আজ থেকে ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটির) একদল ইঞ্জিনিয়ার একটি সৌর কোষ তৈরি করেছিল যা এতই হালকা যে সাবানের বুদ্বুদের ওপর ভারসাম্য রাখতে সক্ষম। তবে উৎপাদনের কাঁচামালের অপ্রতুলতা এবং ব্যয়বহুল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জৈব এবং ন্যানোস্ট্রাকচার্ড ইলেকট্রনিকস ল্যাবরেটরির (ওয়ান ল্যাব) প্রকৌশলীদের উদ্ভাবনটি বড় পরিসরের কোনো পরিকল্পনার মুখ দেখেনি।
তবে পপুলার সায়েন্সের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে ওয়ান ল্যাব একই ধরনের অতি-পাতলা একটি নতুন সৌর কোষের উপাদানের কথা জানিয়েছে। এটি প্রচলিত সৌর কোষের ওজনের একশ ভাগের এক ভাগ। পাশাপাশি সাধারণ সৌর প্রযুক্তির তুলনায় প্রতি-কিলোগ্রামে প্রায় ১৮ গুণ বেশি বিদ্যুৎ উৎপন্ন করে। শুধু তাই নয়, এর উৎপাদন পদ্ধতির কারণে বড় আকারে উৎপাদনে যাওয়া সহজ হবে।
অতি পাতলা হলেও নতুন এই সৌর কোষটি প্রচুর সৌরশক্তি উৎপাদন করতে সক্ষম। গবেষণাপত্রের সহ-লেখক এমআইটির বৈদ্যুতিক প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানের স্নাতকের ছাত্র ময়ুরান সারাভানাপাভানান্থম এই ক্ষুদ্র সোলার সেলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বোঝাতে এটিকে একটি আদর্শ বাড়ির ছাদে থাকা সোলার প্যানেলের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘ম্যাসাচুসেটসে একটি সাধারণ ছাদে সোলার প্যানেল প্রায় ৮ হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের মাত্র ২০ কেজি ওজনের ফ্যাব্রিক ফটোভোলটাইকের (পাতলা সোলার প্যানেল) প্রয়োজন হবে।’
এমআইটি থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যায় বলা হয়েছে—বেশি উৎপাদন সক্ষমতার সৌর কোষের ভঙ্গুর প্রকৃতির সুরক্ষার জন্য পুরু কাচ এবং অ্যালুমিনিয়ামের আবরণ প্রয়োজন হয়। এতে করে সেগুলোর বহুমুখী ব্যবহারযোগ্যতার সুযোগ সীমিত হয়।
মানুষের চুলের চেয়ে পাতলা এই সৌর কোষটি বানানো হয় একটি অত্যন্ত পাতলা পৃষ্ঠের ওপর অর্ধপরিবাহী কালি লেপন করে। এরপর প্যানেলগুলোকে ডায়নিমার নামে একটি স্তরে আঠার মতো করে লাগিয়ে দেওয়া হয়। এটি একটি প্রতিরক্ষামূলক আস্তরণ, যা অত্যন্ত পাতলা কম্পোজিট ফ্যাব্রিকে তৈরি। এর ওজন প্রতি বর্গমিটারে মাত্র ১৩ গ্রাম। ফলস্বরূপ এক মাইক্রোনের কাছাকাছি পাতলা শিটটি বিভিন্ন পৃষ্ঠে বা উপকরণের ওপরে স্থাপন করা যায়।
উদাহরণ হিসেবে, দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রমের সময় বিদ্যুতের চাহিদা মেটাতে তাঁবুর বাইরের গায়ে বা সম্ভাব্য উড্ডয়নকাল বাড়ানোর জন্য ড্রোনের ডানায় সেঁটে দেওয়ার কথা ভাবা যেতে পারে।
স্থায়িত্বও যে কোনো কার্যকর সৌর প্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্থায়িত্ব পরীক্ষায় ওয়ান ল্যাব টিম তাদের নতুন ডিজাইনের সৌর প্যানেলটি ৫০০ বারের বেশি কাগজের মতো গুটিয়ে আবার খুলেছেন। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমেছে ১০ শতাংশেরও কম।
আজ থেকে ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটির) একদল ইঞ্জিনিয়ার একটি সৌর কোষ তৈরি করেছিল যা এতই হালকা যে সাবানের বুদ্বুদের ওপর ভারসাম্য রাখতে সক্ষম। তবে উৎপাদনের কাঁচামালের অপ্রতুলতা এবং ব্যয়বহুল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জৈব এবং ন্যানোস্ট্রাকচার্ড ইলেকট্রনিকস ল্যাবরেটরির (ওয়ান ল্যাব) প্রকৌশলীদের উদ্ভাবনটি বড় পরিসরের কোনো পরিকল্পনার মুখ দেখেনি।
তবে পপুলার সায়েন্সের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে ওয়ান ল্যাব একই ধরনের অতি-পাতলা একটি নতুন সৌর কোষের উপাদানের কথা জানিয়েছে। এটি প্রচলিত সৌর কোষের ওজনের একশ ভাগের এক ভাগ। পাশাপাশি সাধারণ সৌর প্রযুক্তির তুলনায় প্রতি-কিলোগ্রামে প্রায় ১৮ গুণ বেশি বিদ্যুৎ উৎপন্ন করে। শুধু তাই নয়, এর উৎপাদন পদ্ধতির কারণে বড় আকারে উৎপাদনে যাওয়া সহজ হবে।
অতি পাতলা হলেও নতুন এই সৌর কোষটি প্রচুর সৌরশক্তি উৎপাদন করতে সক্ষম। গবেষণাপত্রের সহ-লেখক এমআইটির বৈদ্যুতিক প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানের স্নাতকের ছাত্র ময়ুরান সারাভানাপাভানান্থম এই ক্ষুদ্র সোলার সেলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বোঝাতে এটিকে একটি আদর্শ বাড়ির ছাদে থাকা সোলার প্যানেলের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘ম্যাসাচুসেটসে একটি সাধারণ ছাদে সোলার প্যানেল প্রায় ৮ হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের মাত্র ২০ কেজি ওজনের ফ্যাব্রিক ফটোভোলটাইকের (পাতলা সোলার প্যানেল) প্রয়োজন হবে।’
এমআইটি থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যায় বলা হয়েছে—বেশি উৎপাদন সক্ষমতার সৌর কোষের ভঙ্গুর প্রকৃতির সুরক্ষার জন্য পুরু কাচ এবং অ্যালুমিনিয়ামের আবরণ প্রয়োজন হয়। এতে করে সেগুলোর বহুমুখী ব্যবহারযোগ্যতার সুযোগ সীমিত হয়।
মানুষের চুলের চেয়ে পাতলা এই সৌর কোষটি বানানো হয় একটি অত্যন্ত পাতলা পৃষ্ঠের ওপর অর্ধপরিবাহী কালি লেপন করে। এরপর প্যানেলগুলোকে ডায়নিমার নামে একটি স্তরে আঠার মতো করে লাগিয়ে দেওয়া হয়। এটি একটি প্রতিরক্ষামূলক আস্তরণ, যা অত্যন্ত পাতলা কম্পোজিট ফ্যাব্রিকে তৈরি। এর ওজন প্রতি বর্গমিটারে মাত্র ১৩ গ্রাম। ফলস্বরূপ এক মাইক্রোনের কাছাকাছি পাতলা শিটটি বিভিন্ন পৃষ্ঠে বা উপকরণের ওপরে স্থাপন করা যায়।
উদাহরণ হিসেবে, দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রমের সময় বিদ্যুতের চাহিদা মেটাতে তাঁবুর বাইরের গায়ে বা সম্ভাব্য উড্ডয়নকাল বাড়ানোর জন্য ড্রোনের ডানায় সেঁটে দেওয়ার কথা ভাবা যেতে পারে।
স্থায়িত্বও যে কোনো কার্যকর সৌর প্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্থায়িত্ব পরীক্ষায় ওয়ান ল্যাব টিম তাদের নতুন ডিজাইনের সৌর প্যানেলটি ৫০০ বারের বেশি কাগজের মতো গুটিয়ে আবার খুলেছেন। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমেছে ১০ শতাংশেরও কম।
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
১৩ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
১৪ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
১৬ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
১৮ ঘণ্টা আগে