অর্ণব সান্যাল
চারদিকে হাহাকার ছিল গতকাল। কোত্থেকে যেন একরাশ অন্ধকার নেমে এসেছিল ফেসবুকের ‘আসল’ দুনিয়ায়। এই দুনিয়া ফলোয়ারের, এই দুনিয়া লাইক–শেয়ারের। কিন্তু হুট করেই ফলোয়ার কমে গেল সবার। সবার মানে সবারই, এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গেরও। বুঝুন তবে, সাম্য কাকে বলে!
অর্থাৎ, কারও ফলোয়ার থাকবে, কারও থাকবে না—তা হবে না তা হবে না। বিশেষ-অজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে নতুন জমানায় প্রবেশ করল ফেসবুক। নিন্দুকদের মুখে ঝামা ঘষে বুঝিয়ে দিল, ওরা কমালে সবারই কমাবে, বাড়ালে সবার। একদিন ঘুম থেকে উঠে হালের ‘প্রচণ্ড’ জলিল যেমন ফলোয়ারের সংখ্যা দেখে ‘পাগল পাগল’ হয়ে যাবে, তেমনি ঝটকা খাবে জাকারবার্গও।
সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, গতকাল বুধবার সকাল থেকেই ফলোয়ার ভূমিকম্পের শুরু। ঘুম থেকে উঠেই ফেসবুকে নিজেদের ফলোয়ার লিস্ট দেখে অনেকের বুক ধড়ফড় শুরু। লাখ লাখ ফলোয়ারের জায়গায় দেখাচ্ছে মাত্র কয়েক হাজার! মুহূর্তেই ফলোয়ার এত কমে গেল কী করে—এই গগনবিদারী প্রশ্নে সয়লাব হয়ে ওঠে আকাশ–বাতাস।
এমন প্রশ্নে ও নানাবিধ আশঙ্কায় বাংলার আকাশও ছিল মেঘাচ্ছন্ন। অনেকে নাকি ভাবছিলেন হয়তো শুধু বাংলাদেশেই ফেসবুক নিয়ে কোনো ঝামেলা হয়েছে। ফলোয়ারদের উদ্দেশেই জীবন–যৌবন উৎসর্গ করা এ দেশীয় সেলিব্রেটিদের বুকভাঙা কান্নায় ভারী হয়ে ওঠে আগে থেকেই বায়ুদূষণে দূষিত থাকা বাতাস। সবাই বলতে শুরু করে—‘বাংলার ভাগ্যাকাশে এ কোন দুর্যোগের ঘনঘটা’!
তবে সংবাদমাধ্যমের খবরে জানা গেল, খোদ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের তালিকাই নেমে এসেছে তলানিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জাকারবার্গের ফেসবুক ফলোয়ার ছিল ১১ কোটি ৯১ লাখ। তার প্রায় সবই নাই হয়ে যায়। এক লাফে নেমে এসেছে ১০ হাজারের নিচে।
আর এতেই নাকি এই সুজলা সুফলা শস্য–শ্যামলা বাংলার ‘জান’–এ পানি ফিরে আসে! যেখানে জাকারবার্গেরই বেইল নাই, সেখানে আমাদের স্টাম্প না থাকলেই কি—এমন ভাবনায় বাঙালি টিস্যুর ব্যবহার কমিয়ে দেয়। হাজার হোক বাঙালি তো! অন্যের ঘরের ‘কাসুন্দি’ দিয়ে আমরা কবে পাটশাক ভাজা খাইনি?
সে যাক গে। রাত আটটায় ফিরে আসা বিদ্যুতের মতো ফলোয়াররাও ফিরে এসেছে অবশেষে। এমন সমস্যার ব্যাপারে নাকি আগে থেকেই অবগত ছিল ফেসবুক কর্তৃপক্ষ। কয়েক দিন আগেই বিভিন্ন দেশে এমন বিভ্রাট দেখা দেয়, গতকাল দেখা দিয়েছিল ভারত ও বাংলাদেশে। বিভ্রাট নিয়ে জানতে চাওয়া হলে ফেসবুকের প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র জানিয়েছিলেন, ‘আমরা এমন বেশ কিছু অভিযোগ পেয়েছি। এরই মধ্যে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এ বিভ্রাটের জন্য আমরা ক্ষমা চাইছি।’ পরে বিকেলে এ বিভ্রাটের সমাধান হয়। আগের মতোই ফলোয়ার চলে আসে যার যার অ্যাকাউন্টে। তবে ঠিক কী কারণে এমন হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফেসবুকের নাম না জানা একটি ‘গুপন’ সূত্র তার চৌদ্দ গুষ্টির পরিচয় প্রকাশ করার শর্তে জানিয়েছেন, জাকারবার্গের ‘বাটাম’ খেয়েই ফলোয়ারের সংখ্যা সংক্রান্ত বিভ্রাট দ্রুত সমাধানের পথে এগোয়। নিজের ফলোয়ার কমে যাওয়ার পরই জাকারবার্গ ঝটকা খেয়ে সংশ্লিষ্ট সকলকে বাটামের আওতায় নিয়ে আসেন। ‘বস’–কে ম্যানেজ করতে এরপর ত্বরিৎগতিতে ফলোয়ারের ফ্লো ঠিক করতে কাজ শুরু হয়, আসে সফলতা। আবারও প্রমাণিত হলো, ‘সবার উপরে বাটাম সত্য, তাহার উপরে নাই’!
এদিকে আঁতকা ফলোয়ার কমে গিয়ে আবার ঠিক হয়ে যাওয়ার মতো ঘটনায় ঠিক স্বস্তি পাচ্ছে না ‘নিখিল বাংলাদেশ ফেসবুকজীবী সমিতি’। এই সমিতির বুদ্ধিজীবী উইংয়ের অসম্মানিত সভাপতি জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। লোডশেডিংয়ের মতো ফলোয়ারের সংখ্যাতেও যে বার উত্থান–পতন হবে না, সেই নিশ্চয়তা কে দেবে? এ কারণে জাকারবার্গ বরাবর প্রতিবাদ ও স্মারকলিপি পেশ করারও আলোচনা চলছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে একটি প্রতিবাদ কমিটি গঠিত হয়েছে এরই মধ্যে। আমরা জাকারবার্গের কাছে প্রতিবাদলিপি দিতে চাই। আমাদের অনেক সদস্য ফলোয়ার কমে যাওয়ার দুঃখে চোখের জল, নাকের জল এক করে ফেলেছিল। এই কান্নার ক্ষতিপূরণ কে দেবে?’
কোনো ক্ষতিপূরণ দাবি করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে নিখিল বাংলাদেশ ফেসবুকজীবী সমিতির বুদ্ধিজীবী উইংয়ের সভাপতির চোখ প্রথমে চকচক করে ওঠে। এরপর জিভে জল এনে তিনি বলেন, ‘আপনার প্রশ্নেই আইডিয়াটা আসল মাথায়। আমি তো বুদ্ধিজীবী উইংয়ের সভাপতি, সুতরাং আইডিয়া আসাটাই স্বাভাবিক। আমরা ভাবছি, কান্নার ক্ষতিপূরণ হিসেবে কিছু ফলোয়ার এক্সট্রা চাইব। না দিলেই শুরু হবে কঠোর আন্দুলন এবং সেটা ক্রিসমাসের আগেই হবে।’
ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই হার্ডলাইনে চলে যেতে পারে নিখিল বাংলাদেশ ফেসবুকজীবী সমিতি। যদিও এ ব্যাপারে ফেসবুক বা মেটার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল এই প্রতিবেদকের পক্ষ থেকে। কিন্তু প্রশ্নমালা পাঠানোর সময় লোডশেডিংয়ের কবলে পড়ায় ইন্টারনেট না থাকার কারণে আর সেগুলো পাঠানো যায়নি।
ফলোয়ারজনিত বিভ্রাট নিয়ে জনসচেতনতা এবং এ সংক্রান্ত নাকিকান্নার আশঙ্কা মোকাবিলায় ফেসবুক কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, তাই এখন দেখার।
চারদিকে হাহাকার ছিল গতকাল। কোত্থেকে যেন একরাশ অন্ধকার নেমে এসেছিল ফেসবুকের ‘আসল’ দুনিয়ায়। এই দুনিয়া ফলোয়ারের, এই দুনিয়া লাইক–শেয়ারের। কিন্তু হুট করেই ফলোয়ার কমে গেল সবার। সবার মানে সবারই, এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গেরও। বুঝুন তবে, সাম্য কাকে বলে!
অর্থাৎ, কারও ফলোয়ার থাকবে, কারও থাকবে না—তা হবে না তা হবে না। বিশেষ-অজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে নতুন জমানায় প্রবেশ করল ফেসবুক। নিন্দুকদের মুখে ঝামা ঘষে বুঝিয়ে দিল, ওরা কমালে সবারই কমাবে, বাড়ালে সবার। একদিন ঘুম থেকে উঠে হালের ‘প্রচণ্ড’ জলিল যেমন ফলোয়ারের সংখ্যা দেখে ‘পাগল পাগল’ হয়ে যাবে, তেমনি ঝটকা খাবে জাকারবার্গও।
সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, গতকাল বুধবার সকাল থেকেই ফলোয়ার ভূমিকম্পের শুরু। ঘুম থেকে উঠেই ফেসবুকে নিজেদের ফলোয়ার লিস্ট দেখে অনেকের বুক ধড়ফড় শুরু। লাখ লাখ ফলোয়ারের জায়গায় দেখাচ্ছে মাত্র কয়েক হাজার! মুহূর্তেই ফলোয়ার এত কমে গেল কী করে—এই গগনবিদারী প্রশ্নে সয়লাব হয়ে ওঠে আকাশ–বাতাস।
এমন প্রশ্নে ও নানাবিধ আশঙ্কায় বাংলার আকাশও ছিল মেঘাচ্ছন্ন। অনেকে নাকি ভাবছিলেন হয়তো শুধু বাংলাদেশেই ফেসবুক নিয়ে কোনো ঝামেলা হয়েছে। ফলোয়ারদের উদ্দেশেই জীবন–যৌবন উৎসর্গ করা এ দেশীয় সেলিব্রেটিদের বুকভাঙা কান্নায় ভারী হয়ে ওঠে আগে থেকেই বায়ুদূষণে দূষিত থাকা বাতাস। সবাই বলতে শুরু করে—‘বাংলার ভাগ্যাকাশে এ কোন দুর্যোগের ঘনঘটা’!
তবে সংবাদমাধ্যমের খবরে জানা গেল, খোদ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের তালিকাই নেমে এসেছে তলানিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জাকারবার্গের ফেসবুক ফলোয়ার ছিল ১১ কোটি ৯১ লাখ। তার প্রায় সবই নাই হয়ে যায়। এক লাফে নেমে এসেছে ১০ হাজারের নিচে।
আর এতেই নাকি এই সুজলা সুফলা শস্য–শ্যামলা বাংলার ‘জান’–এ পানি ফিরে আসে! যেখানে জাকারবার্গেরই বেইল নাই, সেখানে আমাদের স্টাম্প না থাকলেই কি—এমন ভাবনায় বাঙালি টিস্যুর ব্যবহার কমিয়ে দেয়। হাজার হোক বাঙালি তো! অন্যের ঘরের ‘কাসুন্দি’ দিয়ে আমরা কবে পাটশাক ভাজা খাইনি?
সে যাক গে। রাত আটটায় ফিরে আসা বিদ্যুতের মতো ফলোয়াররাও ফিরে এসেছে অবশেষে। এমন সমস্যার ব্যাপারে নাকি আগে থেকেই অবগত ছিল ফেসবুক কর্তৃপক্ষ। কয়েক দিন আগেই বিভিন্ন দেশে এমন বিভ্রাট দেখা দেয়, গতকাল দেখা দিয়েছিল ভারত ও বাংলাদেশে। বিভ্রাট নিয়ে জানতে চাওয়া হলে ফেসবুকের প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র জানিয়েছিলেন, ‘আমরা এমন বেশ কিছু অভিযোগ পেয়েছি। এরই মধ্যে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এ বিভ্রাটের জন্য আমরা ক্ষমা চাইছি।’ পরে বিকেলে এ বিভ্রাটের সমাধান হয়। আগের মতোই ফলোয়ার চলে আসে যার যার অ্যাকাউন্টে। তবে ঠিক কী কারণে এমন হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফেসবুকের নাম না জানা একটি ‘গুপন’ সূত্র তার চৌদ্দ গুষ্টির পরিচয় প্রকাশ করার শর্তে জানিয়েছেন, জাকারবার্গের ‘বাটাম’ খেয়েই ফলোয়ারের সংখ্যা সংক্রান্ত বিভ্রাট দ্রুত সমাধানের পথে এগোয়। নিজের ফলোয়ার কমে যাওয়ার পরই জাকারবার্গ ঝটকা খেয়ে সংশ্লিষ্ট সকলকে বাটামের আওতায় নিয়ে আসেন। ‘বস’–কে ম্যানেজ করতে এরপর ত্বরিৎগতিতে ফলোয়ারের ফ্লো ঠিক করতে কাজ শুরু হয়, আসে সফলতা। আবারও প্রমাণিত হলো, ‘সবার উপরে বাটাম সত্য, তাহার উপরে নাই’!
এদিকে আঁতকা ফলোয়ার কমে গিয়ে আবার ঠিক হয়ে যাওয়ার মতো ঘটনায় ঠিক স্বস্তি পাচ্ছে না ‘নিখিল বাংলাদেশ ফেসবুকজীবী সমিতি’। এই সমিতির বুদ্ধিজীবী উইংয়ের অসম্মানিত সভাপতি জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। লোডশেডিংয়ের মতো ফলোয়ারের সংখ্যাতেও যে বার উত্থান–পতন হবে না, সেই নিশ্চয়তা কে দেবে? এ কারণে জাকারবার্গ বরাবর প্রতিবাদ ও স্মারকলিপি পেশ করারও আলোচনা চলছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে একটি প্রতিবাদ কমিটি গঠিত হয়েছে এরই মধ্যে। আমরা জাকারবার্গের কাছে প্রতিবাদলিপি দিতে চাই। আমাদের অনেক সদস্য ফলোয়ার কমে যাওয়ার দুঃখে চোখের জল, নাকের জল এক করে ফেলেছিল। এই কান্নার ক্ষতিপূরণ কে দেবে?’
কোনো ক্ষতিপূরণ দাবি করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে নিখিল বাংলাদেশ ফেসবুকজীবী সমিতির বুদ্ধিজীবী উইংয়ের সভাপতির চোখ প্রথমে চকচক করে ওঠে। এরপর জিভে জল এনে তিনি বলেন, ‘আপনার প্রশ্নেই আইডিয়াটা আসল মাথায়। আমি তো বুদ্ধিজীবী উইংয়ের সভাপতি, সুতরাং আইডিয়া আসাটাই স্বাভাবিক। আমরা ভাবছি, কান্নার ক্ষতিপূরণ হিসেবে কিছু ফলোয়ার এক্সট্রা চাইব। না দিলেই শুরু হবে কঠোর আন্দুলন এবং সেটা ক্রিসমাসের আগেই হবে।’
ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই হার্ডলাইনে চলে যেতে পারে নিখিল বাংলাদেশ ফেসবুকজীবী সমিতি। যদিও এ ব্যাপারে ফেসবুক বা মেটার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল এই প্রতিবেদকের পক্ষ থেকে। কিন্তু প্রশ্নমালা পাঠানোর সময় লোডশেডিংয়ের কবলে পড়ায় ইন্টারনেট না থাকার কারণে আর সেগুলো পাঠানো যায়নি।
ফলোয়ারজনিত বিভ্রাট নিয়ে জনসচেতনতা এবং এ সংক্রান্ত নাকিকান্নার আশঙ্কা মোকাবিলায় ফেসবুক কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, তাই এখন দেখার।
উড়োজাহাজ ভ্রমণ অনেক মানুষেরই পছন্দ। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না কোনো কুমির কিংবা তার জাত ভাই অ্যালিগেটরদের এ ধরনের শখ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমানবন্দরে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো অ্যালিগেটরটিকে যারা দেখেছেন তাঁদের এই সন্দেহ মাথায় আসাটা খুব অস্বাভাবিক কিছু ছিল না।
১ দিন আগেমার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
৩ দিন আগে২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।
৪ দিন আগেপৃথিবীতে এমন কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলো দেখলে ওই সময় মানব নির্মিত কোনো স্থাপনা বলে বিশ্বাস করা কঠিন! কারণ, এসব স্থাপনার নির্মাণশৈলী একই সঙ্গে জটিল ও বিশাল।
৯ দিন আগে