অনলাইন ডেস্ক
প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে