Ajker Patrika

স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের নতুন ভ্যারিয়েন্ট গ্যালাক্সি জি ফ্লিপ ৫ রেট্রো

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৭: ৩১
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের নতুন ভ্যারিয়েন্ট গ্যালাক্সি জি ফ্লিপ ৫ রেট্রো

ফোল্ডিং ফোনের নতুন ভ্যারিয়েন্ট হিসেবে গ্যালাক্সি জি ফ্লিপ ৫ রেট্রো নিয়ে এল স্যামসাং। ফ্লিপসুইট কার্ড ও ফ্লিপসুইট কেসের মতো বিভিন্ন অ্যাকসেসরিজ দেওয়া হবে এই স্পেশাল এডিশনের ফোনে। ফোনটি নীল রঙের ম্যাট ফিনিশিংয়ে রাখা হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

২০০৩ সালের স্যামসাংয়ের এসজিএইচ-ই৭০০ ফোনের অনুপ্রেরণায় এই ফোন তৈরি করা হয়েছে। ই৭০০ ফোনটি স্যামসাংয়ের প্রথম স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের নতুন ভ্যারিয়েন্ট গ্যালাক্সি জি ফ্লিপ ৫ রেট্রো ফোন, যার অ্যানটেনা ডিভাইসের বাইরে থেকে দেখা যায় না। 

অস্ট্রেলিয়া, কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও স্পেনে ১ নভেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে। ২ নভেম্বর থেকে ফ্রান্সের বাজারে মিলবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও নতুন ভার্সনটি কেনা যাবে। তবে মডেলটির দাম এখনো প্রকাশ করা হয়নি। 

রেট্রো ভ্যারিয়েন্টে নীল ও সিলভার শেড রয়েছে। ২০০০ সালের পিক্সেল গ্রাফিকস ও অ্যানিমেশনের ইউএক্স ডিজাইনের একটি পুনঃসংস্কার ফ্লেক্স উইন্ডোতে দেখা যাবে। স্যামসাংয়ের বিভিন্ন যুগের লোগো সংবলিত তিনটি ফ্লিপসুইট কার্ড, একটি ফ্লিপসুইট কেস এবং একটি অনন্য সিরিয়াল নম্বর দিয়ে খোদাই করা একটি সংগ্রাহক কার্ড ফোনটির সঙ্গে দেওয়া হবে। 

এ বছরের জুনে বাজারে আসা গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর মতোই নতুন ভার্সনটির স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। 

গ্যালাক্সি জি জেড ৫ রেট্রোর সম্ভাব্য স্পেসিফিকেশন 

পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা ১২ মেগাপিক্সেল 
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ১৮৭ গ্রাম 
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে 
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল 
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ৬০ হার্টজ
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১.১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩ 
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর ৫ এক্স 
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি 
ইউএসবি: টাইপ সি-৩ দশমিক ২ 
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত