নাহিয়ান ইসলাম
মোবাইল ফোনে অনেকেই এখন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন মূলত কল ও মেসেজিংয়ের জন্য। এ দুটি সুবিধার বাইরে নতুন সুবিধা যোগ করা হয়েছে টেলিগ্রামে। এখন এই অ্যাপ দিয়ে চাইলে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারবেন। ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এগুলো ছাড়াও বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এখন থেকে টেলিগ্রামে।
জিমেইল টেলিগ্রাম বট
এখন থেকে সরাসরি জিমেইল চেক করা যাবে এই বটের মাধ্যমে। এ ছাড়া জিমেইল টেলিগ্রাম বটের মাধ্যমে ই-মেইল রিসিভ, সেন্ড, এমনকি উত্তরও দেওয়া যাবে। গুগল অ্যাকাউন্ট অথেনটিকেট করার পর সরাসরি টেলিগ্রাম অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ জিমেইল ফিচার অ্যাকসেস করা যাবে।
ফাইল কনভার্ট টেলিগ্রাম বট
একটি দুর্দান্ত ফাইল কনভার্টার খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। এই টেলিগ্রাম বট ব্যবহার করে যেকোনো ফাইলকে যেকোনো ফরম্যাটে রূপান্তর করা যাবে।
এয়ার ট্র্যাক বট
ভ্রমণকারীদের জন্য এ বটটি বেশ কাজের। এয়ার ট্র্যাক বট ফ্লাইট খোঁজার কাজে ব্যবহার করা যায়। এখানে সব কটি এয়ারলাইনসের ফ্লাইটের
সম্পূর্ণ বিবরণ এবং তথ্য দেখানো হয়।
ফাইলেটো বটফাইল সংরক্ষণ করার জন্য জায়গার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ফাইলেটো বট একটি ক্লাউডে ফাইল সংরক্ষণ করার সুযোগ দেয়। এ জন্য শুধু টেলিগ্রাম অ্যাপের চ্যাট বক্সে ফাইল আপলোড করতে হবে। এ বট বাকি সব কাজ করে দেবে। ক্লাউড ব্যবহার করে ফাইল নিরাপদে সংরক্ষণ করার জন্য এটি একটি ভালো বিকল্প ব্যবস্থা।
লিরিকস বট
যাঁরা গান করেন, তাঁদের লিরিকসের প্রয়োজন হয়। গানের লিরিকস খোঁজার জন্য ব্রাউজার বা অন্য কোনো অ্যাপের আর দরকার নেই। এই টেলিগ্রাম আপনার চ্যাট বক্সে বট দ্রুত কাঙ্ক্ষিত গানের লিরিকস পাঠিয়ে দেবে। এর ডেটাবেইস অনেক বড় এবং তাতে অনেক গানের লিরিকস আছে।
টেক্সট টু স্পিচ বট
এই টেলিগ্রাম বট আপনার টাইপ করা সবকিছুই অডিও বা ভয়েস ক্লিপ করে পাঠাবে। আপনি যদি অডিও এবং ভয়েস ক্লিপ তৈরি করতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। এতে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, রাশিয়ান, কাতালান, জাপানি, তুর্কি, পোলিশ, ইতালীয়সহ আরও বিভিন্ন ভাষা নির্বাচন করে কাজ করা যায়।
মোবাইল ফোনে অনেকেই এখন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন মূলত কল ও মেসেজিংয়ের জন্য। এ দুটি সুবিধার বাইরে নতুন সুবিধা যোগ করা হয়েছে টেলিগ্রামে। এখন এই অ্যাপ দিয়ে চাইলে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারবেন। ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এগুলো ছাড়াও বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এখন থেকে টেলিগ্রামে।
জিমেইল টেলিগ্রাম বট
এখন থেকে সরাসরি জিমেইল চেক করা যাবে এই বটের মাধ্যমে। এ ছাড়া জিমেইল টেলিগ্রাম বটের মাধ্যমে ই-মেইল রিসিভ, সেন্ড, এমনকি উত্তরও দেওয়া যাবে। গুগল অ্যাকাউন্ট অথেনটিকেট করার পর সরাসরি টেলিগ্রাম অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ জিমেইল ফিচার অ্যাকসেস করা যাবে।
ফাইল কনভার্ট টেলিগ্রাম বট
একটি দুর্দান্ত ফাইল কনভার্টার খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। এই টেলিগ্রাম বট ব্যবহার করে যেকোনো ফাইলকে যেকোনো ফরম্যাটে রূপান্তর করা যাবে।
এয়ার ট্র্যাক বট
ভ্রমণকারীদের জন্য এ বটটি বেশ কাজের। এয়ার ট্র্যাক বট ফ্লাইট খোঁজার কাজে ব্যবহার করা যায়। এখানে সব কটি এয়ারলাইনসের ফ্লাইটের
সম্পূর্ণ বিবরণ এবং তথ্য দেখানো হয়।
ফাইলেটো বটফাইল সংরক্ষণ করার জন্য জায়গার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ফাইলেটো বট একটি ক্লাউডে ফাইল সংরক্ষণ করার সুযোগ দেয়। এ জন্য শুধু টেলিগ্রাম অ্যাপের চ্যাট বক্সে ফাইল আপলোড করতে হবে। এ বট বাকি সব কাজ করে দেবে। ক্লাউড ব্যবহার করে ফাইল নিরাপদে সংরক্ষণ করার জন্য এটি একটি ভালো বিকল্প ব্যবস্থা।
লিরিকস বট
যাঁরা গান করেন, তাঁদের লিরিকসের প্রয়োজন হয়। গানের লিরিকস খোঁজার জন্য ব্রাউজার বা অন্য কোনো অ্যাপের আর দরকার নেই। এই টেলিগ্রাম আপনার চ্যাট বক্সে বট দ্রুত কাঙ্ক্ষিত গানের লিরিকস পাঠিয়ে দেবে। এর ডেটাবেইস অনেক বড় এবং তাতে অনেক গানের লিরিকস আছে।
টেক্সট টু স্পিচ বট
এই টেলিগ্রাম বট আপনার টাইপ করা সবকিছুই অডিও বা ভয়েস ক্লিপ করে পাঠাবে। আপনি যদি অডিও এবং ভয়েস ক্লিপ তৈরি করতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। এতে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, রাশিয়ান, কাতালান, জাপানি, তুর্কি, পোলিশ, ইতালীয়সহ আরও বিভিন্ন ভাষা নির্বাচন করে কাজ করা যায়।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৩ ঘণ্টা আগে