অনলাইন ডেস্ক
আইফোনের হাত ধরে যখন প্রথম ডিজিটাল কি-বোর্ড আসে, তখনই বলতে গেলে ফুলস্ক্রিন স্মার্টফোনের যুগ শুরু হয়। তবে অনেকে সেই আগের বাটন কি-বোর্ডকে মিস করেন; বিশেষ করে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের আইকনিক কি-বোর্ডের ভক্ত ছিলেন অনেকে। কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪ উপলক্ষে বাটন কি-বোর্ডপ্রেমীদের জন্য নতুন এক অ্যাকসেসরি আনছে ক্লিক্স টেকনোলজি।
নতুন কোম্পানি ক্লিক্স টেকনোলজির প্রথম পণ্য হিসেবে বাজারে আসছে ক্লিক্স কি-বোর্ড। ১৩৯ ডলারের (১৫ হাজার ১৯৩ টাকা) কি-বোর্ডটি আইফোনেও ব্যবহার করা যাবে। এ কি-বোর্ডটি র্যাপ অ্যারাউন্ড কেস আকারে তৈরি করা হয়েছে। স্লাইড করে ডিভাইসটিতে আইফোন প্রবেশ করিয়েই টাইপ করা যাবে। এর বাটনগুলো ব্যাকলিট, তার মানে অন্ধকারেও টাইপ করা যাবে। এটির জন্য আলাদা করে ব্যাটারির প্রয়োজন হয় না।
ক্লিক্স টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা মাইকেল ফিশার—ইউটিউবে মিস্টার মোবাইল নামে পরিচিত—এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেটে প্রতিদিন কি-বোর্ড ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনে বাটন কি-বোর্ড ব্যবহার করা ছেড়ে দিয়েছি। ব্যাপারটা অদ্ভুত!’
ফিশারের ইউটিউব চ্যানেলে নতুন ও পুরোনো ফোনের রিভিউ দেওয়া থাকে। এমনকি তাঁর ইউটিউব চ্যানেলে বিগত বছরগুলোর ফোন নিয়েও আলোচনা করা হয়, যখন ফোনের স্ক্রিন ছোট ছিল এবং প্রস্তুতকারীরা ক্রেতাদের আকর্ষণ করার জন্য অদ্ভুত সব ডিজাইনের ফোন তৈরি করত।
প্রাথমিকভাবে ক্লিক্স কি-বোর্ড উজ্জ্বল হলুদ ও হালকা ধূসর রঙে পাওয়া যাবে। ভবিষ্যতে অন্য আরও রং পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আলাদা কি-বোর্ড লাগানোর কারণে ফোনের দৈর্ঘ্য বেড়ে যেতে পারে এবং তা পকেটে না-ও আঁটতে পারে। আকারে বড় হওয়ায় তা হাতে নিয়ে টাইপ করাটা কঠিন হবে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে এ ধরনের কি-বোর্ডের বেশ কিছু সুবিধা অবশ্যই আছে। ডিজিটাল কি-বোর্ডের তুলনায় এতে দ্রুত ও সঠিকভাবে টাইপ করা যায়। এ ছাড়া বাটন কি-বোর্ডে হোম স্ক্রিন ও সার্চবারের জন্য সহজে শর্টকাট ব্যবহার করা যায়। আরও একটি সুবিধা হলো, স্ক্রিনে ডিজিটাল কি-বোর্ড না থাকলে টাইপিংয়ের সময় পুরো স্ক্রিনই ব্যবহার করা যায়।
ক্লিক্স কি-বোর্ড এখন থেকেই অর্ডার করা যাবে এবং আইফোন ১৪ মডেলের জন্য ১ ফেব্রুয়ারি থেকেই তা সরবরাহ শুরু হবে। আইফোন ১৫-এর জন্য আগামী বসন্ত থেকে ক্লিক কি-বোর্ড সরবরাহ করা হবে। কি-বোর্ডটি অ্যাপের সাহায্যে চলে। এ অ্যাপ শিগগিরই অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। পরে এ কি-বোর্ডে আরও ফাংশন যুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইফোনের হাত ধরে যখন প্রথম ডিজিটাল কি-বোর্ড আসে, তখনই বলতে গেলে ফুলস্ক্রিন স্মার্টফোনের যুগ শুরু হয়। তবে অনেকে সেই আগের বাটন কি-বোর্ডকে মিস করেন; বিশেষ করে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের আইকনিক কি-বোর্ডের ভক্ত ছিলেন অনেকে। কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪ উপলক্ষে বাটন কি-বোর্ডপ্রেমীদের জন্য নতুন এক অ্যাকসেসরি আনছে ক্লিক্স টেকনোলজি।
নতুন কোম্পানি ক্লিক্স টেকনোলজির প্রথম পণ্য হিসেবে বাজারে আসছে ক্লিক্স কি-বোর্ড। ১৩৯ ডলারের (১৫ হাজার ১৯৩ টাকা) কি-বোর্ডটি আইফোনেও ব্যবহার করা যাবে। এ কি-বোর্ডটি র্যাপ অ্যারাউন্ড কেস আকারে তৈরি করা হয়েছে। স্লাইড করে ডিভাইসটিতে আইফোন প্রবেশ করিয়েই টাইপ করা যাবে। এর বাটনগুলো ব্যাকলিট, তার মানে অন্ধকারেও টাইপ করা যাবে। এটির জন্য আলাদা করে ব্যাটারির প্রয়োজন হয় না।
ক্লিক্স টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা মাইকেল ফিশার—ইউটিউবে মিস্টার মোবাইল নামে পরিচিত—এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেটে প্রতিদিন কি-বোর্ড ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনে বাটন কি-বোর্ড ব্যবহার করা ছেড়ে দিয়েছি। ব্যাপারটা অদ্ভুত!’
ফিশারের ইউটিউব চ্যানেলে নতুন ও পুরোনো ফোনের রিভিউ দেওয়া থাকে। এমনকি তাঁর ইউটিউব চ্যানেলে বিগত বছরগুলোর ফোন নিয়েও আলোচনা করা হয়, যখন ফোনের স্ক্রিন ছোট ছিল এবং প্রস্তুতকারীরা ক্রেতাদের আকর্ষণ করার জন্য অদ্ভুত সব ডিজাইনের ফোন তৈরি করত।
প্রাথমিকভাবে ক্লিক্স কি-বোর্ড উজ্জ্বল হলুদ ও হালকা ধূসর রঙে পাওয়া যাবে। ভবিষ্যতে অন্য আরও রং পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আলাদা কি-বোর্ড লাগানোর কারণে ফোনের দৈর্ঘ্য বেড়ে যেতে পারে এবং তা পকেটে না-ও আঁটতে পারে। আকারে বড় হওয়ায় তা হাতে নিয়ে টাইপ করাটা কঠিন হবে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে এ ধরনের কি-বোর্ডের বেশ কিছু সুবিধা অবশ্যই আছে। ডিজিটাল কি-বোর্ডের তুলনায় এতে দ্রুত ও সঠিকভাবে টাইপ করা যায়। এ ছাড়া বাটন কি-বোর্ডে হোম স্ক্রিন ও সার্চবারের জন্য সহজে শর্টকাট ব্যবহার করা যায়। আরও একটি সুবিধা হলো, স্ক্রিনে ডিজিটাল কি-বোর্ড না থাকলে টাইপিংয়ের সময় পুরো স্ক্রিনই ব্যবহার করা যায়।
ক্লিক্স কি-বোর্ড এখন থেকেই অর্ডার করা যাবে এবং আইফোন ১৪ মডেলের জন্য ১ ফেব্রুয়ারি থেকেই তা সরবরাহ শুরু হবে। আইফোন ১৫-এর জন্য আগামী বসন্ত থেকে ক্লিক কি-বোর্ড সরবরাহ করা হবে। কি-বোর্ডটি অ্যাপের সাহায্যে চলে। এ অ্যাপ শিগগিরই অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। পরে এ কি-বোর্ডে আরও ফাংশন যুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৩ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে