প্রযুক্তি ডেস্ক
স্থগিত হওয়া টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত অ্যাকাউন্ট আবার চালুর আবেদন করতে পারবেন ব্যবহারকারী। ব্যবহারকারীদের আবেদন পাওয়ার পর স্থগিত অ্যাকাউন্টের কার্যক্রম পর্যালোচনা করবে টুইটার কর্তৃপক্ষ।
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, যেসব অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা একবার বা কম ভঙ্গ করেছে সেগুলো পুনরায় চালু করা হবে। গত ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণের পর নতুন নীতিমালা তৈরি করেন ইলন মাস্ক। এতে বলা হয়েছে, টুইটারের নীতিমালা গুরুতর বা একাধিকবার ভঙ্গ করলে অ্যাকাউন্ট স্থগিত করা হবে। তবে, নীতিমালা একবার ভঙ্গ করা অ্যাকাউন্টগুলোকে সতর্ক করা হবে। এ ছাড়া, নির্দিষ্ট টুইট মুছে ফেলতে নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, অ্যাকাউন্টগুলোর টুইট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কমসংখ্যক অনুসারীরা দেখতে পাবেন।
টুইটারের তথ্যমতে, টুইটে সহিংসতা ও ক্ষতির প্ররোচনা দেওয়ার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের হয়রানি বা হুমকি দেওয়া হলে সেগুলো টুইটারের নীতিমালা গুরুতরভাবে ভঙ্গ করবে। ফলে অভিযুক্ত অ্যাকাউন্ট আগের মতোই তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে। তবে, আত্মপক্ষ সমর্থন করে ব্যবহারকারীরা স্থগিত অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন।
গত ডিসেম্বরে, সমালোচনাকারী বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন মাস্ক। তবে কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করেন তিনি।
স্থগিত হওয়া টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত অ্যাকাউন্ট আবার চালুর আবেদন করতে পারবেন ব্যবহারকারী। ব্যবহারকারীদের আবেদন পাওয়ার পর স্থগিত অ্যাকাউন্টের কার্যক্রম পর্যালোচনা করবে টুইটার কর্তৃপক্ষ।
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, যেসব অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা একবার বা কম ভঙ্গ করেছে সেগুলো পুনরায় চালু করা হবে। গত ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণের পর নতুন নীতিমালা তৈরি করেন ইলন মাস্ক। এতে বলা হয়েছে, টুইটারের নীতিমালা গুরুতর বা একাধিকবার ভঙ্গ করলে অ্যাকাউন্ট স্থগিত করা হবে। তবে, নীতিমালা একবার ভঙ্গ করা অ্যাকাউন্টগুলোকে সতর্ক করা হবে। এ ছাড়া, নির্দিষ্ট টুইট মুছে ফেলতে নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, অ্যাকাউন্টগুলোর টুইট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কমসংখ্যক অনুসারীরা দেখতে পাবেন।
টুইটারের তথ্যমতে, টুইটে সহিংসতা ও ক্ষতির প্ররোচনা দেওয়ার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের হয়রানি বা হুমকি দেওয়া হলে সেগুলো টুইটারের নীতিমালা গুরুতরভাবে ভঙ্গ করবে। ফলে অভিযুক্ত অ্যাকাউন্ট আগের মতোই তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে। তবে, আত্মপক্ষ সমর্থন করে ব্যবহারকারীরা স্থগিত অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন।
গত ডিসেম্বরে, সমালোচনাকারী বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন মাস্ক। তবে কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করেন তিনি।
ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসম্মুখে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন কমিউনিটি নোটসের লেখার এবং রেটিং করার..
১৩ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ দ্রুত বিকশিত হচ্ছে এবং দুটি শক্তিশালী প্রতিযোগী এখন আলোচনায় আধিপত্য বিস্তার করছে। প্রতিযোগী দুটি হলো—চীনের মানুস এআই এবং যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি। যদিও দুটি এআই–ই নিজেদের জায়গায় অসাধারণ, তবে তারা এআই প্রযুক্তির ক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতির প্রতিনিধিত্ব করে এবং প্রযুক্তির...
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল সম্প্রতি তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে লিপ-বু ট্যানকে নিয়োগ দিয়েছে। এই দায়িত্ব পালনের জন্য ট্যানকে ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলার বেতন দেওয়া হবে এবং তিনি ২ মিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক ক্যাশ বোনাসের জন্য যোগ্য হবেন। কোম্পানির একটি নিয়ন্ত্রক...
৫ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগে