অনলাইন ডেস্ক
স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
নতুন বছরের শুরুতে একাধিক সংকল্প বা রেজল্যুশন নির্ধারণ করেন অনেকেই। বছরের প্রথম দিন থেকেই নতুন অভ্যাস গঠন ও পুরোনো বদভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করা হয়। তবে এসব সংকল্প বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়াই যায়। সংকল্পগুলো ডায়েরি থেকে বাস্তবে রূপ নিতে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা...
১৬ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজ
২০ ঘণ্টা আগেবিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক হওয়ার জন্য ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। তবে এই প্রতিযোগিতায় নিজের অবস্থার আরও শক্তিশালি করেছে কোম্পানিটি। কারণ গত বছরের শেষদিকে বিওয়াইডি–এর ইভি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে।
১ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রযুক্তিগত নির্ভরশীলতা কমাতে চেষ্টা করছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় গেমিং কনসোল তৈরির উদ্যোগ নিয়েছে দেশটি। গত ২৫ শে ডিসেম্বর ঘরোয়া ভিডিও গেইম কনসোল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন রাশিয়ার ‘স্টেট ডুমা কমিটি অন ইনফরমেশন পলিসি’র ডেপুটি চেয়ারম্যান অ্যান্টন গোরেলকিন। শিল্প ও বাণ
১ দিন আগে