Ajker Patrika

আকর্ষণীয় চার রঙে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ বাজারে

আকর্ষণীয় চার রঙে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ বাজারে

গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।

রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি। 

ফোনটিতে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে। ছবি:  গিজমোচায়নাগ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন 

পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল 
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম। 
ওজন: ১৮৭ গ্রাম     
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে 
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল 
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩ 
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ 
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স 
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি 
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২ 
ব্যাটারি:  ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত