গুগলের পরবর্তী মিড-রেঞ্জ ফোন পিক্সেল ৯ এ–সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। মডেলটির স্পেসিফিকেশন থেকে শুরু করে সম্ভাব্য দাম সম্পর্কেও তথ্য জানা গেছে। ফোনটিতে গুগলের টেনসর জি৪ চিপসেট থাকবে, যা অন্য পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছে। এর ফলে দৈনন্দিন কাজ, গেমিং এবং কিছু ভারী অ্যাপের ক্ষেত্রে পিক্সেল ৯এ শক্তিশালী পারফরম্যান্স দেখাবে।
বিভিন্ন তথ্য অনুসারে, আগামী বছরের মার্চে উন্মোচন হতে পারে পিক্সেল ৯ এ। ফোনটিতে থাকবে ৮ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম, যা ফোনের মাল্টিটাস্কিংকে (একসঙ্গে একাধিক কাজকে) সহজ করে তুলবে। ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটি অ্যাপ, ছবি এবং ভিডিও সংস্করণের জন্য যথেষ্ট জায়গা দেবে।
ফোনটির ডিসপ্লেও অনেক উন্নত মানের হবে। পিক্সেল ৯ এ-তে ৬ দশমিক ২৮৫-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার রেজল্যুশন হবে ১০৮০ x ২৪২৪। এতে একটি ১২০ হার্টজ প্যানেল এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফলে ফোনটিতে দ্রুত স্ক্রলিং করা যাবে। ডিসপ্লেতে ২ হাজার ৭০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১ হাজার ৮০০ নিটস এইচডিআর ব্রাইটনেস থাকবে। তাই ঘরের বাইরে তীব্র আলোতে ফোনটি ব্যবহারের সময় কোনো সমস্যা হবে না।
এ ছাড়া স্ক্রিনটি গোরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। এটি বর্তমান মান অনুযায়ী পুরোনো হলেও কিছু নতুন গোরিলা গ্লাস সংস্করণের তুলনায় বেশি স্ক্রিনে দাগ প্রতিরোধে বেশি কার্যকারী।
পিক্সেল ৯এ মডেলের পেছনে থাকবে ডুয়েল-ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৭১২ আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। একই ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সরটি সেলফি ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন নাইট সাইট, অ্যাস্ট্রো ফোটোগ্রাফি, সুপার রেস জুম (৮x পর্যন্ত)।
এই মডেলে ব্যাটারিও বেশ ভালো দেওয়া হয়েছে। পিক্সেল ৯ এ-তে থাকবে ৫ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি, যা এর পূর্বসূরির তুলনায় ১৩ শতাংশ বেশি। তবে চার্জিং স্পিড এখনো বেশি ভালো নয়। এতে ২৩ ওয়াট ওয়্যারর্ড এবং ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফোনটির আইপি রেটিং—আইপি ৬৮। অর্থাৎ এটি ধুলো এবং পানি প্রতিরোধী, যাতে বৃষ্টি বা দুর্ঘটনাক্রমে পানিতে পড়লেও কোনো সমস্যা হবে না।
পিক্সেল ৯ ফোনটি চারটি রঙে পাওয়া যাবে—অবসিডিয়ান, পোর্সেলেন, আইরিস, এবং পিওনি। এর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের সম্ভাব্য মূল্য ৪৯৯ ডলার বা (প্রায় ৫৯ হাজার ৬১৫ টাকা হবে)।
পিক্সেল ৯এ ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এটি সাত বছরের সফটওয়্যার এবং নিরাপত্তা আপডেট পাবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
গুগলের পরবর্তী মিড-রেঞ্জ ফোন পিক্সেল ৯ এ–সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। মডেলটির স্পেসিফিকেশন থেকে শুরু করে সম্ভাব্য দাম সম্পর্কেও তথ্য জানা গেছে। ফোনটিতে গুগলের টেনসর জি৪ চিপসেট থাকবে, যা অন্য পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছে। এর ফলে দৈনন্দিন কাজ, গেমিং এবং কিছু ভারী অ্যাপের ক্ষেত্রে পিক্সেল ৯এ শক্তিশালী পারফরম্যান্স দেখাবে।
বিভিন্ন তথ্য অনুসারে, আগামী বছরের মার্চে উন্মোচন হতে পারে পিক্সেল ৯ এ। ফোনটিতে থাকবে ৮ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম, যা ফোনের মাল্টিটাস্কিংকে (একসঙ্গে একাধিক কাজকে) সহজ করে তুলবে। ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটি অ্যাপ, ছবি এবং ভিডিও সংস্করণের জন্য যথেষ্ট জায়গা দেবে।
ফোনটির ডিসপ্লেও অনেক উন্নত মানের হবে। পিক্সেল ৯ এ-তে ৬ দশমিক ২৮৫-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার রেজল্যুশন হবে ১০৮০ x ২৪২৪। এতে একটি ১২০ হার্টজ প্যানেল এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফলে ফোনটিতে দ্রুত স্ক্রলিং করা যাবে। ডিসপ্লেতে ২ হাজার ৭০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১ হাজার ৮০০ নিটস এইচডিআর ব্রাইটনেস থাকবে। তাই ঘরের বাইরে তীব্র আলোতে ফোনটি ব্যবহারের সময় কোনো সমস্যা হবে না।
এ ছাড়া স্ক্রিনটি গোরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। এটি বর্তমান মান অনুযায়ী পুরোনো হলেও কিছু নতুন গোরিলা গ্লাস সংস্করণের তুলনায় বেশি স্ক্রিনে দাগ প্রতিরোধে বেশি কার্যকারী।
পিক্সেল ৯এ মডেলের পেছনে থাকবে ডুয়েল-ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৭১২ আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। একই ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সরটি সেলফি ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন নাইট সাইট, অ্যাস্ট্রো ফোটোগ্রাফি, সুপার রেস জুম (৮x পর্যন্ত)।
এই মডেলে ব্যাটারিও বেশ ভালো দেওয়া হয়েছে। পিক্সেল ৯ এ-তে থাকবে ৫ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি, যা এর পূর্বসূরির তুলনায় ১৩ শতাংশ বেশি। তবে চার্জিং স্পিড এখনো বেশি ভালো নয়। এতে ২৩ ওয়াট ওয়্যারর্ড এবং ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফোনটির আইপি রেটিং—আইপি ৬৮। অর্থাৎ এটি ধুলো এবং পানি প্রতিরোধী, যাতে বৃষ্টি বা দুর্ঘটনাক্রমে পানিতে পড়লেও কোনো সমস্যা হবে না।
পিক্সেল ৯ ফোনটি চারটি রঙে পাওয়া যাবে—অবসিডিয়ান, পোর্সেলেন, আইরিস, এবং পিওনি। এর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের সম্ভাব্য মূল্য ৪৯৯ ডলার বা (প্রায় ৫৯ হাজার ৬১৫ টাকা হবে)।
পিক্সেল ৯এ ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এটি সাত বছরের সফটওয়্যার এবং নিরাপত্তা আপডেট পাবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
৫ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
৫ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
৮ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
১০ ঘণ্টা আগে