Ajker Patrika

আসুসের এই ফোন চার্জ হবে ৩৯ মিনিটে, দাম ও স্পেসিফিকশেন 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৫: ৫৬
আসুসের এই ফোন চার্জ হবে ৩৯ মিনিটে, দাম ও স্পেসিফিকশেন 

 

হাইপারচার্জ প্রযুক্তিসহ জেনফোন ১১ আল্ট্রা স্মার্টফোন নিয়ে এল তাইওয়ানের মোবাইল ও কম্পিউটার কোম্পানি আসুস। কোম্পানিটির দাবি অনুযায়ী ৫ হাজার ৫০০ এমএইচ ব্যাটারির এই ফোন সম্পূর্ণ চার্জ হতে ৩৯ মিনিট সময় লাগবে। ফোনটির রেটিং আইপি ৬৮ হওয়ায় ফোনটি সম্পূর্ণ ধুলা ও পানি প্রতিরোধী হবে। 

এ ছাড়া ফোনটিতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত করা হয়েছে। যেমন: এআই ট্রান্সক্রিপ্ট, সার্চ টুল, লাইভ ল্যাংগুয়েজ ট্রান্সলেসন ও নয়েজ ক্যান্সেলেশন। এ ছাড়া পেছনে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। ক্যামেরার জুমের ফিচার উন্নত করতে এআই অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। 

এ বছরের জানুয়ারিতে বাজারে ছাড়া কোম্পানিটির আরওজি ফোন ৮-এর আরেক সংস্করণই হলো জেনফোন ১১ আল্ট্রা। তবে নতুন মডেলটিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। 

আসুস জেনফোন ১১ আল্ট্রার দাম 
আসুস জেনফোন ১১ আল্ট্রা র‍্যাম ও স্টোরেজের দুটি সংস্করণ পাওয়া যায়। 

১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৯৯৯ ইউরো
১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১০৯৯ ইউরো

আসুস জেনফোন ১১ আল্ট্রার রং
আসুস জেনফোন ১১ আল্ট্রা মডেলটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—ইটারনাল ব্ল্যাক (কালো), মিষ্টি গ্রে (ধূসর), স্কাইলাইর ব্লু (নীল) ও ডিসার্ট স্যান্ড (সোনালি)। 

পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ সেনসর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল টেলিফোটো সেনসর। 
সেল্ফি ক্যামেরা: মেগাপিক্সেল আরজিবিডব্লিউ সেনসর 
নেটওয়ার্ক: ৫ জি, ৪জি এলটিই 
ওয়াইফাই: ওয়াইফাই–৭ 
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি ফুল এইচডি (১,০৮০ x ২,৪০০ পিক্সেলস) ‍+অ্যামলেড এলটিপিও ডিসপ্লে 
স্ক্রিন: কোর্নিং গোরিলা গ্লাম ভিকটাস ২ প্রোটেকশন 
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ  
ব্রাইটনেস: ২৫০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ 
চিপসেট: কোয়াণকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ 
মেমোরি: ১২ জিবি ও ১৬ জিবি এলপিডিডিআর৫ এক্স 
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
অডিও জ্যাক: ৩ দশমিক ৫ এমএম 
ব্লুটুথ: ব্লুটুথ ৫ দশমিক ৩ 
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি 
ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড ৬৫ ওয়াট ও ওয়্যাররেস ১৫ ওয়াট

তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০, গিজমোচিনা, জিএসএম এরিনা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত