প্রযুক্তি ডেস্ক
অনেক দিন ধরেই ফেসবুক ও ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জন নিশ্চিত করলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি ঘোষণা দিয়েছেন, অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাবে। মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে পেতে পারবেন ব্লু ব্যাজ।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।
এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবা জুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
মেটা জানিয়েছে, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। চলতি সপ্তাহে এই সেবা শুধু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করা হচ্ছে। তবে শিগগিরই অন্যান্য দেশেও ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন পরিষেবা চালু করা হবে।
এর আগে, চলতি মাসে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন সেবার গুঞ্জন ছড়ায়। ফাঁস হওয়া একটি কোড দেখে এমনটাই ধারণা করেছিলেন ব্যবহারকারীরা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজি একটি কোডের সন্ধান পেয়েছিলেন। যা দেখে ধারণা করা হচ্ছিল, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চালু হতে পারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা। কোডটিতে ‘IG_NME_PAID_BLUE_BADGE_IDV’ ও ‘FB_NME_PAID_BLUE BADGE_IDV’ লেখা ছিল। যা দেখে মনে করা হয়েছিল ইনস্টাগ্রাম ও ফেসবুকে চালু করা হচ্ছে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা। অবশেষে ব্যবহারকারীদের ধারণাই সত্যি হলো।
অনেক দিন ধরেই ফেসবুক ও ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জন নিশ্চিত করলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি ঘোষণা দিয়েছেন, অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাবে। মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে পেতে পারবেন ব্লু ব্যাজ।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।
এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবা জুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
মেটা জানিয়েছে, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। চলতি সপ্তাহে এই সেবা শুধু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করা হচ্ছে। তবে শিগগিরই অন্যান্য দেশেও ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন পরিষেবা চালু করা হবে।
এর আগে, চলতি মাসে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন সেবার গুঞ্জন ছড়ায়। ফাঁস হওয়া একটি কোড দেখে এমনটাই ধারণা করেছিলেন ব্যবহারকারীরা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজি একটি কোডের সন্ধান পেয়েছিলেন। যা দেখে ধারণা করা হচ্ছিল, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চালু হতে পারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা। কোডটিতে ‘IG_NME_PAID_BLUE_BADGE_IDV’ ও ‘FB_NME_PAID_BLUE BADGE_IDV’ লেখা ছিল। যা দেখে মনে করা হয়েছিল ইনস্টাগ্রাম ও ফেসবুকে চালু করা হচ্ছে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা। অবশেষে ব্যবহারকারীদের ধারণাই সত্যি হলো।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৭ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৯ ঘণ্টা আগে