অনলাইন ডেস্ক
পর্তুগালের ছোট্ট এক শহরের বাসিন্দারা অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়। তারা হঠাৎই আবিষ্কার করে, শহরের রাস্তাগুলো লাল রং ধারণ করেছে। বন্যার পানির তোড়ের মতো হঠাৎ ছড়িয়ে পড়া ওয়াইনের কারণেই এমন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়তে হয়। এই ওয়াইনের পরিমাণটাও আপনাকে চমকে দেবে, ৬ লাখ গ্যালন! আর এসব তথ্য জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে।
পর্তুগালের ছোট্ট এই উপকূলীয় শহরের নাম সাও লরেন্সো দ্যু বাইরো। মোটামুটি হাজার দুয়েক মানুষের বসবাস এখানে। রোববার হঠাৎই বিস্মিত হয়ে তারা আবিষ্কার করে লাল ওয়াইনের একটি নদী বয়ে যাচ্ছে তাদের রাস্তাগুলো দিয়ে। এই ওয়াইন তৈরি করে লেভিরা ডিস্টিলারি। তাদের দুটি ট্যাংক বিস্ফোরিত হয়ে এই বিপর্যয়ের সূত্রপাত হয়। বিশাল ট্যাংক দুটি বহন করছিল ৬ লাখ গ্যালন ওয়াইন।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে প্রবল বেগে লাল তরল পদার্থকে পাহাড়ি একটা ঢালু পথ ধরে নেমে যেতে দেখা যায়। ছড়িয়ে পড়া তরলের পরিমাণ এত বেশি ছিল যে এটা দিয়ে অলিম্পিকের একটি সুইমিং পুল অনায়াসে ভরে দেওয়া যেত। এ ঘটনা পরিবেশগত একটা ঝুঁকির আশঙ্কাও তৈরি করে।
এদিকে ওয়াইনের এই প্রবাহ যাচ্ছিল শহরের পাশ দিয়ে বয়ে চলে নদীটির দিকে। কারতিমা নামের নদীটিকে আক্ষরিক অর্থে ওয়াইনের নদীতে পরিণত করার আগেই কাজে নেমে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্য আনাদিয়া ফায়ার ডিপার্টমেন্ট প্রবল বেগে প্রবাহিত তরলের পথ আটকে নদীর বদলে কাছের একটি মাঠের দিকে যাওয়ার ব্যবস্থা করে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, কারখানাটির কাছের একটি ভবনের বেসমেন্টে পরিপূর্ণ হয়ে যায় এই লাল ওয়াইনে।
লেভিরা ডিস্টিলারি ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যে ওয়াইনে ভেজা জমি পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির জায়গাগুলো মেরামত ও পরিষ্কারের সঙ্গে সম্পর্কিত সমস্ত খরচের সম্পূর্ণ দায়বদ্ধতা তারা গ্রহণ করেছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে। এতে আরও বলা হয়, ‘আমরা যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মাঠের ওয়াইনে ভেজা মাটি একটি বিশেষ শোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে বলেও আশ্বস্ত করা হয় এতে।
পর্তুগালের ছোট্ট এক শহরের বাসিন্দারা অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়। তারা হঠাৎই আবিষ্কার করে, শহরের রাস্তাগুলো লাল রং ধারণ করেছে। বন্যার পানির তোড়ের মতো হঠাৎ ছড়িয়ে পড়া ওয়াইনের কারণেই এমন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়তে হয়। এই ওয়াইনের পরিমাণটাও আপনাকে চমকে দেবে, ৬ লাখ গ্যালন! আর এসব তথ্য জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে।
পর্তুগালের ছোট্ট এই উপকূলীয় শহরের নাম সাও লরেন্সো দ্যু বাইরো। মোটামুটি হাজার দুয়েক মানুষের বসবাস এখানে। রোববার হঠাৎই বিস্মিত হয়ে তারা আবিষ্কার করে লাল ওয়াইনের একটি নদী বয়ে যাচ্ছে তাদের রাস্তাগুলো দিয়ে। এই ওয়াইন তৈরি করে লেভিরা ডিস্টিলারি। তাদের দুটি ট্যাংক বিস্ফোরিত হয়ে এই বিপর্যয়ের সূত্রপাত হয়। বিশাল ট্যাংক দুটি বহন করছিল ৬ লাখ গ্যালন ওয়াইন।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে প্রবল বেগে লাল তরল পদার্থকে পাহাড়ি একটা ঢালু পথ ধরে নেমে যেতে দেখা যায়। ছড়িয়ে পড়া তরলের পরিমাণ এত বেশি ছিল যে এটা দিয়ে অলিম্পিকের একটি সুইমিং পুল অনায়াসে ভরে দেওয়া যেত। এ ঘটনা পরিবেশগত একটা ঝুঁকির আশঙ্কাও তৈরি করে।
এদিকে ওয়াইনের এই প্রবাহ যাচ্ছিল শহরের পাশ দিয়ে বয়ে চলে নদীটির দিকে। কারতিমা নামের নদীটিকে আক্ষরিক অর্থে ওয়াইনের নদীতে পরিণত করার আগেই কাজে নেমে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্য আনাদিয়া ফায়ার ডিপার্টমেন্ট প্রবল বেগে প্রবাহিত তরলের পথ আটকে নদীর বদলে কাছের একটি মাঠের দিকে যাওয়ার ব্যবস্থা করে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, কারখানাটির কাছের একটি ভবনের বেসমেন্টে পরিপূর্ণ হয়ে যায় এই লাল ওয়াইনে।
লেভিরা ডিস্টিলারি ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যে ওয়াইনে ভেজা জমি পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির জায়গাগুলো মেরামত ও পরিষ্কারের সঙ্গে সম্পর্কিত সমস্ত খরচের সম্পূর্ণ দায়বদ্ধতা তারা গ্রহণ করেছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে। এতে আরও বলা হয়, ‘আমরা যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মাঠের ওয়াইনে ভেজা মাটি একটি বিশেষ শোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে বলেও আশ্বস্ত করা হয় এতে।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২১ ঘণ্টা আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে