দৈর্ঘ্য ১৬২.৩ x প্রস্থ ৭৯.০ x উচ্চতা ৮.৬ এম এম
ওজন: ২৩২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ডাইনামিক অ্যামলেড ২ এক্স
ব্রাইটনেস: ২৬০০ নিটস
গঠন: টাইটানিয়াম ফ্রেম
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি প্লাস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি ফর গ্যালাক্সি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
আইপি রেটিং: ৬৮
ব্যাটারি: ৫০০০ এমএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ও ১৫ ওয়াট ওয়্যারলেস
রং: টাইটানিয়াম ধূসর, টাইটানিয়াম কালো, টাইটানিয়াম বেগুনি, টাইটানিয়াম হলুদ
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে