অনলাইন ডেস্ক
সাশ্রয়ী দাম ও নকশার কারণে অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহারকরীদের কাছে স্যামসাংয়ের ট্যাবগুলো ব্যাপক জনপ্রিয়। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-ও গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ফ্যান এডিশনের (এফই) অংশ হিসেবে বাজারে নিয়ে এসেছে স্যামসাং।
একই সঙ্গে স্যামসাংয়ের এয়ারফোন গ্যালাক্সি বাডস এফই ছাড়া হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই—দুটি ট্যাবেই সেলুলার নেটওয়ার্কের ৫জি ব্যবহারের সুবিধা ও এস পেন রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ও গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ও রং
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজের দাম ৪৯৯ ডলার থেকে শুরু হবে। ট্যাবলেটগুলো গ্রে (ধূসর), ল্যাভেন্ডার (হালকা বেগুনি), মিন্ট (সবুজ) ও সিলভার (রুপালি) রঙে পাওয়া যাবে। গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ৯৯ ডলার এবং এটি সাদা ও গ্রাফাইট রঙে পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফইয়ের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১০ দশমিক ৯ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৮০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি বাডস এফই-এর স্পেসিপিকেশন
গ্যালাক্সি বাডস এফই একটি ওয়ারলেস স্টেরিও (টিডব্লিউএস) এয়ারবাডস। এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। এয়ারবাডসটির ডিজাইন স্যামসাংয়ের আগের ডিজাইনের মত। তবে এবারের বাডসে এএনসির সমর্থন রয়েছে।
বাডসটিতে টাচ কন্ট্রোল রয়েছে, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করা যাবে। এতে আইপিএক্স ২ স্প্ল্যাস রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ হালকা পানির ঝাপটায় হেডফোনটির ক্ষতি হবে না।
সাশ্রয়ী দাম ও নকশার কারণে অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহারকরীদের কাছে স্যামসাংয়ের ট্যাবগুলো ব্যাপক জনপ্রিয়। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-ও গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ফ্যান এডিশনের (এফই) অংশ হিসেবে বাজারে নিয়ে এসেছে স্যামসাং।
একই সঙ্গে স্যামসাংয়ের এয়ারফোন গ্যালাক্সি বাডস এফই ছাড়া হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই—দুটি ট্যাবেই সেলুলার নেটওয়ার্কের ৫জি ব্যবহারের সুবিধা ও এস পেন রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ও গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ও রং
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজের দাম ৪৯৯ ডলার থেকে শুরু হবে। ট্যাবলেটগুলো গ্রে (ধূসর), ল্যাভেন্ডার (হালকা বেগুনি), মিন্ট (সবুজ) ও সিলভার (রুপালি) রঙে পাওয়া যাবে। গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ৯৯ ডলার এবং এটি সাদা ও গ্রাফাইট রঙে পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফইয়ের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১০ দশমিক ৯ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৮০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি বাডস এফই-এর স্পেসিপিকেশন
গ্যালাক্সি বাডস এফই একটি ওয়ারলেস স্টেরিও (টিডব্লিউএস) এয়ারবাডস। এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। এয়ারবাডসটির ডিজাইন স্যামসাংয়ের আগের ডিজাইনের মত। তবে এবারের বাডসে এএনসির সমর্থন রয়েছে।
বাডসটিতে টাচ কন্ট্রোল রয়েছে, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করা যাবে। এতে আইপিএক্স ২ স্প্ল্যাস রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ হালকা পানির ঝাপটায় হেডফোনটির ক্ষতি হবে না।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১২ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে