প্রযুক্তি ডেস্ক
মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর এক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। তাঁর নেওয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে এরই মধ্যে টুইটার ছেড়েছেন জনপ্রিয় তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে টুইটার থেকে। এরই মধ্যে ইনস্টাগ্রাম নিয়ে মাস্কের নতুন এক টুইটার পোস্ট আবার জন্ম দিয়েছে বিতর্কের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের মতামত জানতে গত ১৬ জানুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে ইলন মাস্ক লেখেন, ‘ইনস্টাগ্রাম মানুষকে বিষণ্ন করে তোলে এবং টুইটার মানুষ রাগান্বিত করে। তাহলে কোনটি বেশি ভালো?’
মাস্কের এ টুইট দেখেছেন ৬ কোটি ৬০ লাখের বেশি টুইটার ব্যবহারকারী। মাস্কের এ টুইটে রিপ্লাই এসেছে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি। জনপ্রিয় মার্কিন লেখক স্টিফেন কিং পাল্টা এক টুইটে লেখেন, ‘কোনোটিই নয়’।
এক টুইটার ব্যবহারকারী মাস্কের টুইটের রিপ্লাইতে লিখেছেন, ‘ইনস্টাগ্রাম নয়, মাইক্রোসফটের “লিংকড-ইন” মানুষকে বিষণ্ন করে তোলে।’
এর আগে, গত ১৯ ডিসেম্বর টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে তাঁর থাকা উচিত কি না তা জানতে চেয়ে টুইটারে ভোট চালু করেন মাস্ক। পোল পোস্টে তিনি বলেন, ‘আমি কি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াব? ভোটের ফলাফল যেটাই হোক, আমি তা মেনে নেব।’
জরিপে অংশ নেওয়া ৫৭ দশমিক ৫ শতাংশ ব্যক্তিই ইলন মাস্ককে সিইও পদে চান না বলে মত দেন। টুইটারে ইলন মাস্কের অনুসারীর সংখ্যা প্রায় ১২ কোটি ২০ লাখ। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ অনুসারী এই জরিপে অংশ নেয়। যার প্রায় ১ কোটি অনুসারীই মাস্ককে আর টুইটারের প্রধান নির্বাহী হিসেবে চান না বলে জানান।
মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর এক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। তাঁর নেওয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে এরই মধ্যে টুইটার ছেড়েছেন জনপ্রিয় তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে টুইটার থেকে। এরই মধ্যে ইনস্টাগ্রাম নিয়ে মাস্কের নতুন এক টুইটার পোস্ট আবার জন্ম দিয়েছে বিতর্কের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের মতামত জানতে গত ১৬ জানুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে ইলন মাস্ক লেখেন, ‘ইনস্টাগ্রাম মানুষকে বিষণ্ন করে তোলে এবং টুইটার মানুষ রাগান্বিত করে। তাহলে কোনটি বেশি ভালো?’
মাস্কের এ টুইট দেখেছেন ৬ কোটি ৬০ লাখের বেশি টুইটার ব্যবহারকারী। মাস্কের এ টুইটে রিপ্লাই এসেছে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি। জনপ্রিয় মার্কিন লেখক স্টিফেন কিং পাল্টা এক টুইটে লেখেন, ‘কোনোটিই নয়’।
এক টুইটার ব্যবহারকারী মাস্কের টুইটের রিপ্লাইতে লিখেছেন, ‘ইনস্টাগ্রাম নয়, মাইক্রোসফটের “লিংকড-ইন” মানুষকে বিষণ্ন করে তোলে।’
এর আগে, গত ১৯ ডিসেম্বর টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে তাঁর থাকা উচিত কি না তা জানতে চেয়ে টুইটারে ভোট চালু করেন মাস্ক। পোল পোস্টে তিনি বলেন, ‘আমি কি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াব? ভোটের ফলাফল যেটাই হোক, আমি তা মেনে নেব।’
জরিপে অংশ নেওয়া ৫৭ দশমিক ৫ শতাংশ ব্যক্তিই ইলন মাস্ককে সিইও পদে চান না বলে মত দেন। টুইটারে ইলন মাস্কের অনুসারীর সংখ্যা প্রায় ১২ কোটি ২০ লাখ। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ অনুসারী এই জরিপে অংশ নেয়। যার প্রায় ১ কোটি অনুসারীই মাস্ককে আর টুইটারের প্রধান নির্বাহী হিসেবে চান না বলে জানান।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৮ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২০ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২১ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে