ভিডিও ও মেসেজের জন্য বেশ কয়েকটি ফিচার নিয়ে এল টেলিগ্রাম

অনলাইন ডেস্ক
Thumbnail image
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। ছবি: অ্যান্ড্রয়েড পুলিস

নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।

টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।

টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।

এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।

টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।

এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।

টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।

গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত