প্রযুক্তি ডেস্ক
ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নতুন ডেস্কটপ আর ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর্যাল ইঞ্জিন। এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর্যাল ইঞ্জিনের কারণেই অ্যাপলের ডিভাইসগুলোতে গতি এসেছে। যেমন ম্যাক মিনি এম ১ কে অনেকেই লাইভ স্ট্রিমিং এর জন্য দারুণ একটি ডেস্কটপ হিসেবে উল্লেখ করেছেন। এই ডিভাইসের প্রসেসরে রয়েছে অসাধারণ এম ১ চিপ। এছাড়াও সঙ্গে রয়েছে ৮ কোর সিপিইউ এবং ১৬ কোর নিউর্যাল ইঞ্জিন।
এখানে নিউর্যাল ইঞ্জিনটি অ্যাপলের এই ডিভাইসটিকে করেছে অনন্য। অ্যাপল এই বিশেষ ধরনের চিপ সংশ্লিষ্ট ইঞ্জিনটি ডিজাইন করে তাঁদের নিজস্ব চিপ এম ১ কে মাথায় রেখে। আর অ্যাপলের ডিজাইন অনুযায়ী এই নিউর্যাল ইঞ্জিন তৈরি করে তাইওয়ানের বিখ্যাত চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান টিএসএমসি (তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফেকচারার কোম্পানি)।
নিউর্যাল ইঞ্জিনের কার্যক্রম অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট। অ্যাপলের সিইও টিম কুককে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চিপ তৈরির পরিকল্পনায় সহযোগিতা করে ইসরায়েলি প্রযুক্তিবিদ জনি স্রোউজি। পুরো নিউর্যাল ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে অবদান রাখেন তাতার বংশোদ্ভূত কানাডীয় গবেষক রুশ সালাখুতদিনোভ।
ম্যাক মিনি এম ১ এর নিউর্যাল ইঞ্জিনে রয়েছে ডেডিকেটেড নিউর্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার প্রতি সেকেন্ডে ৬০০ বিলিয়ন অপারেশন পরিচালনা করতে পারে। ফেস আইডি, অ্যানিমোজি এবং নানা ধরনের মেশিন লার্নিং কার্যক্রম বাস্তবায়নে এই ডেডিকেটেড নিউর্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার কাজ করে থাকে।
এভাবে ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নানারকম ডিভাইসে গতিশীলতা এনেছে নিউর্যাল ইঞ্জিন। আর নিউর্যাল ইঞ্জিনকে আপগ্রেড করতে প্রতিনিয়তই কাজ করছে অ্যাপলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিম।
ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নতুন ডেস্কটপ আর ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর্যাল ইঞ্জিন। এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর্যাল ইঞ্জিনের কারণেই অ্যাপলের ডিভাইসগুলোতে গতি এসেছে। যেমন ম্যাক মিনি এম ১ কে অনেকেই লাইভ স্ট্রিমিং এর জন্য দারুণ একটি ডেস্কটপ হিসেবে উল্লেখ করেছেন। এই ডিভাইসের প্রসেসরে রয়েছে অসাধারণ এম ১ চিপ। এছাড়াও সঙ্গে রয়েছে ৮ কোর সিপিইউ এবং ১৬ কোর নিউর্যাল ইঞ্জিন।
এখানে নিউর্যাল ইঞ্জিনটি অ্যাপলের এই ডিভাইসটিকে করেছে অনন্য। অ্যাপল এই বিশেষ ধরনের চিপ সংশ্লিষ্ট ইঞ্জিনটি ডিজাইন করে তাঁদের নিজস্ব চিপ এম ১ কে মাথায় রেখে। আর অ্যাপলের ডিজাইন অনুযায়ী এই নিউর্যাল ইঞ্জিন তৈরি করে তাইওয়ানের বিখ্যাত চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান টিএসএমসি (তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফেকচারার কোম্পানি)।
নিউর্যাল ইঞ্জিনের কার্যক্রম অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট। অ্যাপলের সিইও টিম কুককে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চিপ তৈরির পরিকল্পনায় সহযোগিতা করে ইসরায়েলি প্রযুক্তিবিদ জনি স্রোউজি। পুরো নিউর্যাল ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে অবদান রাখেন তাতার বংশোদ্ভূত কানাডীয় গবেষক রুশ সালাখুতদিনোভ।
ম্যাক মিনি এম ১ এর নিউর্যাল ইঞ্জিনে রয়েছে ডেডিকেটেড নিউর্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার প্রতি সেকেন্ডে ৬০০ বিলিয়ন অপারেশন পরিচালনা করতে পারে। ফেস আইডি, অ্যানিমোজি এবং নানা ধরনের মেশিন লার্নিং কার্যক্রম বাস্তবায়নে এই ডেডিকেটেড নিউর্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার কাজ করে থাকে।
এভাবে ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নানারকম ডিভাইসে গতিশীলতা এনেছে নিউর্যাল ইঞ্জিন। আর নিউর্যাল ইঞ্জিনকে আপগ্রেড করতে প্রতিনিয়তই কাজ করছে অ্যাপলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিম।
প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফ
২ ঘণ্টা আগেমানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর
৪ ঘণ্টা আগেচীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১ দিন আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১ দিন আগে