সেলফি তোলার নতুন ক্যামেরা

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

নব্বইয়ের দশকে যাঁরা বেড়ে উঠেছেন, তাঁদের কাছে ফুজি নামটা খুব পরিচিত। ‘ফুজি’র ফটোগ্রাফিক ফিল্ম সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সেই সঙ্গে হারিয়ে গেছে সাদাকালো ছবির দুনিয়া আর তার সঙ্গে জড়ানো ইতিহাস। বাজার দখল করেছে উন্নতমানের ডিএসএলআর আর স্মার্টফোনের ক্যামেরা এবং ফটো-এডিটিং অ্যাপ।

তবে ফুজি ফিল্মের ইনস্ট্যাক্স ক্যামেরা হালে কয়েক বছর ধরে জনপ্রিয় হয়েছে। সম্প্রতি বাজারে এসেছে ইনস্ট্যাক্স সিরিজের নতুন ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্স মিনি ১১-এর সফলতার হাত ধরেই বাজারে এসেছে পকেটবান্ধব ইনস্ট্যাক্স মিনি ১২। ইনস্ট্যাক্সের এ মডেলটি ডিজাইন করা হয়েছে সেলফি ও ক্লোজ-আপ শটসের জনপ্রিয়তার কথা বিবেচনা করে। বেলুনের মতো দেখতে এই ক্যামেরাগুলো পাওয়া যাবে বেগুনি, নীল, গোলাপি, মিন্ট ও সাদা রঙে। ক্যামেরাটি আকারে বেশ ছোট।

ইনস্ট্যাক্স মিনি ১২ বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষ করে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড, আউটডোর ও আলোর তারতম্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে থাকে। যখন শাটার প্রেস করা হয়, তখন অটোমেটিক এক্সপোজার ফাংশনের কারণে স্বয়ংক্রিয়ভাবে আলোর পরিমাণ নির্ণয় করতে পারে এই ক্যামেরা। পাশাপাশি এই প্রযুক্তি শাটার স্পিড ও ফ্ল্যাশ লেভেল অপটিমাইজ় করতে পারে। এতে রয়েছে একটি বিশেষ ‘ক্লোজড-আপ মুড’, যা অ্যাকটিভেট করা যেতে পারে লেন্সটাকে একবার রোটেট করে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই মুডটি ক্লোজ-আপ শটস এবং সেলফি তোলার জন্য আদর্শ।

আপনি যদি খুব বেশি পরিমাণে সেলফি তোলেন, তাহলে লেন্সের ঠিক পাশেই ক্যামেরার ‘সেলফি মিরর’টি ব্যবহার করতে পারেন। এই সেলফি মিররে ছবি তোলার আগে ছবির কম্পোজিশন ঠিক আছে কি না, তা দেখা যাবে।

শাটার বাটন প্রেস করার পর বিষয়টি প্রিন্টেড ছবিতে সম্পূর্ণভাবে ফুটে উঠতে সময় নেয় মাত্র ৯০ সেকেন্ড। এই ক্যামেরা পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট, আমাজন, নেয়ক্কা এবং ফুজির ইনস্ট্যাক্স ওয়েবসাইটগুলোতে। এর দাম প্রায় ১৩ হাজার টাকা।

সূত্র: গিজমো চায়না, ইন্ডিয়ান এক্সপ্রেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত