অনলাইন ডেস্ক
নানা কিসিমের ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো কোনো ভিডিওতে ধরা পড়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মহিমা। এমনই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অরোরার বিস্ফোরণ! অরোরার কেতাবি বাংলা নাম ‘মেরুজ্যোতি’।
তাতেও বোঝা গেল না ব্যাপারটা? তাহলে পুরো ব্যাপারটা খোলাসা করে বলা যাক। ঘটনা ছয় দিন আগের। ভিনসেন্ট লেডভিনা নামের এক মার্কিন ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশ ছেয়ে গেছে অপূর্ব সুন্দর সবুজ রঙে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলাস্কায় অরোরা বিস্ফোরণ! ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।’
এটিই মূলত অরোরা। সবুজ রঙের বিস্ফোরণ।
ভিনসেন্ট লেডভিনা তাঁর ইনস্টাগ্রামের পরিচিতিতে লিখেছেন, তিনি একজন বিজ্ঞানী। নিজেকে ‘অরোরা মানব’ বলে ডাকেন। তিনি মহাকাশ আবহাওয়া বিষয়ে পড়াশোনা করেছেন এবং নিজেকে পরিচয় দেন ‘সবুজ আকাশ খোঁজার বিশেষজ্ঞ’ হিসেবে।
ভিডিওটির সঙ্গে ভিনসেন্ট কিছু লিখিত বার্তা জুড়ে দিয়েছেন। সেখানে লেখা ছিল, ‘আমি যখন বলি যে অরোরা বিস্ফোরিত হতে পারে, তখন আমি এটা বোঝাতে চেয়েছি যে সর্বত্র সবুজ আলো দেখা যাবে। এ এক অপূর্ব দৃশ্য।’
ভিনসেন্ট আরও লিখেছেন, ‘আরোরা এত শক্তিশালী ছিল যে আমার ক্যামেরাকে অতিমাত্রায় উদ্ভাসিত করেছিল। এটি ক্যামেরা ছাড়া খালি চোখেও সবুজ ছিল। বিস্ফোরণটিকে আসলে একধরনের ঝড় বলা হয়। ঝড়ের সময় অরোরা অল্প সময়ের জন্য উজ্জ্বল হয় এবং বিষুবীয় অঞ্চলের দিকে প্রসারিত হয়। এর তিনটি পর্যায় রয়েছে—সম্প্রসারণ, ভেঙে পড়া ও পুনরুদ্ধার।
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এ পর্যন্ত ৩২ লাখেরও বেশিবার ভিউ হয়েছে এবং ভিডিওটিতে প্রায় সাড়ে ৩ লাখ লাইক পড়েছে। অসংখ্য মানুষ মন্তব্য করেছেন সেখানে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একদিন নিজের চোখে অরোরা দেখতে পাব, এটা আমার স্বপ্ন। আচ্ছা একটি প্রশ্ন, এই অরোরাগুলো কি ভিডিওতে যেমন দেখা যায় তেমনই উজ্জ্বল, নাকি তারার মতো, যেখানে আলো দূষণ ছাড়ায়, আপনি তাদের দেখতে পাবেন?’
নানা কিসিমের ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো কোনো ভিডিওতে ধরা পড়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মহিমা। এমনই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অরোরার বিস্ফোরণ! অরোরার কেতাবি বাংলা নাম ‘মেরুজ্যোতি’।
তাতেও বোঝা গেল না ব্যাপারটা? তাহলে পুরো ব্যাপারটা খোলাসা করে বলা যাক। ঘটনা ছয় দিন আগের। ভিনসেন্ট লেডভিনা নামের এক মার্কিন ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশ ছেয়ে গেছে অপূর্ব সুন্দর সবুজ রঙে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলাস্কায় অরোরা বিস্ফোরণ! ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।’
এটিই মূলত অরোরা। সবুজ রঙের বিস্ফোরণ।
ভিনসেন্ট লেডভিনা তাঁর ইনস্টাগ্রামের পরিচিতিতে লিখেছেন, তিনি একজন বিজ্ঞানী। নিজেকে ‘অরোরা মানব’ বলে ডাকেন। তিনি মহাকাশ আবহাওয়া বিষয়ে পড়াশোনা করেছেন এবং নিজেকে পরিচয় দেন ‘সবুজ আকাশ খোঁজার বিশেষজ্ঞ’ হিসেবে।
ভিডিওটির সঙ্গে ভিনসেন্ট কিছু লিখিত বার্তা জুড়ে দিয়েছেন। সেখানে লেখা ছিল, ‘আমি যখন বলি যে অরোরা বিস্ফোরিত হতে পারে, তখন আমি এটা বোঝাতে চেয়েছি যে সর্বত্র সবুজ আলো দেখা যাবে। এ এক অপূর্ব দৃশ্য।’
ভিনসেন্ট আরও লিখেছেন, ‘আরোরা এত শক্তিশালী ছিল যে আমার ক্যামেরাকে অতিমাত্রায় উদ্ভাসিত করেছিল। এটি ক্যামেরা ছাড়া খালি চোখেও সবুজ ছিল। বিস্ফোরণটিকে আসলে একধরনের ঝড় বলা হয়। ঝড়ের সময় অরোরা অল্প সময়ের জন্য উজ্জ্বল হয় এবং বিষুবীয় অঞ্চলের দিকে প্রসারিত হয়। এর তিনটি পর্যায় রয়েছে—সম্প্রসারণ, ভেঙে পড়া ও পুনরুদ্ধার।
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এ পর্যন্ত ৩২ লাখেরও বেশিবার ভিউ হয়েছে এবং ভিডিওটিতে প্রায় সাড়ে ৩ লাখ লাইক পড়েছে। অসংখ্য মানুষ মন্তব্য করেছেন সেখানে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একদিন নিজের চোখে অরোরা দেখতে পাব, এটা আমার স্বপ্ন। আচ্ছা একটি প্রশ্ন, এই অরোরাগুলো কি ভিডিওতে যেমন দেখা যায় তেমনই উজ্জ্বল, নাকি তারার মতো, যেখানে আলো দূষণ ছাড়ায়, আপনি তাদের দেখতে পাবেন?’
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৫ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৫ দিন আগে