Ajker Patrika

কাজের সময় ‘বিরক্ত’ করবে না ইনস্টাগ্রাম

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৭
কাজের সময় ‘বিরক্ত’ করবে না ইনস্টাগ্রাম

কাজে মনোযোগী হতে ইনস্টাগ্রাম থেকে বিরতি নিলেও ইন্টারনেট চালু থাকায় ব্যবহারকারীরা ঠিকই অ্যাপের নোটিফিকেশন পেতে থাকেন। কিন্তু এ ধরনের নোটিফিকেশন ঘন ঘন এলে অনেক ব্যবহারকারীই বিরক্ত বোধ করেন। কাজে মনোযোগ দিতে পারেন না। এ সমস্যা সমাধানে ‘কোয়াইট মোড’ নামের নতুন এক ফিচার এনেছে ইনস্টাগ্রাম। কোয়াইট মোড ফিচারে সময় নির্ধারণ করে দিলে সেই সময়ের মধ্যে ব্যবহারকারীকে কোনো প্রকারের নোটিফিকেশন পাঠাবে না ইনস্টাগ্রাম। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপের নোটিফিকেশন লুকিয়ে রাখার পাশাপাশি এ সময় ব্যবহারকারীকে কেউ ম্যাসেজ করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বার্তাও পাঠাবে ইনস্টাগ্রাম। ফলে ব্যবহারকারী এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন, তা অন্যরা জানতে পারবেন। সেটিংস থেকে ‘শিডিউল টাইম’ অপশনে প্রবেশ করে সহজেই কোয়াইট মোড ফিচার ব্যবহার করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। 

এই ফিচার চালু করলে ব্যবহারকারীদের প্রোফাইলে কোয়াইট মোড বার্তা দেখা যাবে। নির্ধারিত সময় শেষ হলে আবার নতুন নোটিফিকেশন দেখানোর পাশাপাশি কোয়াইট মোড চালু থাকা অবস্থায় আসা সব নোটিফিকেশন বা মেসেজও দেখতে পাবেন ব্যবহারকারীরা।  

গত নভেম্বরে, ইনস্টাগ্রামের ওয়েব ভার্সনের ইন্টারফেস এবং ডিজাইনে আনা হয় পরিবর্তন। ফলে ওয়েবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাচ্ছেন বিশেষ কিছু সুবিধা, যা এর আগে শুধু মোবাইল অ্যাপ্লিকেশনেই পাওয়া যেত। নতুন ইন্টারফেসে আছে একটি নেভিগেশন সাইডবার, যাতে যুক্ত রয়েছে সার্চ, এক্সপ্লোর এবং ম্যাসেজের সুবিধাসংবলিত বাটন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত