আইফোন চার্জে রেখে ঘুমানো বিপজ্জনক, সতর্ক করল অ্যাপল

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১২: ২৩
Thumbnail image

ফোন চার্জে দিয়ে কাছে রেখে ঘুমালে ব্যবহারকারী নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সবচেয়ে ভয়ংকর যে বিপদ হতে পারে তা হলো, আইফোন চার্জ দেওয়ার সময় এত গরম হয় যে তা থেকে আগুন লাগার ঝুঁকি থাকে। সম্প্রতি অ্যাপল এক ঘোষণায় গ্রাহককে এ বিষয়ে সতর্ক করেছে।

এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, আইফোন নির্মাতা অ্যাপল কোম্পানি সম্প্রতি তাদের গ্রাহককে একটি স্পষ্ট ও সরাসরি সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কবাতা মূলত তাঁদের জন্য, যাঁরা ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। অ্যাপলের অনলাইন ব্যবহারকারী নির্দেশনাতেও এই সতর্কবার্তা যোগ করা হয়েছে।

অ্যাপলের নির্দেশনায় বলা হয়, আইফোন এমন পরিবেশে চার্জ দিতে হবে, যেখানে ভালো বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে। টেবিলের মতো সমতল স্থানে চার্জ দিতে হবে। কম্বল, বালিশের মতো নরম কিছুর ওপর রেখে চার্জ দেওয়া যাবে না।

আইফোনে চার্জে দেওয়ার সময় অনেক তাপ উৎপন্ন হয়। বদ্ধস্থানে এই তাপ বের হতে পারে না, ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। বলা হচ্ছে, ব্যবহারকারীদের সবচেয়ে বাজে অভ্যাস হলো, বালিশের নিচে ফোন রেখে চার্জে দেওয়া।

অ্যাপল বলছে, কোনো ফোন, পাওয়ার অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জার পাওয়ার সোর্সের সঙ্গে যুক্ত রেখে ঘুমানো যাবে না। এগুলো কোনো কম্বল, বালিশ বা দেহের নিচেও রাখা যাবে না।

ক্ষতিগ্রস্ত কেব্‌ল, চার্জার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে অ্যাপল। ভেজা অবস্থায় এর ব্যবহার বিপজ্জনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত