অনলাইন ডেস্ক
কোনো লাইব্রেরি, অফিসে বা ক্লাসরুমে ফেসবুকে স্ক্রলিং করার সময় ভিডিও পোস্ট হঠাৎ করেই জোরে বাজতে শুরু করে। এই ধরনের ঘটনা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কীভাবে অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হবে তা জানা প্রয়োজন।
এ ছাড়া ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু থাকলে অকারণে ফোনের অনেক ডেটা নষ্ট হয়। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এটি কোনো সমস্যা মনে না হলেও অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনেক মোবাইল ডেটা খরচ হয়। সেই সঙ্গে ভিডিও প্লে করলে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়।
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস থেকে বন্ধ করা যায়।
কম্পিউটার থেকে অটোপ্লে ফিচার বন্ধ করবেন যেভাবে
কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করা যায়। তবে ব্রাউজার থেকে ফেসবুকের অটোপ্লে বন্ধ করা হলে এটি ফেসবুক মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না।
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ক্লিক করুন।
৪. এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
৬. ডান পাশে থাকা ‘অটো প্লে ভিডিওস’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘অফ’ অপশন নির্বাচন করুন।
এভাবে ফেসবুকে ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে
১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশন নির্বাচন করুন।
৫. অটোপ্লে এর অধীনে ‘নেভার অটোপ্লে ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
কোনো লাইব্রেরি, অফিসে বা ক্লাসরুমে ফেসবুকে স্ক্রলিং করার সময় ভিডিও পোস্ট হঠাৎ করেই জোরে বাজতে শুরু করে। এই ধরনের ঘটনা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই কীভাবে অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হবে তা জানা প্রয়োজন।
এ ছাড়া ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু থাকলে অকারণে ফোনের অনেক ডেটা নষ্ট হয়। ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এটি কোনো সমস্যা মনে না হলেও অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনেক মোবাইল ডেটা খরচ হয়। সেই সঙ্গে ভিডিও প্লে করলে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়।
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। এটি কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস থেকে বন্ধ করা যায়।
কম্পিউটার থেকে অটোপ্লে ফিচার বন্ধ করবেন যেভাবে
কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করা যায়। তবে ব্রাউজার থেকে ফেসবুকের অটোপ্লে বন্ধ করা হলে এটি ফেসবুক মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না।
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ক্লিক করুন।
৪. এরপর ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
৬. ডান পাশে থাকা ‘অটো প্লে ভিডিওস’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘অফ’ অপশন নির্বাচন করুন।
এভাবে ফেসবুকে ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে
১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশন নির্বাচন করুন।
৫. অটোপ্লে এর অধীনে ‘নেভার অটোপ্লে ভিডিওস’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
নতুন বছরের শুরুতে একাধিক সংকল্প বা রেজল্যুশন নির্ধারণ করেন অনেকেই। বছরের প্রথম দিন থেকেই নতুন অভ্যাস গঠন ও পুরোনো বদভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করা হয়। তবে এসব সংকল্প বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়াই যায়। সংকল্পগুলো ডায়েরি থেকে বাস্তবে রূপ নিতে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা...
১৬ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজ
২০ ঘণ্টা আগেবিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক হওয়ার জন্য ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। তবে এই প্রতিযোগিতায় নিজের অবস্থার আরও শক্তিশালি করেছে কোম্পানিটি। কারণ গত বছরের শেষদিকে বিওয়াইডি–এর ইভি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে।
১ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রযুক্তিগত নির্ভরশীলতা কমাতে চেষ্টা করছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় গেমিং কনসোল তৈরির উদ্যোগ নিয়েছে দেশটি। গত ২৫ শে ডিসেম্বর ঘরোয়া ভিডিও গেইম কনসোল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন রাশিয়ার ‘স্টেট ডুমা কমিটি অন ইনফরমেশন পলিসি’র ডেপুটি চেয়ারম্যান অ্যান্টন গোরেলকিন। শিল্প ও বাণ
১ দিন আগে