Ajker Patrika

দীর্ঘদিন স্মার্টফোনের ব্যবহার যেভাবে

শফিকুর রহমান
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে স্মার্টফোন নেই এমন মানুষের সংখ্যা কম। অনেকের হাতে একাধিক স্মার্টফোনও রয়েছে। শুধু স্মার্টফোন থাকলেই হয় না, সেটির যত্নআত্তিও জানা থাকা চাই। তাহলে বেশি দিন ব্যবহার করা যাবে আপনার পছন্দের স্মার্টফোন।

» স্মার্টফোনের সঙ্গে দেওয়া আসল চার্জার ও কেব্‌ল ব্যবহার করুন। আসলটি হারিয়ে গেলে
বাজারের সবচেয়ে ভালো চার্জার কিনে ব্যবহার করুন।

» চার্জ ২০ শতাংশের নিচে এলে চার্জ দিন। আবার ৯০ শতাংশ হয়ে গেলে ব্যবহার শুরু করতে
পারেন।

» তাপ পরিবাহী কভার ব্যবহার করুন। তাতে ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রের ক্ষতির আশঙ্কা থাকবে না।

» ধুলাবালু ও ময়লা যেন মোবাইল ফোনের ভেতরে ঢুকতে না পারে, সেটি খেয়াল রাখুন। ছোট ব্রাশ
দিয়ে মাঝেমধ্যে পরিষ্কার করবেন। কভার খুলে সপ্তাহে একবার পরিষ্কার করুন।

» অতিরিক্ত তাপমাত্রায় মোবাইল ফোন রাখবেন না।

» মোবাইল ফোন কম দামি হলে লাইট ভার্সন অ্যাপ ব্যবহার করবেন। অপ্রয়োজনীয় অ্যাপস
ফোনে ডাউনলোড করবেন না।

» রিসেট দিলে অনেক সময় মোবাইল ফোনের ছোটখাটো সমস্যার সমাধান হয়ে যায়। তবে রিসেট
দেওয়ার আগে খোঁজখবর নিতে হবে।

» মোবাইল ফোন ও ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করুন। মোবাইল ফোন ভালো রাখতে এটি প্রতিদিন
করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত