অনলাইন ডেস্ক
ম্যাকের সব মডেলে এম ৪ চিপসেট ব্যবহার করতে পারে অ্যাপল। ডিভাইসগুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের জন্য এই চিপ ব্যবহার করবে কোম্পানিটি। সেই সঙ্গে নতুন প্রসেসরও তৈরি করতে পারে অ্যাপল। ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদক মার্ক গুরম্যানের মতে, প্রতিটি ম্যাক কম্পিউটারের মডেলে এম ৪ সিলিকন চিপসেট যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল। অর্থাৎ ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও ম্যাক প্রো মডেলে এই চিপসেট ব্যবহার করা হবে। চলতি বছরের শেষের দিকে নতুন ম্যাক মিনিও উন্মোচন করতে পারে অ্যাপল।
এই বছরের শুরুর দিকে বাজারে আনা আইপ্যাড প্রো–তে এম ৪ চিপ ব্যবহার করা হয়। ভালো পারফরম্যান্স ও কর্মদক্ষতার জন্য এতে টিএসএমসি এর (তাইওয়ান সেমিকনডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড) দ্বিতীয় প্রজন্মের ৩ এনএম প্রসেস ব্যবহার করা হয়।
অ্যাপলের শক্তিশালী চিপটি ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করা হবে বলে সেসময় থেকেই ধারণা করছিল ব্যবহারকারীরা।
এর আগে ম্যাক মিনি ও ম্যাক স্টুডিও এর সর্বশেষ সংস্করণে অ্যাপল এম ৩ চিপ ব্যবহার করেনি। এর পরিবর্ততে এম ২ চিপ ব্যবহার করা হয়।
গুরম্যানের মতে, এই বছরের শেষের দিকে এম ৪ চিপের ম্যাকের মডেলগুলো বাজারে আসবে।
তাই যারা ম্যাকবুক প্রো, ম্যাক মিনি বা আইম্যাক আপগ্রেড করতে চায়, তারা সর্বশেষ মডেলের জন্য অপেক্ষা করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। গত বছর অক্টোবরের এক ইভেন্টে হুট করেই এম ৩ চিপের ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে নিয়ে আসে অ্যাপল। তাই এই বছরে অপ্রত্যাশিত কোনো ইভেন্টে এম ৪ চিপের ম্যাক চিপ বাজারে নিয়ে আসলেও অবাক হওয়া কিছু নেই।
ব্লুমবার্গের মতে, এম ৪ চিপের ম্যাকবুক এয়ার, ম্যাক স্টুডিও ও ম্যাক প্রো এর জন্য ব্যবহারকারীদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নতুন চিপটি অন্তত তিনটি সংস্করণে আসবে।
গত মার্চে নতুন ম্যাকবুক এয়ারে এম ৩ চিপ ব্যবহার করা হয়। অ্যাপল বলছে, এম ৪ চিপ সবচেয়ে শক্তিশালী নিউরাল ইঞ্জিন ও এটি কোম্পানির নতুন এআইভিত্তিক ফিচারের জন্য প্রয়োজনীয় প্রসেসিং শক্তি সরবরাহ করবে।
তবে গুরম্যান বলছে, এম ৪ চিপসেট ছাড়াও অন্তত একটি ম্যাক মডেলে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে অ্যাপল।
ম্যাকের সব মডেলে এম ৪ চিপসেট ব্যবহার করতে পারে অ্যাপল। ডিভাইসগুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের জন্য এই চিপ ব্যবহার করবে কোম্পানিটি। সেই সঙ্গে নতুন প্রসেসরও তৈরি করতে পারে অ্যাপল। ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদক মার্ক গুরম্যানের মতে, প্রতিটি ম্যাক কম্পিউটারের মডেলে এম ৪ সিলিকন চিপসেট যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল। অর্থাৎ ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও ম্যাক প্রো মডেলে এই চিপসেট ব্যবহার করা হবে। চলতি বছরের শেষের দিকে নতুন ম্যাক মিনিও উন্মোচন করতে পারে অ্যাপল।
এই বছরের শুরুর দিকে বাজারে আনা আইপ্যাড প্রো–তে এম ৪ চিপ ব্যবহার করা হয়। ভালো পারফরম্যান্স ও কর্মদক্ষতার জন্য এতে টিএসএমসি এর (তাইওয়ান সেমিকনডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড) দ্বিতীয় প্রজন্মের ৩ এনএম প্রসেস ব্যবহার করা হয়।
অ্যাপলের শক্তিশালী চিপটি ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করা হবে বলে সেসময় থেকেই ধারণা করছিল ব্যবহারকারীরা।
এর আগে ম্যাক মিনি ও ম্যাক স্টুডিও এর সর্বশেষ সংস্করণে অ্যাপল এম ৩ চিপ ব্যবহার করেনি। এর পরিবর্ততে এম ২ চিপ ব্যবহার করা হয়।
গুরম্যানের মতে, এই বছরের শেষের দিকে এম ৪ চিপের ম্যাকের মডেলগুলো বাজারে আসবে।
তাই যারা ম্যাকবুক প্রো, ম্যাক মিনি বা আইম্যাক আপগ্রেড করতে চায়, তারা সর্বশেষ মডেলের জন্য অপেক্ষা করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। গত বছর অক্টোবরের এক ইভেন্টে হুট করেই এম ৩ চিপের ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে নিয়ে আসে অ্যাপল। তাই এই বছরে অপ্রত্যাশিত কোনো ইভেন্টে এম ৪ চিপের ম্যাক চিপ বাজারে নিয়ে আসলেও অবাক হওয়া কিছু নেই।
ব্লুমবার্গের মতে, এম ৪ চিপের ম্যাকবুক এয়ার, ম্যাক স্টুডিও ও ম্যাক প্রো এর জন্য ব্যবহারকারীদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নতুন চিপটি অন্তত তিনটি সংস্করণে আসবে।
গত মার্চে নতুন ম্যাকবুক এয়ারে এম ৩ চিপ ব্যবহার করা হয়। অ্যাপল বলছে, এম ৪ চিপ সবচেয়ে শক্তিশালী নিউরাল ইঞ্জিন ও এটি কোম্পানির নতুন এআইভিত্তিক ফিচারের জন্য প্রয়োজনীয় প্রসেসিং শক্তি সরবরাহ করবে।
তবে গুরম্যান বলছে, এম ৪ চিপসেট ছাড়াও অন্তত একটি ম্যাক মডেলে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে অ্যাপল।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
৩ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
৭ ঘণ্টা আগে