অনলাইন ডেস্ক
অ্যালিগেটর সম্পর্কে ধারণা আছে মোটামুটি সবারই। যাঁরা জানেন না তাঁদের বলছি, কুমিরসদৃশ এক সরীসৃপ এরা। অবশ্য কিছু পার্থক্যও আছে এদের কুমিরের সঙ্গে। এখন যদি শোনেন, আস্ত এক অ্যালিগেটর একটা ড্রেনের মধ্যে আটকে ছিল ছয় মাস এবং একে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে নিশ্চয় চোখ কপালে উঠবে।
কিন্তু এমন ঘটনা সত্যি ঘটেছে। আর এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
অ্যালিগেটরটি গায়ে-গতরেও খুব একটা ছোট নয়। দৈর্ঘ্যে ছয় ফুটের মতো। গত ১১ এপ্রিল একে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের। কে অ্যান্ড কে ওয়াইল্ডলাইফ সার্ভিসেসের ম্যাট ক্রায়কার জানান, হিলটন হেড এলাকার পোর্ট রয়্যাল প্ল্যানটেশনের নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে আটকা পড়া অ্যালিগেটরটির বিষয়ে জানান। ক্রায়কারের অনুমান, গত বছরের অক্টোবরে সাঁতার কাটার সময় ড্রেনের পাইপের মধ্যে আটকে যায়। তারপর থেকে সেখানেই আটকে ছিল।
খবর পাওয়ার পর ক্রায়কার তাঁর দলের সদস্যদের নিয়ে বন্দিদশা থেকে মুক্তি দেন কুমিরটিকে।
‘অ্যালিগেটররা ব্রুমেশন নামে একটি প্রক্রিয়ায় যেতে পারে। একে আপনি সরীসৃপের শীতনিদ্রা হিসেবে উল্লেখ করতে পারেন।’ ক্রায়াক বলেন ডব্লিউটিওসি টিভিকে, ‘আর যখন এরা শীতল হয় তখন শরীরের কার্যক্রম সীমিত করে ফেলে। ফলে গ্রীষ্মে যতটুকু খাবার গ্রহণ করে, ততটুকু প্রয়োজন হয় না। আর আমি নিশ্চিত এসব পাইপের মধ্য দিয়ে কচ্ছপ এবং মাছও চলে আসত। আর তাই অনাহারে থাকতে হয়নি তাকে।’
তিনি জানান, সরীসৃপটি ড্রেনে ঘষা খেয়ে নাক-মুখে হালকা আঘাত পেয়েছে। তবে বুনো পরিবেশে এটি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।
অ্যালিগেটর সম্পর্কে ধারণা আছে মোটামুটি সবারই। যাঁরা জানেন না তাঁদের বলছি, কুমিরসদৃশ এক সরীসৃপ এরা। অবশ্য কিছু পার্থক্যও আছে এদের কুমিরের সঙ্গে। এখন যদি শোনেন, আস্ত এক অ্যালিগেটর একটা ড্রেনের মধ্যে আটকে ছিল ছয় মাস এবং একে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে নিশ্চয় চোখ কপালে উঠবে।
কিন্তু এমন ঘটনা সত্যি ঘটেছে। আর এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
অ্যালিগেটরটি গায়ে-গতরেও খুব একটা ছোট নয়। দৈর্ঘ্যে ছয় ফুটের মতো। গত ১১ এপ্রিল একে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের। কে অ্যান্ড কে ওয়াইল্ডলাইফ সার্ভিসেসের ম্যাট ক্রায়কার জানান, হিলটন হেড এলাকার পোর্ট রয়্যাল প্ল্যানটেশনের নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে আটকা পড়া অ্যালিগেটরটির বিষয়ে জানান। ক্রায়কারের অনুমান, গত বছরের অক্টোবরে সাঁতার কাটার সময় ড্রেনের পাইপের মধ্যে আটকে যায়। তারপর থেকে সেখানেই আটকে ছিল।
খবর পাওয়ার পর ক্রায়কার তাঁর দলের সদস্যদের নিয়ে বন্দিদশা থেকে মুক্তি দেন কুমিরটিকে।
‘অ্যালিগেটররা ব্রুমেশন নামে একটি প্রক্রিয়ায় যেতে পারে। একে আপনি সরীসৃপের শীতনিদ্রা হিসেবে উল্লেখ করতে পারেন।’ ক্রায়াক বলেন ডব্লিউটিওসি টিভিকে, ‘আর যখন এরা শীতল হয় তখন শরীরের কার্যক্রম সীমিত করে ফেলে। ফলে গ্রীষ্মে যতটুকু খাবার গ্রহণ করে, ততটুকু প্রয়োজন হয় না। আর আমি নিশ্চিত এসব পাইপের মধ্য দিয়ে কচ্ছপ এবং মাছও চলে আসত। আর তাই অনাহারে থাকতে হয়নি তাকে।’
তিনি জানান, সরীসৃপটি ড্রেনে ঘষা খেয়ে নাক-মুখে হালকা আঘাত পেয়েছে। তবে বুনো পরিবেশে এটি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
১৬ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৪ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৮ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১০ দিন আগে