অনলাইন ডেস্ক
স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
অবশেষে আইফোন, আইপ্যাড ও ম্যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করল অ্যাপল। সর্বশেষ সফটওয়্যার আপডেটের (আইওএস ১৮.১. আইপ্যাড ওএস ১৮.১ ও ম্যাকওএস সিকোইয়া ১৫.১) মাধ্যমে অ্যাপল ইনটেলিজেন্স ফিচারগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
১৬ ঘণ্টা আগেগুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারনের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়
১৮ ঘণ্টা আগেনতুন প্রজন্মের এম ৪ চিপ সমৃদ্ধ ২৪ ইঞ্চির আইম্যাক উন্মোচন করেছে অ্যাপল। রেটিনা ডিসপ্লের এই আইম্যাক ছাড়াও নতুন টাচ আইডি সহ ম্যাজিক কিবোর্ড ও ইউএসবি সি পোর্ট সহ ম্যাজিক ট্র্যাকপ্যাড উন্মোচন করেছে।
২১ ঘণ্টা আগেচলচ্চিত্রের জন্য চিত্তাকর্ষক দৃশ্য ধারণ কিংবা ইউটিউব কনটেন্টের ভিডিও ধারণের জন্যই নয়; যুদ্ধক্ষেত্রে শত্রুশিবিরে নরক গুলজার করতে এখন ব্যবহৃত হচ্ছে ড্রোন। শুধু তা-ই নয়, যুদ্ধক্ষেত্রে আরও নিখুঁতভাবে শত্রু বাহিনীকে কাবু করতে এগুলোর প্রভাব ও ক্ষমতা বাড়াতে দিন দিন ব্যয় হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। যেসব দেশে
১ দিন আগে