অনলাইন ডেস্ক
বাড়িতে পোষা প্রাণী রাখতে কেবল যত্নই নয়, সেই সঙ্গে তাদের বিভিন্ন কসরত শেখানোরও প্রয়োজন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও চোখে পরে যেখানে দেখা যায় প্রশিক্ষণপ্রাপ্ত পোষা প্রাণী তাদের মালিককে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করছে। তবে এমন কাজ শিখিয়ে বিপাকেও পরেন কেউ কেউ। সম্প্রতি এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এলি গোল্ডেন লাইফ নামের প্রোফাইলের মালিক একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনি তাঁর কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছেন। ভিডিওর প্রথম অংশে লেখা ছিল, ‘আমার কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছি...।’ কিন্তু ফ্রিজ খোলা শেখানোর পরেই ঘটে বিপত্তি। ভিডিওর পরের অংশে দেখা যায়, কুকুরটি একাই ফ্রিজ খুলে সেখান থেকে খাবার চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে!
‘আমার শিক্ষা হয়েছে’ ক্যাপশন লিখে ভিডিওটি পোস্ট করার পর তা প্রায় ২৭ লাখ ভিউ এবং দেড় লাখেরও বেশি লাইক পেয়ে ভাইরাল হয়। ভিডিওটি দেখে বেশ আনন্দই পেয়েছেন নেটিজেনরা।
এক ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন, ‘কুকুরটি তো বেশ চালাক’।
অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘চমৎকার কাজ। পরেরবার আমার জন্য ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিংকস নিয়ে এসো।’
এলি গোল্ডেন লাইফ প্রোফাইলের মালিক কেভিন বুবলস তার গোল্ডেন রেট্রিভিয়ার জাতের কুকুরদের নিয়ে প্রায়ই এমন মজার মজার ভিডিও পোস্ট করেন।
বাড়িতে পোষা প্রাণী রাখতে কেবল যত্নই নয়, সেই সঙ্গে তাদের বিভিন্ন কসরত শেখানোরও প্রয়োজন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও চোখে পরে যেখানে দেখা যায় প্রশিক্ষণপ্রাপ্ত পোষা প্রাণী তাদের মালিককে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করছে। তবে এমন কাজ শিখিয়ে বিপাকেও পরেন কেউ কেউ। সম্প্রতি এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এলি গোল্ডেন লাইফ নামের প্রোফাইলের মালিক একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনি তাঁর কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছেন। ভিডিওর প্রথম অংশে লেখা ছিল, ‘আমার কুকুরকে ফ্রিজ খোলা শেখাচ্ছি...।’ কিন্তু ফ্রিজ খোলা শেখানোর পরেই ঘটে বিপত্তি। ভিডিওর পরের অংশে দেখা যায়, কুকুরটি একাই ফ্রিজ খুলে সেখান থেকে খাবার চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে!
‘আমার শিক্ষা হয়েছে’ ক্যাপশন লিখে ভিডিওটি পোস্ট করার পর তা প্রায় ২৭ লাখ ভিউ এবং দেড় লাখেরও বেশি লাইক পেয়ে ভাইরাল হয়। ভিডিওটি দেখে বেশ আনন্দই পেয়েছেন নেটিজেনরা।
এক ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন, ‘কুকুরটি তো বেশ চালাক’।
অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘চমৎকার কাজ। পরেরবার আমার জন্য ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিংকস নিয়ে এসো।’
এলি গোল্ডেন লাইফ প্রোফাইলের মালিক কেভিন বুবলস তার গোল্ডেন রেট্রিভিয়ার জাতের কুকুরদের নিয়ে প্রায়ই এমন মজার মজার ভিডিও পোস্ট করেন।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে