Ajker Patrika

কানাডীয়দের সংবাদের লিংক দেখানো বন্ধের হুমকি মেটা

প্রযুক্তি ডেস্ক
কানাডীয়দের সংবাদের লিংক দেখানো বন্ধের হুমকি মেটা

গত বছরের এপ্রিলে কানাডায় ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ আইন উত্থাপন করা হয়। এ আইনে মেটা ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সংবাদ প্রকাশকদের সঙ্গে আর্থিক চুক্তির আওতায় আসার কথা বলা হয়। এই চুক্তি হলে প্ল্যাটফর্মে সংবাদের লিংক দেখানোর বিনিময়ে সংবাদ প্রকাশকদের অর্থ দিতে হবে প্ল্যাটফর্মগুলোকে। তবে মেটা জানিয়েছে, এই আইন পাস হলে কানাডীয়রা মেটার প্ল্যাটফর্মগুলোতে আর কোনো সংবাদের লিংক দেখতে পারবেন না। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘প্ল্যাটফর্মে সংবাদের লিংকের জন্য আইনের মাধ্যমে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে আমাদের। লিংকগুলো আমরা কখনো পোস্ট করি না। এই লিংক বা কনটেন্ট দেখার জন্য মানুষ আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে না। তাই এই আইন টেকসই বা কার্যকরী নয়।’ 

কানাডার তথ্য মন্ত্রণালয়য়ের ভাষ্যমতে, মেটা ও গুগল তাদের বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের পথ অনেকাংশে বন্ধ করে দিয়েছে। এর আর্থিক ক্ষতিপূরণ চায় তারা। সম্প্রতি গুগলও একই আইনের জেরে ১৬ মার্চ থেকে কানাডায় পরীক্ষামূলকভাবে সার্চ রেজাল্টে সংবাদ দেখানো বন্ধ করার কথা জানিয়েছে।

গত রবিবার (১২ মার্চ) এক বিবৃতিতে কানাডীয় হেরিটেজ মন্ত্রী পাবলো রদ্রিগেজ বলেন, ‘আমরা ফেসবুককে সংবাদের লিংকগুলো থেকে লাভের একটা অংশ ভাগ করে নিতে বলেছি। ফেসবুক কানাডীয় সরকারের সঙ্গে সহজভাবে কাজ করার পরিবর্তে হুমকির আশ্রয় নিচ্ছে। এটি হতাশাজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত