অনলাইন ডেস্ক
পর্তুগালের ছোট্ট এক শহরের বাসিন্দারা অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়। তারা হঠাৎই আবিষ্কার করে, শহরের রাস্তাগুলো লাল রং ধারণ করেছে। বন্যার পানির তোড়ের মতো হঠাৎ ছড়িয়ে পড়া ওয়াইনের কারণেই এমন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়তে হয়। এই ওয়াইনের পরিমাণটাও আপনাকে চমকে দেবে, ৬ লাখ গ্যালন! আর এসব তথ্য জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে।
পর্তুগালের ছোট্ট এই উপকূলীয় শহরের নাম সাও লরেন্সো দ্যু বাইরো। মোটামুটি হাজার দুয়েক মানুষের বসবাস এখানে। রোববার হঠাৎই বিস্মিত হয়ে তারা আবিষ্কার করে লাল ওয়াইনের একটি নদী বয়ে যাচ্ছে তাদের রাস্তাগুলো দিয়ে। এই ওয়াইন তৈরি করে লেভিরা ডিস্টিলারি। তাদের দুটি ট্যাংক বিস্ফোরিত হয়ে এই বিপর্যয়ের সূত্রপাত হয়। বিশাল ট্যাংক দুটি বহন করছিল ৬ লাখ গ্যালন ওয়াইন।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে প্রবল বেগে লাল তরল পদার্থকে পাহাড়ি একটা ঢালু পথ ধরে নেমে যেতে দেখা যায়। ছড়িয়ে পড়া তরলের পরিমাণ এত বেশি ছিল যে এটা দিয়ে অলিম্পিকের একটি সুইমিং পুল অনায়াসে ভরে দেওয়া যেত। এ ঘটনা পরিবেশগত একটা ঝুঁকির আশঙ্কাও তৈরি করে।
এদিকে ওয়াইনের এই প্রবাহ যাচ্ছিল শহরের পাশ দিয়ে বয়ে চলে নদীটির দিকে। কারতিমা নামের নদীটিকে আক্ষরিক অর্থে ওয়াইনের নদীতে পরিণত করার আগেই কাজে নেমে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্য আনাদিয়া ফায়ার ডিপার্টমেন্ট প্রবল বেগে প্রবাহিত তরলের পথ আটকে নদীর বদলে কাছের একটি মাঠের দিকে যাওয়ার ব্যবস্থা করে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, কারখানাটির কাছের একটি ভবনের বেসমেন্টে পরিপূর্ণ হয়ে যায় এই লাল ওয়াইনে।
লেভিরা ডিস্টিলারি ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যে ওয়াইনে ভেজা জমি পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির জায়গাগুলো মেরামত ও পরিষ্কারের সঙ্গে সম্পর্কিত সমস্ত খরচের সম্পূর্ণ দায়বদ্ধতা তারা গ্রহণ করেছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে। এতে আরও বলা হয়, ‘আমরা যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মাঠের ওয়াইনে ভেজা মাটি একটি বিশেষ শোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে বলেও আশ্বস্ত করা হয় এতে।
পর্তুগালের ছোট্ট এক শহরের বাসিন্দারা অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়। তারা হঠাৎই আবিষ্কার করে, শহরের রাস্তাগুলো লাল রং ধারণ করেছে। বন্যার পানির তোড়ের মতো হঠাৎ ছড়িয়ে পড়া ওয়াইনের কারণেই এমন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়তে হয়। এই ওয়াইনের পরিমাণটাও আপনাকে চমকে দেবে, ৬ লাখ গ্যালন! আর এসব তথ্য জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে।
পর্তুগালের ছোট্ট এই উপকূলীয় শহরের নাম সাও লরেন্সো দ্যু বাইরো। মোটামুটি হাজার দুয়েক মানুষের বসবাস এখানে। রোববার হঠাৎই বিস্মিত হয়ে তারা আবিষ্কার করে লাল ওয়াইনের একটি নদী বয়ে যাচ্ছে তাদের রাস্তাগুলো দিয়ে। এই ওয়াইন তৈরি করে লেভিরা ডিস্টিলারি। তাদের দুটি ট্যাংক বিস্ফোরিত হয়ে এই বিপর্যয়ের সূত্রপাত হয়। বিশাল ট্যাংক দুটি বহন করছিল ৬ লাখ গ্যালন ওয়াইন।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে প্রবল বেগে লাল তরল পদার্থকে পাহাড়ি একটা ঢালু পথ ধরে নেমে যেতে দেখা যায়। ছড়িয়ে পড়া তরলের পরিমাণ এত বেশি ছিল যে এটা দিয়ে অলিম্পিকের একটি সুইমিং পুল অনায়াসে ভরে দেওয়া যেত। এ ঘটনা পরিবেশগত একটা ঝুঁকির আশঙ্কাও তৈরি করে।
এদিকে ওয়াইনের এই প্রবাহ যাচ্ছিল শহরের পাশ দিয়ে বয়ে চলে নদীটির দিকে। কারতিমা নামের নদীটিকে আক্ষরিক অর্থে ওয়াইনের নদীতে পরিণত করার আগেই কাজে নেমে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্য আনাদিয়া ফায়ার ডিপার্টমেন্ট প্রবল বেগে প্রবাহিত তরলের পথ আটকে নদীর বদলে কাছের একটি মাঠের দিকে যাওয়ার ব্যবস্থা করে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, কারখানাটির কাছের একটি ভবনের বেসমেন্টে পরিপূর্ণ হয়ে যায় এই লাল ওয়াইনে।
লেভিরা ডিস্টিলারি ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যে ওয়াইনে ভেজা জমি পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির জায়গাগুলো মেরামত ও পরিষ্কারের সঙ্গে সম্পর্কিত সমস্ত খরচের সম্পূর্ণ দায়বদ্ধতা তারা গ্রহণ করেছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে। এতে আরও বলা হয়, ‘আমরা যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মাঠের ওয়াইনে ভেজা মাটি একটি বিশেষ শোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে বলেও আশ্বস্ত করা হয় এতে।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
২ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৬ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৮ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
৮ দিন আগে