অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দেবে ই-কমার্স জায়ান্ট আমাজন। এই অভিষেক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আমাজন প্রাইম ভিডিও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানিটির এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন আমাজনের এক মুখপাত্র।
তিনি বলেন, ই-কমার্স জায়ান্টটি নিজেদের প্রাইম ভিডিওতে (আমাজন প্রাইম ভিডিও) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান সরাসরি প্রচার করবে। এটাও পৃথক এক ধরনের অনুদান, যার মূল্য ১০ লাখ মার্কিন ডলার। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে আমাজনের অনুদান দেওয়ার পরিকল্পনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
গতকাল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটাও। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
বৃহস্পতিবার সকালে ট্রাম্প বলেন, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। আর এই কথার পরই আমাজনের এই অনুদানের খবর এল।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তাঁর কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। কিন্তু ট্রাম্প তাঁর পরাজয় মানতে অস্বীকৃতি জানান। তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন।
তবে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে আমাজনের সমালোচনা করেছিলেন। অন্যদিকে বেজোসও অতীতে ট্রাম্পের কিছু বক্তব্যের সমালোচনা করেছিলেন। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয় বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি।
এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বেজোস বলেছিলেন, ‘অনেকেই মনে করেন সংবাদমাধ্যমে পক্ষপাতিত্ব রয়েছে এবং ওয়াশিংটন পোস্টসহ অন্যান্য সংবাদপত্রকে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এদিকে ২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানের জন্য রেকর্ড পরিমাণ ১০ কোটি ৬৭ লাখ ডলার সংগ্রহ করেছিলেন ট্রাম্প।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দেবে ই-কমার্স জায়ান্ট আমাজন। এই অভিষেক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আমাজন প্রাইম ভিডিও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানিটির এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন আমাজনের এক মুখপাত্র।
তিনি বলেন, ই-কমার্স জায়ান্টটি নিজেদের প্রাইম ভিডিওতে (আমাজন প্রাইম ভিডিও) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান সরাসরি প্রচার করবে। এটাও পৃথক এক ধরনের অনুদান, যার মূল্য ১০ লাখ মার্কিন ডলার। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে আমাজনের অনুদান দেওয়ার পরিকল্পনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
গতকাল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটাও। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
বৃহস্পতিবার সকালে ট্রাম্প বলেন, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। আর এই কথার পরই আমাজনের এই অনুদানের খবর এল।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তাঁর কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। কিন্তু ট্রাম্প তাঁর পরাজয় মানতে অস্বীকৃতি জানান। তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন।
তবে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে আমাজনের সমালোচনা করেছিলেন। অন্যদিকে বেজোসও অতীতে ট্রাম্পের কিছু বক্তব্যের সমালোচনা করেছিলেন। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয় বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি।
এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বেজোস বলেছিলেন, ‘অনেকেই মনে করেন সংবাদমাধ্যমে পক্ষপাতিত্ব রয়েছে এবং ওয়াশিংটন পোস্টসহ অন্যান্য সংবাদপত্রকে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এদিকে ২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানের জন্য রেকর্ড পরিমাণ ১০ কোটি ৬৭ লাখ ডলার সংগ্রহ করেছিলেন ট্রাম্প।
তথ্যসূত্র: রয়টার্স
প্রতিনিয়তই আসছে নতুন নতুন প্রযুক্তি। আর নতুন বছর মানে নতুন মডেলের ইলেকট্রনিক পণ্যের সমাহার। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। বছর জুড়ে নিত্যনতুন পণ্য উন্মোচন হলেও বিশ্বের নামীদামি প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরে এক বিশেষ ইভেন্টে।
৬ ঘণ্টা আগেদৈনন্দিন সাধারণ কাজের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। এর মাধ্যমে ইলন মাস্কের টেসলার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোতে টেক্কা দেবে চীন। ২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবট বাজারে নিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এর আগেই
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এবার নির্দিষ্ট ফোন নম্বরে কল করেই চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে। অর্থাৎ স্মার্টফোন ছাড়াও টেলিফোন থেকে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যাবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিত
৯ ঘণ্টা আগেশিশুর সুন্দর ভবিষ্যতের জন্য আনন্দময় শৈশব অত্যন্ত জরুরি। তবে শৈশবে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে বিলিয়নয়ের হতে পারতেন না বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য অভিভ
১০ ঘণ্টা আগে