অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর ১৬৪২। প্রথম কোনো ইউরোপীয় অভিযাত্রী হিসেবে এদিন নিউজিল্যান্ডের খোঁজ পান ডাচ অভিযাত্রী আবেল তাসমান। দুপুরের দিকে উঁচু, বড় একটি জমি দেখতে পান তিনি। এটি পাপারোয়া পর্বতমালার চূড়া বলে ধারণা করা হয়।
আগস্টে ডাচ ইস্ট ইন্ডিজের (বর্তমান ইন্দোনেশিয়া) বাটাভিয়া (বর্তমান জাকার্তা) থেকে যাত্রা শুরু করেন তাসমান। তাঁর এই অভিযানের মূল লক্ষ্য ছিল চিলির দিকে একটি সামুদ্রিক পথের খোঁজ করা। যাতে এই পথ ব্যবহার করে স্প্যানিশ জাহাজ আক্রমণ করা যেতে পারে। এ ছাড়া গ্রেট সাউদার্ন কন্টিনেন্ট নামে অস্ট্রেলিয়া ও কেপ হর্নের মধ্যে একটি মহাদেশ আছে বলে বিশ্বাস করা হতো। এই এলাকার সম্পদ আহরণও সমুদ্র অভিযানের একটি উদ্দেশ্য ছিল। ডাচরা অস্ট্রেলিয়ার উত্তর ও পশ্চিম উপকূল এবং এর দক্ষিণ উপকূলের কিছু অংশে অভিযান চালালেও পূর্ব দিকে এই ভূমি কত দূর পর্যন্ত বিস্তৃত তা তখনো ছিল অজানা।
তাসমান হিনসকেক এবং জিহান নামে দুটি জাহাজে ১১০ জন সঙ্গী নিয়ে যাচ্ছিলেন। তিনি ২৪ নভেম্বর তাসমানিয়াকে (পরে এই নাম পায় জায়গাটি) দেখেন। ডাচ ইস্ট ইন্ডিজের গভর্নর জেনারেলের নামানুসারে এর নামকরণ করেন ফন দিম্যানস ল্যান্ড। এরপর তিনি সাগরপথে পূর্ব দিকে যাত্রা করেন।
এই অভিযাত্রী দলের সদস্য ছিলেন আইজ্যাক গিলম্যানস। বলা হয় প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডের ছবি আঁকেন তিনি। তাসমানের জাহাজ দুটি উত্তর দিকে ঘুরে ফেয়ারওয়েল স্পিটের (এখনকার গোল্ডেন বে) পাশ দিয়ে যাত্রা করে। এই এলাকায় ১৮ ডিসেম্বর নোঙর ফেলেন জাহাজের। এখানেই মাওরিদের সঙ্গে ডাচদের বড় একটি সংঘর্ষ হয়।
পরে ১৭৬৯ সালে ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ডে অভিযান চালান। তবে ইউরোপীয়দের এই অভিযানে আরেকটি বিষয় চাপা পড়ে যায়। সেটি হলো নিউজিল্যান্ড আবিষ্কারের মূল কৃতিত্ব আসলে মাওরিদের। পলিনেশিয়ান এসব মানুষ ১২৫০ থেকে ১৩০০ সালের মধ্যে নিউজিল্যান্ডে বসতি গাড়েন বলে ধারণা করা হয়।
সূত্র: বিবিসি আর্থ, এনজেড হিস্ট্রি
১৩ ডিসেম্বর ১৬৪২। প্রথম কোনো ইউরোপীয় অভিযাত্রী হিসেবে এদিন নিউজিল্যান্ডের খোঁজ পান ডাচ অভিযাত্রী আবেল তাসমান। দুপুরের দিকে উঁচু, বড় একটি জমি দেখতে পান তিনি। এটি পাপারোয়া পর্বতমালার চূড়া বলে ধারণা করা হয়।
আগস্টে ডাচ ইস্ট ইন্ডিজের (বর্তমান ইন্দোনেশিয়া) বাটাভিয়া (বর্তমান জাকার্তা) থেকে যাত্রা শুরু করেন তাসমান। তাঁর এই অভিযানের মূল লক্ষ্য ছিল চিলির দিকে একটি সামুদ্রিক পথের খোঁজ করা। যাতে এই পথ ব্যবহার করে স্প্যানিশ জাহাজ আক্রমণ করা যেতে পারে। এ ছাড়া গ্রেট সাউদার্ন কন্টিনেন্ট নামে অস্ট্রেলিয়া ও কেপ হর্নের মধ্যে একটি মহাদেশ আছে বলে বিশ্বাস করা হতো। এই এলাকার সম্পদ আহরণও সমুদ্র অভিযানের একটি উদ্দেশ্য ছিল। ডাচরা অস্ট্রেলিয়ার উত্তর ও পশ্চিম উপকূল এবং এর দক্ষিণ উপকূলের কিছু অংশে অভিযান চালালেও পূর্ব দিকে এই ভূমি কত দূর পর্যন্ত বিস্তৃত তা তখনো ছিল অজানা।
তাসমান হিনসকেক এবং জিহান নামে দুটি জাহাজে ১১০ জন সঙ্গী নিয়ে যাচ্ছিলেন। তিনি ২৪ নভেম্বর তাসমানিয়াকে (পরে এই নাম পায় জায়গাটি) দেখেন। ডাচ ইস্ট ইন্ডিজের গভর্নর জেনারেলের নামানুসারে এর নামকরণ করেন ফন দিম্যানস ল্যান্ড। এরপর তিনি সাগরপথে পূর্ব দিকে যাত্রা করেন।
এই অভিযাত্রী দলের সদস্য ছিলেন আইজ্যাক গিলম্যানস। বলা হয় প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডের ছবি আঁকেন তিনি। তাসমানের জাহাজ দুটি উত্তর দিকে ঘুরে ফেয়ারওয়েল স্পিটের (এখনকার গোল্ডেন বে) পাশ দিয়ে যাত্রা করে। এই এলাকায় ১৮ ডিসেম্বর নোঙর ফেলেন জাহাজের। এখানেই মাওরিদের সঙ্গে ডাচদের বড় একটি সংঘর্ষ হয়।
পরে ১৭৬৯ সালে ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ডে অভিযান চালান। তবে ইউরোপীয়দের এই অভিযানে আরেকটি বিষয় চাপা পড়ে যায়। সেটি হলো নিউজিল্যান্ড আবিষ্কারের মূল কৃতিত্ব আসলে মাওরিদের। পলিনেশিয়ান এসব মানুষ ১২৫০ থেকে ১৩০০ সালের মধ্যে নিউজিল্যান্ডে বসতি গাড়েন বলে ধারণা করা হয়।
সূত্র: বিবিসি আর্থ, এনজেড হিস্ট্রি
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে