বিচিত্র /নিলাম উঠছে ভাইরাল সেই ‘কলা’, দাম ১৫ লাখ ডলারে

অনলাইন ডেস্ক    
Thumbnail image
এবার সাড়া জাগানো এই চিত্রকর্মটি বিক্রি হতে পারে ১৫ লাখ ডলারে। ছবি: সথেবি’স

২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।

শিল্পী মাওরিজিও কাতেলানের ‘কমেডিয়ান’ নামের এই ভাইরাল সৃষ্টিটি শেষ পর্যন্ত ভালো একটি বিনিয়োগ হিসেবেই পরিচিতি পেতে যাচ্ছে। গত শুক্রবার নিলাম প্রতিষ্ঠান সেথেবি’স ঘোষণা করেছে শিল্পকর্মটির তিনটি সংস্করণের একটি আবারও বিক্রির জন্য তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে এবার এর দাম উঠবে ১০ লাখ থেকে ১৫ লাখ ডলার। এমন দামই হাঁকাবে নিলামকারী প্রতিষ্ঠানও।

নিলামে বিজয়ী তার এই বিপুল অর্থ খরচের বিনিময়ে পাবেন ডাক্ট টেপের একটি রোল এবং একটি কলা। এর সঙ্গে পাবেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে একটি প্রশংসাপত্র এবং কীভাবে কলাটি আটকতে হবে সেটির লিখিত পরামর্শ। সথেবি’স সিএনএনকে নিশ্চিত করেছে, টেপ কিংবা কলা কোনোটিই আসলটি নয়।

‘কমেডিয়ান একটি ধারণাগত শিল্পকর্ম, এবং প্রকৃত উপকরণ প্রতিস্থাপিত হয়।’ ই-মেইলে নিশ্চিত করেন সথেবি’সের মুখপাত্র।

কাতেলান এবং ফরাসি আর্ট গ্যালারি পেহোতা পাঁচ বছর আগে বিশ্বজুড়ে শিরোনামে আসে আর্ট বাসেল মায়ামি বিচ উৎসবে ‘কমেডিয়ান’ নিলামে তোলে এবং ছয় অঙ্কের দাম হেঁকে।

মূল কলাটি কিনা হয়েছিল মায়ামির একটি মুদি দোকান থেকে। তবে গ্যালারি জানিয়েছিল শিল্পীর পরামর্শে এটি পরিবর্তন করা হতো। এদিকে কাজটি নিয়ে শিল্পবোদ্ধারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। তবে মানুষের লাইন পড়ে গেল শিল্পকর্মটিকে দেখতে।

বিষয়টি অপ্রত্যাশিত এক মোড় নিল যখন মানুষকে বিভিন্ন স্ট্যান্ট দেখিয়ে চমকে দেওয়া পারফরম্যান্স শিল্পী ডেভিড ডটুনা দেয়ালে আটকানো কলাটা টান দিয়ে খুলে শত শত বিস্মিত দর্শকের সামনে এটি খেয়ে ফেলেন।

পরে তিনি এই পদক্ষেপটিকে বিধ্বংসী কিছু নয় বরং নিজের একটি শৈল্পিক প্রদর্শনী হিসাবে দাবি করে রেহাই পান।

তবে মানুষের নিরাপত্তা বিবেচনায় মায়ামির ওই উৎসব থেকে শিল্পকর্ম সরিয়ে ফেলেন আয়োজকেরা। তবে মেলা চলাকালীন তিনটি সংস্করণই বিক্রি হয়ে যায়। দুটি ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে বিক্রি হয় এক লাখ ২০ হাজার ডলারে। তৃতীয়টি আরও বেশি দামে কেনেন কেউ। তবে এর মূল্য প্রকাশ করা হয়নি। পরবর্তীতে এটি নিউ ইয়র্কের গাগেনহাইম জাদুঘরে দান করে দেওয়া হয়।

এই নভেম্বরের নিলামে বিক্রি হতে চলা শিল্পকর্মের মালিকের নাম প্রকাশ করেনি সথেবি’স। কিন্তু জানিয়েছে এর বর্তমান মালিক এটি মূল ক্রেতাদের একজনের কাছ থেকে পেয়েছেন।

২০২১ সালে আর্ট নিউজ পেপারকে কাতেলান বলেন, ‘মজা বা হাস্যরস করে এটা করা হয়নি বরং আমরা কিসের মূল্য দিই এটি তার একটি প্রতিফলন।’

নিলামর বিষয়টির ঘোষণা দিয়ে সথেবি’সের কর্মকর্তা ডেভিড গালপেরিন এক সংবাদবিজ্ঞপ্তিতে ‘কমেডিয়ান’কে খাঁটি প্রতিভাধর একজন মানুষের উদ্ধত এক কাজ হিসেবে উল্লেখ করেন।

‘কমেডিয়ান’ নিলামে আসার আগেই সাম্প্রতিক সময়ে সিওলের লিয়াম মিউজিয়াম অব আর্টে প্রদর্শিত হয়। ওই সময়ও এটি খেয়ে ফেলা হয়। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ফলটি সেখান থেকে খুলে ফেল খেয়ে ফেলেন। পরে অবশ্য কলার খোসাটিকে সেখানে আটকে দেন।

২০২৩ সালের ওই ঘটনার পর জাদুঘরটির মুখপাত্র সিএনএনকে বলে, ‘শিক্ষার্থীটি জাদুঘর কর্তৃপক্ষকে জানায় ক্ষুধার্ত হওয়ায় কলাটি খেয়ে ফেলে সে।’ পরে অবশ্য জাদুঘর কর্তৃপক্ষ খেয়ে ফেলা কলার জায়গায় তাজা একটি কলা পুনঃস্থাপন করে।

২০ নভেম্বর সথেবি’সের নিউ ইয়র্ক সদরদপ্তরে নিলামটি হবে। এর আগে শিল্পকর্মটি আরও কয়েকটি জায়গায় প্রদর্শনের ইচ্ছা আছে তাদের। এটি বিশ্বভ্রমণে ঘুরে আসবে লন্ডন, প্যারিস, মিলান, হংকং, দুবাই, তাইপে, টোকিও এবং লস অ্যাঞ্জেলস শহর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত