অনলাইন ডেস্ক
দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল তিনি। কী এমন হলো যে হঠাৎ ৬০ বছর বয়সী এক দিনমজুরকে নিয়ে নেট দুনিয়ায় টানাটানি শুরু হলো?
আগেই বলা হয়েছে মাম্মিক্কা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক।
সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।
মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।
মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন।
মাম্মিক্কা তাঁর অত্যাশ্চর্য লুকের জন্য প্রচুর মন্তব্যও পাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুযোগ কখন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা কারও জানা নেই। তাই সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। আবার অনেকের দাবি, এই সবটাই মেকআপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। এই দুইয়ের শক্তির ফলেই আজ মাম্মিক্কা দিনমজুর থেকে মডেলিং করার সুযোগ পাচ্ছেন।
দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল তিনি। কী এমন হলো যে হঠাৎ ৬০ বছর বয়সী এক দিনমজুরকে নিয়ে নেট দুনিয়ায় টানাটানি শুরু হলো?
আগেই বলা হয়েছে মাম্মিক্কা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক।
সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।
মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।
মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন।
মাম্মিক্কা তাঁর অত্যাশ্চর্য লুকের জন্য প্রচুর মন্তব্যও পাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুযোগ কখন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা কারও জানা নেই। তাই সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। আবার অনেকের দাবি, এই সবটাই মেকআপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। এই দুইয়ের শক্তির ফলেই আজ মাম্মিক্কা দিনমজুর থেকে মডেলিং করার সুযোগ পাচ্ছেন।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে