অনলাইন ডেস্ক
সুইডেনের অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই গত মার্চ মাসে ৫১ কোটি ৫০ লাখ সক্রিয় শ্রোতা পেয়েছে বলে জানিয়েছে। এ সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় আগের চেয়ে আরও বেড়েছে। যা হতাশাজনক।
এদিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ২১ কোটি হয়েছে। আজ মঙ্গলবার স্পটিফাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য ও গবেষণা সংস্থা ফ্যাক্টসেটের হিসেব অনুযায়ী, মার্চ মাস শেষে স্পটিফাই ৫০ কোটি ১০ লাখ শ্রোতা ও ২০ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার প্রত্যাশা করেছিল।
স্পটিফাই একটি বিবৃতিতে বলেছে, ২০১৮ সালে অ্যাপটিতে প্রবেশ পাবলিক হওয়ার পর থেকে তিন মাসে এটিই সবচেয়ে সেরা অবস্থান। এর প্রায় সমস্ত কর্মক্ষমতা সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একই সময় কোম্পানিটি পরিচালনা ব্যায়ে ১৫ কোটি ৬০ লাখ ইউরো লোকসানের বিষয়টিও প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রধান ড্যানিয়েল ইকে যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে বলেছেন, ‘শ্রোতাদের জন্য তিন মাসের প্যাকেজে আরও আকর্ষণীয় সেবা নিয়ে আসার সুযোগ রয়েছে। ফলে এটি আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
এদিকে চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য টেক জায়ান্টের মতো স্পটিফাইও ৬০০ জনকে চাকরিচ্যুত করেছিল। তবে তাঁদের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিটির প্রথম তিন মাসের খরচ আবার বেড়েছে।
গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পটিফাইয়ের আয় বেড়েছে। বছরের প্রথম ৩ মাস শেষে আয় বেড়েছে ৩০০ কোটি ইউরো। তবে প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো।
স্পটিফাই প্রতিষ্ঠার পর এই প্রথম ত্রিমাসিক আয়–ব্যয়ের হিসাব প্রকাশ করল। এর আগে প্রত্যেক বছরের শেষে লোকসানের অঙ্কটাই তুলে ধরত। যদিও শুরু থেকেই তাঁদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ছিল আমাজন ও অ্যাপল মিউজিকের মতো।
২০২২ সালে কোম্পানিটি ৪৩ কোটি ইউরো লোকসানের হিসেব প্রকাশ করে। ২০২১ সালে যা ছিল ৩ কোটি ৪০ লাখ ইউরো। তবে গত কয়েক বছরে স্পটিফাই ১০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে।
সুইডেনের অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই গত মার্চ মাসে ৫১ কোটি ৫০ লাখ সক্রিয় শ্রোতা পেয়েছে বলে জানিয়েছে। এ সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় আগের চেয়ে আরও বেড়েছে। যা হতাশাজনক।
এদিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ২১ কোটি হয়েছে। আজ মঙ্গলবার স্পটিফাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য ও গবেষণা সংস্থা ফ্যাক্টসেটের হিসেব অনুযায়ী, মার্চ মাস শেষে স্পটিফাই ৫০ কোটি ১০ লাখ শ্রোতা ও ২০ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার প্রত্যাশা করেছিল।
স্পটিফাই একটি বিবৃতিতে বলেছে, ২০১৮ সালে অ্যাপটিতে প্রবেশ পাবলিক হওয়ার পর থেকে তিন মাসে এটিই সবচেয়ে সেরা অবস্থান। এর প্রায় সমস্ত কর্মক্ষমতা সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একই সময় কোম্পানিটি পরিচালনা ব্যায়ে ১৫ কোটি ৬০ লাখ ইউরো লোকসানের বিষয়টিও প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রধান ড্যানিয়েল ইকে যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে বলেছেন, ‘শ্রোতাদের জন্য তিন মাসের প্যাকেজে আরও আকর্ষণীয় সেবা নিয়ে আসার সুযোগ রয়েছে। ফলে এটি আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’
এদিকে চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য টেক জায়ান্টের মতো স্পটিফাইও ৬০০ জনকে চাকরিচ্যুত করেছিল। তবে তাঁদের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিটির প্রথম তিন মাসের খরচ আবার বেড়েছে।
গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পটিফাইয়ের আয় বেড়েছে। বছরের প্রথম ৩ মাস শেষে আয় বেড়েছে ৩০০ কোটি ইউরো। তবে প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো।
স্পটিফাই প্রতিষ্ঠার পর এই প্রথম ত্রিমাসিক আয়–ব্যয়ের হিসাব প্রকাশ করল। এর আগে প্রত্যেক বছরের শেষে লোকসানের অঙ্কটাই তুলে ধরত। যদিও শুরু থেকেই তাঁদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ছিল আমাজন ও অ্যাপল মিউজিকের মতো।
২০২২ সালে কোম্পানিটি ৪৩ কোটি ইউরো লোকসানের হিসেব প্রকাশ করে। ২০২১ সালে যা ছিল ৩ কোটি ৪০ লাখ ইউরো। তবে গত কয়েক বছরে স্পটিফাই ১০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১০ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৮ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৯ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে