অনলাইন ডেস্ক
বিশ্বের অনেক দেশেই সোমবার ট্রাফিক অস্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর অফিস খোলা এর অন্যতম কারণ। প্রচণ্ড যানজটের কারণে প্রায়ই অফিসে পৌঁছাতে দেরি হয় কর্মীদের।
বিষয়টি স্বাভাবিক মনে হলেও, সম্প্রতি অদ্ভুত এক কারণে যানজটের ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অফিস যাওয়ার সময় তাঁর গাড়িটি ঘিরে ফেলে শত শত হাঁস। হাঁসের সারি পুরো রাস্তা বন্ধ করে দেয়। ফলে আটকা পড়ে অনেক যানবাহন।
মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওটি ৬৫ হাজারের বেশি আপভোট পেয়েছে। মন্তব্য পড়েছে কয়েক হাজার।
ভিডিওটি ধারণ করেছেন সাদা গাড়িটির সামনে থাকা গাড়ির ভেতরে বসা এক ব্যক্তি। তিনি ভিডিওটি রেডিটে শেয়ার করে, ‘হাঁস বিশেষজ্ঞদের’ ঘটনাটি ব্যাখ্যা করতে বলেছেন।
একজন ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন, ‘আপনি আজ দেরি করলেন কেন? হাঁসের কারণে, স্যার’। আরেকজন লিখেছেন, ‘হাঁস কাউন্সিল কথা বলেছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি হাঁস বিশেষজ্ঞ নই। তবে দেখে মনে হচ্ছে প্রতিটি হাঁস তার সামনের হাঁসকে অনুসরণ করছে, যা তাদের সবাইকে একটি বৃত্তে নিয়ে যাচ্ছে।’
১৪ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ির চারপাশে শত শত হাঁস এমনভাবে ঘিরে রয়েছে যে চালকের নড়াচড়ার জো নেই। আর কিছু গাড়িকে সাদা গাড়ির পেছনে অপেক্ষা করতে দেখা যায়, কারণ পুরো রাস্তাটি ছিল হাঁসের সারিতে পূর্ণ। তবে ঠিক কোথায় এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বের অনেক দেশেই সোমবার ট্রাফিক অস্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর অফিস খোলা এর অন্যতম কারণ। প্রচণ্ড যানজটের কারণে প্রায়ই অফিসে পৌঁছাতে দেরি হয় কর্মীদের।
বিষয়টি স্বাভাবিক মনে হলেও, সম্প্রতি অদ্ভুত এক কারণে যানজটের ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অফিস যাওয়ার সময় তাঁর গাড়িটি ঘিরে ফেলে শত শত হাঁস। হাঁসের সারি পুরো রাস্তা বন্ধ করে দেয়। ফলে আটকা পড়ে অনেক যানবাহন।
মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওটি ৬৫ হাজারের বেশি আপভোট পেয়েছে। মন্তব্য পড়েছে কয়েক হাজার।
ভিডিওটি ধারণ করেছেন সাদা গাড়িটির সামনে থাকা গাড়ির ভেতরে বসা এক ব্যক্তি। তিনি ভিডিওটি রেডিটে শেয়ার করে, ‘হাঁস বিশেষজ্ঞদের’ ঘটনাটি ব্যাখ্যা করতে বলেছেন।
একজন ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন, ‘আপনি আজ দেরি করলেন কেন? হাঁসের কারণে, স্যার’। আরেকজন লিখেছেন, ‘হাঁস কাউন্সিল কথা বলেছে এবং দাবি মেনে নেওয়া হয়েছে’।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি হাঁস বিশেষজ্ঞ নই। তবে দেখে মনে হচ্ছে প্রতিটি হাঁস তার সামনের হাঁসকে অনুসরণ করছে, যা তাদের সবাইকে একটি বৃত্তে নিয়ে যাচ্ছে।’
১৪ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ির চারপাশে শত শত হাঁস এমনভাবে ঘিরে রয়েছে যে চালকের নড়াচড়ার জো নেই। আর কিছু গাড়িকে সাদা গাড়ির পেছনে অপেক্ষা করতে দেখা যায়, কারণ পুরো রাস্তাটি ছিল হাঁসের সারিতে পূর্ণ। তবে ঠিক কোথায় এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৫ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৫ দিন আগে