অনলাইন ডেস্ক
১০ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি ও বিশাল ডিসপ্লের ট্যাবলেট প্যাড ৬ এস প্রো. নিয়ে এল শাওমি।
গতকাল বৃহস্পতিবার শাওমি ১৪ আল্ট্রা মডেলের সঙ্গে ট্যাবের এই মডেলটি উন্মোচন করা হয়।
এতে অক্টাকোর স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পেছনে দুটি ক্যামেরা রয়েছে। ট্যাবটি স্মার্ট টাচ কিবোর্ড ও স্ট্যাইলাস সমর্থন করবে।
রং: ট্যাবটি কালো, আকাশি ও হালকা সবুজ রঙে পাওয়া যাবে।
শাওমি প্যাড ৬ এসের দাম
ট্যাবটি চারটি র্যাম ও ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ৫৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৪ হাজার ৪৯৯ চীনা ইউয়ান।
স্মার্ট কিবোর্ড ও শাওমি ফোকাস স্টাইলাস আলাদাভাবে কিনতে হবে। কিবোর্ডটির দাম ৬৪৯ চীনা ইউয়ান ও স্টাইলাসটির দাম ৪৯৯ চীনা ইউয়ান।
শাওমি প্যাড ৬ এস প্রোর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ওভি ৩২সি সেন্সর, ১০৮০ পি ভিডিও রেকর্ডের সমর্থন দেবে।
আয়তন: ২৭৮.৭০ এমএম x ১৯১.৫৮ এমএম x ৬.২৬ এমএম
ওজন: ৫৯০ গ্রাম
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (৩,০৪৮ x ২,০৩২ পিক্সেলস)
বাইটনেস লেভেল: ৯০০ নিটস
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
অপারেটিং সিস্টেম: হাইপারওএসভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
স্পিকার: কোয়াড স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট
রঙ: কালো, আকাশি ও হালকা সবুজ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
১০ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি ও বিশাল ডিসপ্লের ট্যাবলেট প্যাড ৬ এস প্রো. নিয়ে এল শাওমি।
গতকাল বৃহস্পতিবার শাওমি ১৪ আল্ট্রা মডেলের সঙ্গে ট্যাবের এই মডেলটি উন্মোচন করা হয়।
এতে অক্টাকোর স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পেছনে দুটি ক্যামেরা রয়েছে। ট্যাবটি স্মার্ট টাচ কিবোর্ড ও স্ট্যাইলাস সমর্থন করবে।
রং: ট্যাবটি কালো, আকাশি ও হালকা সবুজ রঙে পাওয়া যাবে।
শাওমি প্যাড ৬ এসের দাম
ট্যাবটি চারটি র্যাম ও ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ৫৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৪ হাজার ৪৯৯ চীনা ইউয়ান।
স্মার্ট কিবোর্ড ও শাওমি ফোকাস স্টাইলাস আলাদাভাবে কিনতে হবে। কিবোর্ডটির দাম ৬৪৯ চীনা ইউয়ান ও স্টাইলাসটির দাম ৪৯৯ চীনা ইউয়ান।
শাওমি প্যাড ৬ এস প্রোর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ওভি ৩২সি সেন্সর, ১০৮০ পি ভিডিও রেকর্ডের সমর্থন দেবে।
আয়তন: ২৭৮.৭০ এমএম x ১৯১.৫৮ এমএম x ৬.২৬ এমএম
ওজন: ৫৯০ গ্রাম
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (৩,০৪৮ x ২,০৩২ পিক্সেলস)
বাইটনেস লেভেল: ৯০০ নিটস
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
অপারেটিং সিস্টেম: হাইপারওএসভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
স্পিকার: কোয়াড স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট
রঙ: কালো, আকাশি ও হালকা সবুজ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১২ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে