২০২৪ সালে আইফোনের জন্য সেরা পাওয়ার ব্যাংক কোনগুলো

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১২: ০২
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২: ১৭

যেনতেন পাওয়ার ব্যাংক ব্যবহারে আইফোনের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট মডেল ও ব্যাটারির সক্ষমতা বিবেচনায় পাওয়ার ব্যাংক ব্যবহার করা উচিত। আইফোনে ১৫ মডেলে লাইটনিং ক্যাবলের পরিবর্তে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়েছে। ফলে আরও বেশ কিছু পাওয়ার ব্যাংক ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। 

আইফোন ১২ থেকে ১৫ পর্যন্ত ম্যাগসেফ চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেসব পাওয়ার ব্যাংকে কিউআই ২ সার্টিফিকেশন রয়েছে সেগুলো আইফোনের ম্যাগসেফের প্রযুক্তি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এগুলোতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ক্ষমতা রয়েছে। ম্যাগসেফের মাধ্যমে ৭.৫ ওয়াটের ওয়্যারলেস চার্জ দেওয়া যায়। 

অ্যাংকার ম্যাগগোর দুটি পাওয়ার ব্যাংককে আইফোনের জন্য সবচেয়ে ভালো হিসেবে তুলে ধরেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। সিনেটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আইফোনের জন্য সেরা পাওয়ার ব্যাংকগুলোর তালিকা তুলে ধরা হল—

অ্যাংকার ৬২২ ম্যাকগো ম্যাগনেটিক ব্যাটারি
অ্যাংকার ৬২২ ম্যাকগো ম্যাগনেটিক ব্যাটারি একটি ওয়ালেস ব্যাটারি। এতে সংযুক্ত ম্যাগনেটিক ফ্লিপকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে। ৫০০০ এমএইচ সক্ষমতার এই ব্যাটারি দিয়ে ফাস্ট ওয়্যারলেস চার্জ হবে না। কিন্তু  এটি খুব চিকন ও সহজে বহনযোগ্য।

এর ইউএসবি সি পোর্টের মাধ্যমে আইফোন চার্জ করা যায়। এটি দিয়ে ৭ দশমিক ৫ ওয়াট গতিতে চার্জ হবে। তবে লাইটনিং পোর্টের বদলে ইউএসবি সি ব্যবহার করলে ১২ ওয়াট গতির চার্জ মিলবে।

অ্যাংকর ম্যাগগো ৬.৬কে
অ্যাংকর ম্যাগগো ৬.৬কে পাওয়ার ব্যাংকে ৬ হাজার ৬০০ এমএইচ ব্যাটারি রয়েছে। এটির কিউআই সার্টিফিকেশন রয়েছে অর্থাৎ এতে ১৫ ওয়াট ফার্স্ট চার্জিং ক্ষমতা রয়েছে ও ম্যাগসেফ চার্জিংয়ের সঙ্গে এই পাওয়ার ব্যাংক সামঞ্জস্যপূর্ণ। এই পাওয়ার ব্যাংক আইফোন ১৩, ১৪ ও ১৫ মডেলগুলোকে স্ট্যান্ডার্ড ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জারের চেয়ে দ্বিগুণ গতিতে চার্জ দেয়। 

পাওয়ার ব্যাংকটি ৫টি রঙে পাওয়া যাবে। এতে ইউএসবি সি ক্যাবল রয়েছে। পাওয়ার ব্যাংকটি বাইরে নিয়ে যাওয়া যাবে বা বাসায় থাকার সময় ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে। 

বেসুস ম্যাগনেটিক মিনি ওয়্যারলেস পোর্টেবল চার্জার 
এটি ওয়্যারলেস ও ওয়্যারড- দুইভাবেই চার্জ দেওয়া যাবে। আইফোনের পেছনের ম্যাগসেফের সঙ্গে লেগে থেকে এটি চার্জ দিতে পারে। এতে ৬০০০ এমএইচ ব্যাটারি রয়েছে ও আইফোনে ৭ দশমিক ৫ ওয়াটে চার্জ দিতে পারবে। আর আরও দ্রুত চার্জ দিতে লাইটনিং কেবলের পরিবর্তে ইউএসবি সি ব্যবহার করতে হবে। এর ফলে ২০ ওয়াট গতিতে আইফোন চার্জ দেওয়া যাবে। এতে ‘পাস–থ্রু’ অপশন আছে। অর্থাৎ একই সঙ্গে চার্জারের ব্যাটারি ও ফোন চার্জ দেওয়া যাবে। 

ব্যাটারির ক্ষমতা ৬০০০ এমএইচ হলেও এর সাইজ ছোট, অনেকটা ৫০০০ এমএইচ ব্যাটারির সমান। এটা দিয়ে সব আইফোনে দ্রুত চার্জ হলেও প্রো ম্যাক্স চার্জ হতে একটু বেশি সময় লাগবে। 

অ্যাংকার ন্যানো পাওয়ার ব্যাংক (ইউএসবি সি) 
আইফোন ১৫ এর জন্য এই পাওয়ার ব্যাংক একটি ভালো বিকল্প। এতে ফোল্ডেবল ইউএসবি সি কানেক্টর আছে। যে কোনো ইউএসবি সিযুক্ত চার্জিং অ্যান্ড্রয়েড ফোনও এর মাধ্যমে চার্জ দেওয়া যাবে। পাওয়ার ব্যাংকটি বেশ কয়েকটি রঙে পাওয়া যাবে। 

১০০ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকে ৫০০০ হাজার এমএইচ ব্যাটারি আছে। এতে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে। পাওয়ার ব্যাংকে একই সময়ে দুটি ডিভাইস চার্জ দেওয়া যাবে। তবে তখন গতি ভাগ হয়ে প্রতিটি ডিভাইসে ১১ দশমিক ২৫ ওয়াট চার্জ হবে। 

মাই চার্জ হাব ৬৭০০ 
মাইচার্জ হাব পোর্টেবল চার্জার দুটি আলাদা সাইজে পাওয়া যায়। দেওয়ালে থাকা বিদ্যুৎ সকেটের সাহায্যে ব্যাটারি চার্জ দেওয়া জন্য এতে ওয়াল প্লাগ আছে। ইউএসবি সি ও লাইটনিং ক্যাবল উভয়ের মাধ্যমে এই পাওয়ার ব্যাংক আইফোনকে চার্জ দিতে পারবে। এতে একটু মোটা ৬,৭০০ এমএইচ ব্যাটারি আছে। এটি স্মার্টফোনকে পুরো চার্জ দিতে পারবে। 

১০,০৫০ এমএইচ ব্যাটারির আরেকটি সংস্করণ আছে এই পাওয়ার ব্যাংকের, যার দাম ২০ ডলার বেশি। 

অ্যাংকার ন্যানো পাওয়া ব্যাংক ১০কে 
অ্যাংকার ন্যানো পাওয়া ব্যাংক ১০কে এর ১০ হাজার এমএইচ ব্যাটারি আছে। এতে ইউএসবি সি ক্যাবলও রয়েছে। তবে পাওয়ার ব্যাংকটি বেশ ভারি ও আকারে বড়। এর মাধ্যমে ইউএসবি সি ও ইউএসবি এ পোর্টও ব্যবহার করা যাবে। এই ব্যাটারি প্রায় ৩০ ওয়াট পর্যন্ত চার্জ দেবে। পাওয়ার ব্যাংকে আছে এলসিডি স্ক্রিন। পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ অবশিষ্ট আছে তা এই স্ক্রিনে দেখা যাবে। 

ইনফিনিটি ল্যাব ইনস্টান্টগো ১০০০০ 
ইনস্টান্টগো ৫০০০ ও ইনস্টান্টগো ১০০০০ পাওয়ার ব্যাংকে লাইটনিং পোর্ট আছে। এর মধ্যে ১০০০০ এমএইচ ব্যাটারির দাম ও ওজন বেশি। তবে পাওয়ার ব্যাংকটিতে একবার চার্জ দিলে আইফোনে দুবার পুরো চার্জ দেওয়া যাবে। 

অ্যাংকর ম্যাগগো পাওয়ার ব্যাংক ১০কে 
১০,০০০ এমএইচ ব্যাটারির এই পাওয়ার ব্যাংকে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ম্যাগসেফ চার্জিং সুবিধা আছে। ম্যাগসেফ সমর্থিত আইফোন ১৩, ১৪ ও ১৫ মডেলে ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জারের চেয়ে দ্বিগুণ গতিতে চার্জ দেওয়া যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ১৫ ওয়াটের ওয়ারলেস চার্জ দেওয়া যাবে। 

এটি পাঁচটি রঙে পাওয়া যায়। এর আকৃতি ম্যাগগো পাওয়ার ব্যাংক ৬ .৬ কে এর চেয়ে বড়। ব্যাটারি লাইফ দেখার জন্য এলসিডি ডিসপ্লে আছে। এর ইউএসবি সি ক্যাবল আছে। এটিকে ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যায় এবং ঘরের বাইরেও নিয়ে বের হওয়া যায়।

বেসুস ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক 
বেসুস ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংকে ১০,০০ হাজার এমএইচের ব্যাটারি আছে। ফলে এটি দুইবার আইফোনকে সম্পূর্ণ চার্জ দিতে পারবে। তবে এর আকার বেশি বড় নয়। 

এতে শক্তিশালী ম্যাগনেট এবং ফোল্ডেবল স্ট্যান্ড আছে। ব্যাটারি লাইফ দেখার জন্য আছে এলইডি লাইট। পাওয়ার ব্যাংকটি তিন রঙে পাওয়া যাবে। তবে এর মধ্যে কালো রঙের দাম কিছুটা কম। 

অ্যাংকর ৭৩৩ পাওয়ার ব্যাংক
অ্যাংকর ৭৩৩ পাওয়ার ব্যাংকে গ্যালিয়াম নাইট্রেড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে পাওয়ার ব্যাংকটি শক্তিশালী হলেও আকারে ছোট। এটি বিদ্যুৎসাশ্রয়ী হবে বলে কোম্পানিটি দাবি করছে। অ্যাংকর ৭৩৩ পাওয়ার ব্যাংকে ৬৫ ওয়াটের চার্জারসহ ১০০০০ এমএইচ ব্যাটারি আছে। এটি কোম্পানিটির জিএএনপ্রাইম সিরিজের অন্তর্ভুক্ত। এতে দুটি ফাস্ট চার্জিং সি পোর্ট ও একটি ইউএসবি এ পোর্ট আছে। এটি দিয়ে একই সঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা যাবে। তবে ৬৫ ওয়াট ল্যাপটপ চার্জ দিতে হবে একলা। 

মাইচার্জ সুপারহিলো ম্যাগলক 
মাইচার্জ কোম্পানির ম্যাগনেটিক পাওয়ার ব্যাংকের সিরিজের একটি সংস্করণ সুপারহিরো ম্যাগলক। এর ডিজাইন খুবই আর্কষণীয়। এর ম্যাগনেট বা চুম্বক খুব শক্তিশালী। ফলে এটি ফোনের পেছনে খুবই ভালোভাবে লেগে থাকে। এতে কয়েল সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে চার্জিংয়ের সময় ফোন বেশি গরম হয় না। 

পাওয়ার ব্যাংকটিতে ৩০০০ এমএইচের ব্যাটারি আছে। এটি হালকা ও চিকন। তবে এর মাধ্যমে আইফোনে একবারে সম্পূর্ণ চার্জ হবে না। তাই পাওয়ার ব্যাংকটির ৬০০০ বা ৯০০০ এমএইচ ব্যাটারির সংস্করণটি কেনা ভালো। তবে এগুলো একটু বেশি ভারী ও বড়। 

প্রতিটি ম্যাগলক পাওয়ার ব্যাংকে কিউআই সমর্থিত আইফোনকে ৫ ওয়াটে চার্জ দেয়। ক্যাবলের মাধ্যমে এটি আইফোনকে আরও দ্রুত চার্জ দিতে পারবে। এই পাওয়ার ব্যাংকে ইউএসবি সি লাইটনিং ক্যাবল আছে। অ্যান্ড্রয়েড ফোনের কেসে একটি মেটাল রিং থাকলে পাওয়ার ব্যাংকটির মাধ্যমে ওয়্যারলেস চার্জ দেওয়া যাবে। 

এতে কয়েকটি রং আছে। এর ৬০০০ এমএইচ সংস্করণের জন্য ৪০ ডলার ব্যয় করতে হবে। 

মোফিয়া পাওয়ারস্ট্যাশন ১০কে স্ট্যান্ড 
মোফিয়া পাওয়ারস্ট্যাশন ১০কে স্ট্যান্ড পাওয়ার ব্যাংকের ম্যাগসেফ অপশনও রয়েছে। এর দাম অন্য পাওয়ার ব্যাংকের তুলনায় বেশি। এর নিচের ট্রাইপডও রয়েছে। 

এটি ১৫ ওয়াটে খুব দ্রুত চার্জ হয়। এয়ারপডস ৩ ও এয়ারপড প্রো মডেলেও ম্যাগসেফ প্রযুক্তির মাধ্যমে চার্জ দেওয়া যাবে। লাইটনিং ক্যাবলের পরিবর্তে ইউএসবি সি পোর্ট ব্যবহারে এটি ২০ ওয়াট গতিতে ফোন চার্জ করতে পারবে। এছাড়া একইসঙ্গে দুটি ডিভাইস চার্জ দেওয়া যাবে। 

মফি পাওয়া স্টেশন মিনি 
মফি পাওয়ার স্টেশন মিনিতে ৫০০০ এমএইচের ব্যাটারি রয়েছে ও ২০ ওয়াটের ইউএসবি সি ফাস্ট পিডি চার্জিং সুবিধা দেবে। এই পাওয়ার ব্যাংক আইফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিতে পারবে। 

এছাড়া ১০০০০ এমএইচ সংস্করণে ডুয়াল সি পোর্ট রয়েছে। দুটি সংস্করণই কালো ও নীল রঙে পাওয়া যাবে। 

অ্যাংকর ৫২৩ পাওয়ারকোর স্লিম ১০কে পিডি 
এই পাওয়ার ব্যাংকটি খুবই হালকা পাতলা। এতে ১০০০০ এমএইচ ব্যাটারি আছে ও ইউএসবি সি পোর্টের মাধ্যমে ২০ ওয়াটে ফাস্ট চার্জিং দেওয়া যায়। এতে ১২ ওয়াটের ইউএসবি এ পোর্ট রয়েছে। অ্যাংকর ৫২৩ পাওয়ারকোর স্লিম ১০কে এর দাম তুলনামূলক কম। 

নিম্বল চ্যাম্প 
এই পাওয়ার ব্যাংক তৈরিতে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এতে ১০০০ হাজার এমএইচ ব্যাটারি আছে, যার মাধ্যমে ২০ ওয়াট পিডি (পাওয়ার ডেলিভারি) ফাস্ট চার্জ দেওয়া যাবে। এতে দুটি ইউএসবি সি পোর্ট রয়েছে। দুটি ডিভাইস একইসঙ্গে চার্জ দিলে প্রতিটি ডিভাইস ১০ ওয়াটে চার্জ হবে। এই পাওয়ার ব্যাংকও অনেক হালকা পাতলা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত