অনলাইন ডেস্ক
ফোন চার্জে দিয়ে কাছে রেখে ঘুমালে ব্যবহারকারী নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সবচেয়ে ভয়ংকর যে বিপদ হতে পারে তা হলো, আইফোন চার্জ দেওয়ার সময় এত গরম হয় যে তা থেকে আগুন লাগার ঝুঁকি থাকে। সম্প্রতি অ্যাপল এক ঘোষণায় গ্রাহককে এ বিষয়ে সতর্ক করেছে।
এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, আইফোন নির্মাতা অ্যাপল কোম্পানি সম্প্রতি তাদের গ্রাহককে একটি স্পষ্ট ও সরাসরি সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কবাতা মূলত তাঁদের জন্য, যাঁরা ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। অ্যাপলের অনলাইন ব্যবহারকারী নির্দেশনাতেও এই সতর্কবার্তা যোগ করা হয়েছে।
অ্যাপলের নির্দেশনায় বলা হয়, আইফোন এমন পরিবেশে চার্জ দিতে হবে, যেখানে ভালো বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে। টেবিলের মতো সমতল স্থানে চার্জ দিতে হবে। কম্বল, বালিশের মতো নরম কিছুর ওপর রেখে চার্জ দেওয়া যাবে না।
আইফোনে চার্জে দেওয়ার সময় অনেক তাপ উৎপন্ন হয়। বদ্ধস্থানে এই তাপ বের হতে পারে না, ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। বলা হচ্ছে, ব্যবহারকারীদের সবচেয়ে বাজে অভ্যাস হলো, বালিশের নিচে ফোন রেখে চার্জে দেওয়া।
অ্যাপল বলছে, কোনো ফোন, পাওয়ার অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জার পাওয়ার সোর্সের সঙ্গে যুক্ত রেখে ঘুমানো যাবে না। এগুলো কোনো কম্বল, বালিশ বা দেহের নিচেও রাখা যাবে না।
ক্ষতিগ্রস্ত কেব্ল, চার্জার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে অ্যাপল। ভেজা অবস্থায় এর ব্যবহার বিপজ্জনক।
ফোন চার্জে দিয়ে কাছে রেখে ঘুমালে ব্যবহারকারী নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সবচেয়ে ভয়ংকর যে বিপদ হতে পারে তা হলো, আইফোন চার্জ দেওয়ার সময় এত গরম হয় যে তা থেকে আগুন লাগার ঝুঁকি থাকে। সম্প্রতি অ্যাপল এক ঘোষণায় গ্রাহককে এ বিষয়ে সতর্ক করেছে।
এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, আইফোন নির্মাতা অ্যাপল কোম্পানি সম্প্রতি তাদের গ্রাহককে একটি স্পষ্ট ও সরাসরি সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কবাতা মূলত তাঁদের জন্য, যাঁরা ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। অ্যাপলের অনলাইন ব্যবহারকারী নির্দেশনাতেও এই সতর্কবার্তা যোগ করা হয়েছে।
অ্যাপলের নির্দেশনায় বলা হয়, আইফোন এমন পরিবেশে চার্জ দিতে হবে, যেখানে ভালো বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে। টেবিলের মতো সমতল স্থানে চার্জ দিতে হবে। কম্বল, বালিশের মতো নরম কিছুর ওপর রেখে চার্জ দেওয়া যাবে না।
আইফোনে চার্জে দেওয়ার সময় অনেক তাপ উৎপন্ন হয়। বদ্ধস্থানে এই তাপ বের হতে পারে না, ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। বলা হচ্ছে, ব্যবহারকারীদের সবচেয়ে বাজে অভ্যাস হলো, বালিশের নিচে ফোন রেখে চার্জে দেওয়া।
অ্যাপল বলছে, কোনো ফোন, পাওয়ার অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জার পাওয়ার সোর্সের সঙ্গে যুক্ত রেখে ঘুমানো যাবে না। এগুলো কোনো কম্বল, বালিশ বা দেহের নিচেও রাখা যাবে না।
ক্ষতিগ্রস্ত কেব্ল, চার্জার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে অ্যাপল। ভেজা অবস্থায় এর ব্যবহার বিপজ্জনক।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে