ল-র-ব-য-হ ডেস্ক
সেলুনে গিয়ে চেয়ার গাঁদিয়ে বসেছেন এক বৃদ্ধ। পরিপাটি দাঁড়ি আর মাথায় ৮ থেকে ১০ গাছি চুল। কী করবেন বুঝে উঠতে না পেরে নরসুন্দর জিজ্ঞেস করলেন, কী? কথা না বলে বৃদ্ধ আঙুল দিয়ে ওই চুল ক-গাছি দেখিয়ে দিলেন। এতে একরকম বিরক্তই হলেন নরসুন্দর, করলেন পাল্টা প্রশ্ন।
নরসুন্দর: কী, কাটব নাকি গুনব?
বৃদ্ধ: রং করো।
সত্যিই বড় আজব দুনিয়া। যা আছে তাই নিয়ে এমন তুষ্টিতে কয়জনই বা জীবন কাটাতে পারে।
সেলুনে গিয়ে চেয়ার গাঁদিয়ে বসেছেন এক বৃদ্ধ। পরিপাটি দাঁড়ি আর মাথায় ৮ থেকে ১০ গাছি চুল। কী করবেন বুঝে উঠতে না পেরে নরসুন্দর জিজ্ঞেস করলেন, কী? কথা না বলে বৃদ্ধ আঙুল দিয়ে ওই চুল ক-গাছি দেখিয়ে দিলেন। এতে একরকম বিরক্তই হলেন নরসুন্দর, করলেন পাল্টা প্রশ্ন।
নরসুন্দর: কী, কাটব নাকি গুনব?
বৃদ্ধ: রং করো।
সত্যিই বড় আজব দুনিয়া। যা আছে তাই নিয়ে এমন তুষ্টিতে কয়জনই বা জীবন কাটাতে পারে।
উড়োজাহাজ ভ্রমণ অনেক মানুষেরই পছন্দ। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না কোনো কুমির কিংবা তার জাত ভাই অ্যালিগেটরদের এ ধরনের শখ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমানবন্দরে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো অ্যালিগেটরটিকে যারা দেখেছেন তাঁদের এই সন্দেহ মাথায় আসাটা খুব অস্বাভাবিক কিছু ছিল না।
১ দিন আগেমার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
৩ দিন আগে২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।
৪ দিন আগেপৃথিবীতে এমন কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলো দেখলে ওই সময় মানব নির্মিত কোনো স্থাপনা বলে বিশ্বাস করা কঠিন! কারণ, এসব স্থাপনার নির্মাণশৈলী একই সঙ্গে জটিল ও বিশাল।
৯ দিন আগে