অনলাইন ডেস্ক
নিজের ঝুলিতে ২৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশের। অভিনব সব রেকর্ড গড়তে ওস্তাদ তিনি। এবার কম সময়ে সবচেয়ে বেশি বেলুন ফাটানোর রেকর্ড গড়েছেন রাশ।
একটি আলপিন ব্যবহার করে মাত্র ১১ দশমিক ৮৩ সেকেন্ডে ২০০টি বেলুন ফাটান ডেভিড রাশ। মজার ঘটনা রেকর্ডটি আগে তাঁরই ছিল। তখন ১৪.৭৭ সেকেন্ডে বেলুনগুলিকে দেয়ালে একটি সারিতে সাজিয়ে এবং দৌড়ানোর সময় পেরেক দিয়ে ফাটিয়ে রেকর্ডটি গড়েছিলেন। তবে ১২.১ সেকেন্ডে জাপানের রেন নাগাসি ২০০টি বেলুন এভাবে ফাটিয়ে রাশের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদন থেকে।
এবার প্রথম দৌড়ে রাশ সবগুলি বেলুন ফাটাতে পারেননি। চূড়ান্ত দৌড়ে আগে মিস করা তিনটি বেলুন ফাটাতে গিয়ে কিছুটা সময় ব্যয় হয়েছিল। তবে তারপরও ১১.৮৩ সেকেন্ড সময়ে বেলুন গুলি ফাটিয়ে রেকর্ডটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।
নিজের ঝুলিতে ২৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশের। অভিনব সব রেকর্ড গড়তে ওস্তাদ তিনি। এবার কম সময়ে সবচেয়ে বেশি বেলুন ফাটানোর রেকর্ড গড়েছেন রাশ।
একটি আলপিন ব্যবহার করে মাত্র ১১ দশমিক ৮৩ সেকেন্ডে ২০০টি বেলুন ফাটান ডেভিড রাশ। মজার ঘটনা রেকর্ডটি আগে তাঁরই ছিল। তখন ১৪.৭৭ সেকেন্ডে বেলুনগুলিকে দেয়ালে একটি সারিতে সাজিয়ে এবং দৌড়ানোর সময় পেরেক দিয়ে ফাটিয়ে রেকর্ডটি গড়েছিলেন। তবে ১২.১ সেকেন্ডে জাপানের রেন নাগাসি ২০০টি বেলুন এভাবে ফাটিয়ে রাশের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদন থেকে।
এবার প্রথম দৌড়ে রাশ সবগুলি বেলুন ফাটাতে পারেননি। চূড়ান্ত দৌড়ে আগে মিস করা তিনটি বেলুন ফাটাতে গিয়ে কিছুটা সময় ব্যয় হয়েছিল। তবে তারপরও ১১.৮৩ সেকেন্ড সময়ে বেলুন গুলি ফাটিয়ে রেকর্ডটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪